২ হাজারের জমি সাড়ে ১৬ কোটি টাকা, মামলা চলছে ৫৫ বছর
বায়না চুক্তি হলেও দলিল করে দেননি জমির মালিক। তাই আদালতে চুক্তি বাস্তবায়নের মামলা করেন ক্রেতা। এরপর সহকারী জজ আদালত, জেলা জজ আদালত, হাইকোর্ট ও আপিল বিভাগ ঘুরতে ঘুরতে কেটে গেছে ৫৫ বছর। বাদী-বিবাদীর মৃত্যুর পর মামলা চালাচ্ছেন তাঁদের সন্তানেরা। তাঁরাও এখন প্রবীণ। কিন্তু মামলা নিষ্পত্তি হয়নি। জমিও রেজিস্