পাকিস্তানের খুদে ভ্লগার মোহাম্মদ শিরাজ। ছোট্ট আদরের বোন মুসকানকে নিয়ে তার ভিডিওগুলো প্রায় পুরো পৃথিবীর মানুষই দেখেছে। পাকিস্তানের কনিষ্ঠ ভ্লগার হিসেবে খ্যাতি পেয়েছে সে।
তার ইউটিউব চ্যানেলের নাম ‘শিরাজি ভিলেজ ভ্লগস’। ছয় বছরের এই শিশুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেশ জনপ্রিয়। অবশ্য শিরাজের বর্তমান বয়স ১২। নিজের পারিবারিক জীবন এবং দৈনন্দিন অভিজ্ঞতার সারাংশ বর্ণনা করেই লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছে শিরাজ। সে গিলগিট–বালটিস্তানের খাপলু গ্রামের বাসিন্দা।
দুঃখজনক খবর হচ্ছে, শিরাজকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না। শিরাজ ঘোষণা করেছে, আপাতত সে আর ভ্লগিং করবে না।
গত ১৫ মে শেষ ভ্লগটি শেয়ার করে শিরাজ। সোশ্যাল মিডিয়াতে ভক্ত ও অনুগামীদের কাছ থেকে আবেগপূর্ণ বিদায় নেয় সেই ভ্লগে।
ইউটিউবে পোস্ট করা ১১ মিনিটের সেই ভিডিওতে এই শিশু সেলিব্রিটি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলে, তার বাবা তাকে ভ্লগিংয়ের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে বলেছেন।
ইউটিউবে শিরাজের ১৫ লাখ ৮০ হাজার সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ২১ লাখ ফলোয়ার আছে। সে ইউটিউব জগতে দ্রুতই সবচেয়ে আলোচিত ভ্লগারদের একজন হয়ে উঠেছিল। শিরাজ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে দেখা করেছে।
সাম্প্রতিক ভ্লগে শিরাজের বাবা ব্যাখ্যা করেছেন, তার ছেলের ভ্লগিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শিরাজের হঠাৎ খ্যাতি তার ব্যক্তিত্বকে বদলে দিয়েছে এবং সে আর আগের মতো বাধ্য এবং কমনীয় শিশুটি নেই।
তার বাবা লক্ষ্য করেছেন, শিরাজ আর আগের মতো একই মনোভাব নিয়ে বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে মিশতে পারে না। তাঁর মতে, এটি একটি সোশ্যাল মিডিয়ায় তারকা হওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া।
দ্বিতীয় কারণ হিসেবে শিরাজের বাবা বলেন, প্রতিদিনের ভ্লগিংয়ের চাহিদার কারণে শিরাজের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এক্স অ্যাকাউন্ট পরিচালনা করা এবং ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট তৈরির ব্যস্ততা তার পড়াশোনার ওপর প্রভাব ফেলছিল।
পাকিস্তানের খুদে ভ্লগার মোহাম্মদ শিরাজ। ছোট্ট আদরের বোন মুসকানকে নিয়ে তার ভিডিওগুলো প্রায় পুরো পৃথিবীর মানুষই দেখেছে। পাকিস্তানের কনিষ্ঠ ভ্লগার হিসেবে খ্যাতি পেয়েছে সে।
তার ইউটিউব চ্যানেলের নাম ‘শিরাজি ভিলেজ ভ্লগস’। ছয় বছরের এই শিশুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেশ জনপ্রিয়। অবশ্য শিরাজের বর্তমান বয়স ১২। নিজের পারিবারিক জীবন এবং দৈনন্দিন অভিজ্ঞতার সারাংশ বর্ণনা করেই লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছে শিরাজ। সে গিলগিট–বালটিস্তানের খাপলু গ্রামের বাসিন্দা।
দুঃখজনক খবর হচ্ছে, শিরাজকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না। শিরাজ ঘোষণা করেছে, আপাতত সে আর ভ্লগিং করবে না।
গত ১৫ মে শেষ ভ্লগটি শেয়ার করে শিরাজ। সোশ্যাল মিডিয়াতে ভক্ত ও অনুগামীদের কাছ থেকে আবেগপূর্ণ বিদায় নেয় সেই ভ্লগে।
ইউটিউবে পোস্ট করা ১১ মিনিটের সেই ভিডিওতে এই শিশু সেলিব্রিটি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলে, তার বাবা তাকে ভ্লগিংয়ের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে বলেছেন।
ইউটিউবে শিরাজের ১৫ লাখ ৮০ হাজার সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ২১ লাখ ফলোয়ার আছে। সে ইউটিউব জগতে দ্রুতই সবচেয়ে আলোচিত ভ্লগারদের একজন হয়ে উঠেছিল। শিরাজ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে দেখা করেছে।
সাম্প্রতিক ভ্লগে শিরাজের বাবা ব্যাখ্যা করেছেন, তার ছেলের ভ্লগিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শিরাজের হঠাৎ খ্যাতি তার ব্যক্তিত্বকে বদলে দিয়েছে এবং সে আর আগের মতো বাধ্য এবং কমনীয় শিশুটি নেই।
তার বাবা লক্ষ্য করেছেন, শিরাজ আর আগের মতো একই মনোভাব নিয়ে বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে মিশতে পারে না। তাঁর মতে, এটি একটি সোশ্যাল মিডিয়ায় তারকা হওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া।
দ্বিতীয় কারণ হিসেবে শিরাজের বাবা বলেন, প্রতিদিনের ভ্লগিংয়ের চাহিদার কারণে শিরাজের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এক্স অ্যাকাউন্ট পরিচালনা করা এবং ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট তৈরির ব্যস্ততা তার পড়াশোনার ওপর প্রভাব ফেলছিল।
গুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
২ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
১০ ঘণ্টা আগেদীর্ঘ সময় ধরে স্মার্টফোনে স্ক্রলিং, গেম খেলা কিংবা ভিডিও দেখার পর হাতের ফোনটি বেশ গরম অনুভূত হয়। বিষয়টা একটু চিন্তার মনে হতে পারে, এর পেছনে একাধিক যৌক্তিক ও প্রযুক্তিগত কারণ।
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপন জালিয়াতি রোধে গত বছর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। ২০২৪ সালে ৩ কোটি ৯২ লাখ বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট স্থগিত করেছে কোম্পানিটি, যা আগের বছরের তুলনায় তিন গুণেরও বেশি। নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অ্যাকাউন্টগুলো সনাক্ত করেছে এই টেক...
১৩ ঘণ্টা আগে