মা-বাবার সামনে সেঞ্চুরিতে ম্যাক্সওয়েলের বিরল রেকর্ড
সীমিত ওভারের ক্রিকেটে গ্লেন ম্যাক্সওয়েল কতটা বিধ্বংসী, সেটা অনেকবার দেখা গেছে। তবে যে ‘ধর তক্তা, মার পেরেক’ নীতিতে খেলতে বিশ্বাসী ম্যাক্সওয়েল, তাতে অনিশ্চয়তা থাকে অনেক বেশি। কখনো ১০ বল খেলার আগেই আউট হয়ে যান। কখনোবা করে ফেলেন সেঞ্চুরি।