স্ত্রীকে হত্যা আত্মরক্ষার্থে, হাইকোর্টের রায়ে ৬ বছর পর কনডেম সেল থেকে মুক্ত
স্ত্রী হত্যা মামলায় স্বীকারোক্তি দিয়েছিলেন। বিচারিক আদালতে সাজা হয় মৃত্যুদণ্ড। জায়গা হয় কনডেম সেলে। কেটে যায় ছয় বছর। আপিলের রায়ে খালাস পাবেন, আবার বাইরের আলো দেখবেন, এমন স্বপ্ন হয়তো সে সময়ে দেখেননি আব্দুস সালাম। তবে হয়েছে তাই। হাইকোর্টের রায়ে তিনি পেয়েছেন খালাস। কনডেম সেল থেকে একেবারে মুক্ত জীবন।