পাকিস্তানের খুদে ভ্লগার মোহাম্মদ শিরাজ। ছোট্ট আদরের বোন মুসকানকে নিয়ে তার ভিডিওগুলো প্রায় পুরো পৃথিবীর মানুষই দেখেছে। পাকিস্তানের কনিষ্ঠ ভ্লগার হিসেবে খ্যাতি পেয়েছে সে।
তার ইউটিউব চ্যানেলের নাম ‘শিরাজি ভিলেজ ভ্লগস’। ছয় বছরের এই শিশুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেশ জনপ্রিয়। অবশ্য শিরাজের বর্তমান বয়স ১২। নিজের পারিবারিক জীবন এবং দৈনন্দিন অভিজ্ঞতার সারাংশ বর্ণনা করেই লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছে শিরাজ। সে গিলগিট–বালটিস্তানের খাপলু গ্রামের বাসিন্দা।
দুঃখজনক খবর হচ্ছে, শিরাজকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না। শিরাজ ঘোষণা করেছে, আপাতত সে আর ভ্লগিং করবে না।
গত ১৫ মে শেষ ভ্লগটি শেয়ার করে শিরাজ। সোশ্যাল মিডিয়াতে ভক্ত ও অনুগামীদের কাছ থেকে আবেগপূর্ণ বিদায় নেয় সেই ভ্লগে।
ইউটিউবে পোস্ট করা ১১ মিনিটের সেই ভিডিওতে এই শিশু সেলিব্রিটি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলে, তার বাবা তাকে ভ্লগিংয়ের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে বলেছেন।
ইউটিউবে শিরাজের ১৫ লাখ ৮০ হাজার সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ২১ লাখ ফলোয়ার আছে। সে ইউটিউব জগতে দ্রুতই সবচেয়ে আলোচিত ভ্লগারদের একজন হয়ে উঠেছিল। শিরাজ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে দেখা করেছে।
সাম্প্রতিক ভ্লগে শিরাজের বাবা ব্যাখ্যা করেছেন, তার ছেলের ভ্লগিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শিরাজের হঠাৎ খ্যাতি তার ব্যক্তিত্বকে বদলে দিয়েছে এবং সে আর আগের মতো বাধ্য এবং কমনীয় শিশুটি নেই।
তার বাবা লক্ষ্য করেছেন, শিরাজ আর আগের মতো একই মনোভাব নিয়ে বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে মিশতে পারে না। তাঁর মতে, এটি একটি সোশ্যাল মিডিয়ায় তারকা হওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া।
দ্বিতীয় কারণ হিসেবে শিরাজের বাবা বলেন, প্রতিদিনের ভ্লগিংয়ের চাহিদার কারণে শিরাজের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এক্স অ্যাকাউন্ট পরিচালনা করা এবং ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট তৈরির ব্যস্ততা তার পড়াশোনার ওপর প্রভাব ফেলছিল।
পাকিস্তানের খুদে ভ্লগার মোহাম্মদ শিরাজ। ছোট্ট আদরের বোন মুসকানকে নিয়ে তার ভিডিওগুলো প্রায় পুরো পৃথিবীর মানুষই দেখেছে। পাকিস্তানের কনিষ্ঠ ভ্লগার হিসেবে খ্যাতি পেয়েছে সে।
তার ইউটিউব চ্যানেলের নাম ‘শিরাজি ভিলেজ ভ্লগস’। ছয় বছরের এই শিশুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেশ জনপ্রিয়। অবশ্য শিরাজের বর্তমান বয়স ১২। নিজের পারিবারিক জীবন এবং দৈনন্দিন অভিজ্ঞতার সারাংশ বর্ণনা করেই লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছে শিরাজ। সে গিলগিট–বালটিস্তানের খাপলু গ্রামের বাসিন্দা।
দুঃখজনক খবর হচ্ছে, শিরাজকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না। শিরাজ ঘোষণা করেছে, আপাতত সে আর ভ্লগিং করবে না।
গত ১৫ মে শেষ ভ্লগটি শেয়ার করে শিরাজ। সোশ্যাল মিডিয়াতে ভক্ত ও অনুগামীদের কাছ থেকে আবেগপূর্ণ বিদায় নেয় সেই ভ্লগে।
ইউটিউবে পোস্ট করা ১১ মিনিটের সেই ভিডিওতে এই শিশু সেলিব্রিটি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলে, তার বাবা তাকে ভ্লগিংয়ের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে বলেছেন।
ইউটিউবে শিরাজের ১৫ লাখ ৮০ হাজার সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ২১ লাখ ফলোয়ার আছে। সে ইউটিউব জগতে দ্রুতই সবচেয়ে আলোচিত ভ্লগারদের একজন হয়ে উঠেছিল। শিরাজ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে দেখা করেছে।
সাম্প্রতিক ভ্লগে শিরাজের বাবা ব্যাখ্যা করেছেন, তার ছেলের ভ্লগিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শিরাজের হঠাৎ খ্যাতি তার ব্যক্তিত্বকে বদলে দিয়েছে এবং সে আর আগের মতো বাধ্য এবং কমনীয় শিশুটি নেই।
তার বাবা লক্ষ্য করেছেন, শিরাজ আর আগের মতো একই মনোভাব নিয়ে বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে মিশতে পারে না। তাঁর মতে, এটি একটি সোশ্যাল মিডিয়ায় তারকা হওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া।
দ্বিতীয় কারণ হিসেবে শিরাজের বাবা বলেন, প্রতিদিনের ভ্লগিংয়ের চাহিদার কারণে শিরাজের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এক্স অ্যাকাউন্ট পরিচালনা করা এবং ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট তৈরির ব্যস্ততা তার পড়াশোনার ওপর প্রভাব ফেলছিল।
টেলিগ্রামের একাধিক এনক্রিপটেড চ্যাট গ্রুপে চীনা নারীদের গোপনে তোলা যৌন নিপীড়নমূলক ছবি ছড়িয়ে পড়েছে। আর এই খবর চীনের গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারী তাঁদের বর্তমান বা প্রাক্তন প্রেমিকা ও নারী আত্মীয়দের ব্যক্তিগত ছবি পোস্ট করেছেন। এমনকি পিনহোল (অত্যন্ত ছোট
৫ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে রেনো ১৪ সিরিজ ফাইভজি। ঢাকায় এক জমকালো মিউজিক্যাল নাইটে গতকাল সোমবার এই সিরিজের উন্মোচন হয়।
৭ ঘণ্টা আগেপানিভিত্তিক ব্যাটারির আয়ু বাড়াতে এক যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেছেন সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কেএইউএসটি) গবেষকেরা। গবেষণায় বলা হয়েছে, জিংক সালফেটের মতো সহজলভ্য ও সস্তা লবণ ব্যবহারে ব্যাটারির আয়ু ১০ গুণের বেশি বাড়ানো সম্ভব হয়েছে।
৭ ঘণ্টা আগেচীনে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপসেটের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। এই চাহিদা মেটাতে তাইওয়ানের চিপ প্রস্তুতকারণ প্রতিষ্ঠান টিএসএমসি–কে ৩ লাখ এইচ২০ চিপসেটের অর্ডার দিয়েছে এনভিডিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগে