অবশেষে এল আইফোন ১৫, দামে বড় চমক দিল অ্যাপল
বহুল প্রতীক্ষিত আইফোন ১৫ প্রো গতকাল মঙ্গলবার এক ইভেন্টে উন্মোচন করেছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এর সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়েছে। আইফোন ১৫ নিয়ে আগে ফাঁস হওয়া প্রায় সব তথ্যই মিলে গেছে। শুধু দাম নিয়ে বড় চমক দিয়েছে অ্যাপল।