অক্সিজেন–যোদ্ধাদের অবিরাম ছুটে চলা
একে তো করোনা পরিস্থিতি, তার ওপর প্রচণ্ড গরম। এই গরমে নিজের কাজ সেরে কেবল খেতে বসেছেন ইমার্জেন্সি টিমের সদস্য ইমরান। এর মধ্যেই অক্সিজেনের জন্য কল এল। রোগীর অক্সিজেন লেভেল তখন নেমে ৮২–তে পৌঁছেছে। এমন অবস্থায় খাবার রেখেই দৌড়ে গেলেন ইমরান।