সরকারি কর্মচারীদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করল চীন। এই খবরের পর আইফোন নির্মাতা অ্যাপলের শেয়ারের দরপতন হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বুধবার দিন শেষে ৩ দশমিক ৬ শতাংশ দাম কমে অ্যাপলের শেয়ার ১৮২ দশমিক ৯১ ডলারে লেনদেন হয়। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত অ্যাপলের শেয়ার ৪৬ শতাংশ বেড়েছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অ্যাপলের সঙ্গে সিএনএন যোগাযোগ করলেও এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পায়নি।
চীনের কেন্দ্রীয় সরকারি সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, করোনা মহামারির আগে থেকেই আইফোন ব্যবহার বন্ধের অলিখিত নিয়ম ছিল। এবার সেই নিয়ম আনুষ্ঠানিক নীতির মাধ্যমে প্রকাশ পেল। বিষয়টি সংবেদনশীল হওয়ার কারণে সূত্রটি নাম প্রকাশে অনিচ্ছুক।
কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এখন হুয়াওয়ের মতো দেশীয় স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেড়েছে।
২০২২ সালের জুনে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, নিরাপত্তার আশঙ্কায় চীনের সরকারি মন্ত্রণালয়গুলো টেসলা গাড়িকে তাদের প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
অ্যাপলের সিইও টিম কুক গত মার্চ মাসে চীনে ভ্রমণ করেন। অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ বাজার ও উৎপাদক হলো চীন। চীনের বাজার থেকে কোম্পানিটির প্রায় ১৯ শতাংশ আয় হয়।
চীনের প্রযুক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিতে পারে।
চীনের হুয়াওয়ে ও জেটিই কোম্পানি অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে ‘এক অগ্রহণযোগ্য ঝুঁকির’ কথা উল্লেখ করে গত নভেম্বরে বাইডেনের প্রশাসন উভয় কোম্পানির টেলিকমিউনিকেশনের সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
চীনের সরকার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদসহ অনেক প্রতিষ্ঠানে টিকটক বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে যেমন–নিউইয়র্ক, মন্টনা, ওহিও, টেক্সাস ও জর্জিয়ায় টিকটিক বন্ধ করে দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারীদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করল চীন। এই খবরের পর আইফোন নির্মাতা অ্যাপলের শেয়ারের দরপতন হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বুধবার দিন শেষে ৩ দশমিক ৬ শতাংশ দাম কমে অ্যাপলের শেয়ার ১৮২ দশমিক ৯১ ডলারে লেনদেন হয়। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত অ্যাপলের শেয়ার ৪৬ শতাংশ বেড়েছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অ্যাপলের সঙ্গে সিএনএন যোগাযোগ করলেও এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পায়নি।
চীনের কেন্দ্রীয় সরকারি সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, করোনা মহামারির আগে থেকেই আইফোন ব্যবহার বন্ধের অলিখিত নিয়ম ছিল। এবার সেই নিয়ম আনুষ্ঠানিক নীতির মাধ্যমে প্রকাশ পেল। বিষয়টি সংবেদনশীল হওয়ার কারণে সূত্রটি নাম প্রকাশে অনিচ্ছুক।
কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এখন হুয়াওয়ের মতো দেশীয় স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেড়েছে।
২০২২ সালের জুনে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, নিরাপত্তার আশঙ্কায় চীনের সরকারি মন্ত্রণালয়গুলো টেসলা গাড়িকে তাদের প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
অ্যাপলের সিইও টিম কুক গত মার্চ মাসে চীনে ভ্রমণ করেন। অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ বাজার ও উৎপাদক হলো চীন। চীনের বাজার থেকে কোম্পানিটির প্রায় ১৯ শতাংশ আয় হয়।
চীনের প্রযুক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিতে পারে।
চীনের হুয়াওয়ে ও জেটিই কোম্পানি অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে ‘এক অগ্রহণযোগ্য ঝুঁকির’ কথা উল্লেখ করে গত নভেম্বরে বাইডেনের প্রশাসন উভয় কোম্পানির টেলিকমিউনিকেশনের সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
চীনের সরকার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদসহ অনেক প্রতিষ্ঠানে টিকটক বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে যেমন–নিউইয়র্ক, মন্টনা, ওহিও, টেক্সাস ও জর্জিয়ায় টিকটিক বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
১ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
১ দিন আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১ দিন আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১ দিন আগে