আজকের পত্রিকা ডেস্ক
অ্যাপলের প্রথম ফোল্ডেবল বা ভাঁজযোগ্য আইফোন আসছে—এমন গুঞ্জন এখন আর নতুন কিছু নয়। তবে সম্প্রতি ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গুরম্যান জানিয়েছেন, এই ফোনটির ডিজাইন হবে অনেকটা ‘দুই আইফোন এয়ার একসঙ্গে জোড়া লাগানোর’ মতো।
এর মানে দাঁড়াচ্ছে, ফোল্ডেবল আইফোনটি হতে পারে বেশ পাতলা। তবে সম্পূর্ণ ভাঁজ খোলা অবস্থায় গুগল পিক্সেল ফোল্ড (১০ দশমিক ৮ মিলিমিটার) ও স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ (৮ দশমিক ৯ মিলিমিটার)-এর তুলনায় কিছুটা মোটা হতে পারে। কারণ, একটি আইফোন এয়ারের ৫ দশমিক ৬ মিলিমিটার পুরু।
তবে বিশ্লেষক মিং-চি কুয়ের সূত্র বলছে, এই ফোল্ডেবল আইফোনটি খোলা অবস্থায় হতে পারে আরও পাতলা—মাত্র ৪ দশমিক ৫ মিলিমিটার।
গুরম্যান জানান, এই ডিভাইসটির দাম হবে গুগল পিক্সেল ফোল্ডের চেয়েও বেশি। অর্থাৎ, এর শুরুর দাম হতে পারে কমপক্ষে দুই হাজার মার্কিন ডলার বা তারও বেশি।
ডিজাইন আইফোন এয়ার থেকে নেওয়া হলে একটি বড় সুবিধা হতে পারে টেকসই গঠন। এখন পর্যন্ত বাজারের ফোল্ডেবল ফোনগুলো তুলনামূলক ভঙ্গুর। আর আইফোন এয়ার তৈরি হয়েছে টাইটানিয়ামের মতো মজবুত ধাতু দিয়ে।
সম্প্রতি কিছু প্রতিবেদন ইঙ্গিত দিয়েছিল, অ্যাপল তাদের ফোল্ডেবল আইফোন ভারতে উৎপাদন শুরু করতে যাচ্ছে। তবে গুরম্যান জানিয়েছেন, ডিভাইসটি মূলত চীনেই তৈরি হবে। যদিও তিনি এটাও বলেন, ‘কমপক্ষে কিছু উৎপাদন’ চীনে হবে। তাই ভারতে উৎপাদনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গুরম্যানের তথ্যমতে, ফোল্ডেবল আইফোন বাজারে আসতে পারে ২০২৬ সালের শরতে, অর্থাৎ আইফোন ১৮ সিরিজের সঙ্গেই। তবে চূড়ান্ত বাজারজাতকরণ হতে পারে অক্টোবর বা নভেম্বরের দিকে। ২০১৭ সালে আইফোন এক্সও উন্মোচনের কয়েক মাস পরে বাজারজাতকরণ হয়েছিল।
এ ছাড়া গুরম্যান জানান, তিনি ‘প্রায় নিশ্চিত’ যে ফোল্ডেবল আইফোনটি আগামী বছরের সেপ্টেম্বরেই উন্মোচন করা হবে।
এদিকে অ্যাপল কমিউনিটির অনেকের ধারণা, আইফোন এয়ারের ডিজাইন ছিল মূলত একটি পরীক্ষামূলক উদ্যোগ। ভবিষ্যতের ফোল্ডেবল আইফোনের জন্য প্রস্তুতি হিসেবেই এটি তৈরি করেছে অ্যাপল।
অ্যাপলের প্রথম ফোল্ডেবল বা ভাঁজযোগ্য আইফোন আসছে—এমন গুঞ্জন এখন আর নতুন কিছু নয়। তবে সম্প্রতি ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গুরম্যান জানিয়েছেন, এই ফোনটির ডিজাইন হবে অনেকটা ‘দুই আইফোন এয়ার একসঙ্গে জোড়া লাগানোর’ মতো।
এর মানে দাঁড়াচ্ছে, ফোল্ডেবল আইফোনটি হতে পারে বেশ পাতলা। তবে সম্পূর্ণ ভাঁজ খোলা অবস্থায় গুগল পিক্সেল ফোল্ড (১০ দশমিক ৮ মিলিমিটার) ও স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ (৮ দশমিক ৯ মিলিমিটার)-এর তুলনায় কিছুটা মোটা হতে পারে। কারণ, একটি আইফোন এয়ারের ৫ দশমিক ৬ মিলিমিটার পুরু।
তবে বিশ্লেষক মিং-চি কুয়ের সূত্র বলছে, এই ফোল্ডেবল আইফোনটি খোলা অবস্থায় হতে পারে আরও পাতলা—মাত্র ৪ দশমিক ৫ মিলিমিটার।
গুরম্যান জানান, এই ডিভাইসটির দাম হবে গুগল পিক্সেল ফোল্ডের চেয়েও বেশি। অর্থাৎ, এর শুরুর দাম হতে পারে কমপক্ষে দুই হাজার মার্কিন ডলার বা তারও বেশি।
ডিজাইন আইফোন এয়ার থেকে নেওয়া হলে একটি বড় সুবিধা হতে পারে টেকসই গঠন। এখন পর্যন্ত বাজারের ফোল্ডেবল ফোনগুলো তুলনামূলক ভঙ্গুর। আর আইফোন এয়ার তৈরি হয়েছে টাইটানিয়ামের মতো মজবুত ধাতু দিয়ে।
সম্প্রতি কিছু প্রতিবেদন ইঙ্গিত দিয়েছিল, অ্যাপল তাদের ফোল্ডেবল আইফোন ভারতে উৎপাদন শুরু করতে যাচ্ছে। তবে গুরম্যান জানিয়েছেন, ডিভাইসটি মূলত চীনেই তৈরি হবে। যদিও তিনি এটাও বলেন, ‘কমপক্ষে কিছু উৎপাদন’ চীনে হবে। তাই ভারতে উৎপাদনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গুরম্যানের তথ্যমতে, ফোল্ডেবল আইফোন বাজারে আসতে পারে ২০২৬ সালের শরতে, অর্থাৎ আইফোন ১৮ সিরিজের সঙ্গেই। তবে চূড়ান্ত বাজারজাতকরণ হতে পারে অক্টোবর বা নভেম্বরের দিকে। ২০১৭ সালে আইফোন এক্সও উন্মোচনের কয়েক মাস পরে বাজারজাতকরণ হয়েছিল।
এ ছাড়া গুরম্যান জানান, তিনি ‘প্রায় নিশ্চিত’ যে ফোল্ডেবল আইফোনটি আগামী বছরের সেপ্টেম্বরেই উন্মোচন করা হবে।
এদিকে অ্যাপল কমিউনিটির অনেকের ধারণা, আইফোন এয়ারের ডিজাইন ছিল মূলত একটি পরীক্ষামূলক উদ্যোগ। ভবিষ্যতের ফোল্ডেবল আইফোনের জন্য প্রস্তুতি হিসেবেই এটি তৈরি করেছে অ্যাপল।
এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
১ দিন আগেজনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানিয়ে বলেছেন
১ দিন আগেনিউইয়র্কের টম্পকিনস স্কয়ার পার্কে সম্প্রতি এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল। এর শিরোনাম দেওয়া হয়েছিল ‘ডিলিট ডে’। তরুণ প্রজন্ম; বিশেষ করে জেন-জিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, নিজেদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে মুক্তি নেওয়া।
১ দিন আগে