দক্ষ কর্মীদের ধরে রাখতে হিমশিম ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় প্রতিযোগিতা ক্রমাগত বাড়ছে। সম্প্রতি ওপেনএআই থেকে অন্তত আটজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী একযোগে বিদায় নিয়ে মেটায় যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন লুকাস বেয়ার, আলেকজান্ডার কোলেসনিকভ, জিয়াহুয়া ঝাই, ত্রাপিত বানসাল, শেংজিয়া ঝাও, জিয়াহুই ইউ, শুচাও বিঈ ও হংইউ রেন। এ ঘটনার জেরে