ইন্টারনেটে কম বয়সীদের নিরাপদ রাখতে স্পেনের সরকার তথাকথিত ‘পর্নো পাসপোর্ট’ চালু করার পরিকল্পনা করেছে। আনুষ্ঠানিকভাবে এই বিশেষ পাসপোর্টকে বলা হচ্ছে ডিজিটাল ওয়ালেট বেটা বা স্প্যানিশ ভাষায় কারতেরা ডিজিটাল বেটা।
গত সোমবার স্পেন সরকার এ–সংক্রান্ত একটি মোবাইল অ্যাপ উন্মোচন করেছে। এই অ্যাপের মাধ্যমে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলো একজন সম্ভাব্য পর্নো দর্শকের বয়স ১৮–এর বেশি কি না তা যাচাই করতে পারবে।
পর্নো দর্শকদের বয়স যাচাই করতেই অ্যাপটি ব্যবহার করতে বলা হবে। দর্শকের বয়স একবার যাচাই হয়ে গেলে প্রাপ্তবয়স্কদের পর্নো ওয়েবসাইটে প্রবেশের জন্য এক মাসের অনুমতি দেওয়া হবে। সেই সঙ্গে ৩০টি ‘পর্নো ক্রেডিট’ মিলবে। তবে কেউ চাইলে অতিরিক্ত ক্রেডিট কেনার জন্য অনুরোধ করতে পারবেন।
এই অ্যাপটির কিছু জটিলতাও আছে। এ নিয়ে সমালোচনা হচ্ছে। তবে সরকার বলেছে, ক্রেডিট–ভিত্তিক মডেলটি আরও বেশি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবে, ব্যবহারকারীদের অনলাইন কর্মকাণ্ড সহজে যাতে শনাক্ত করা যায় না তা নিশ্চিত করবে এই অ্যাপ।
পুরো ব্যবস্থাটি গ্রীষ্মের শেষ নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে। এটির ব্যবহার হবে স্বেচ্ছাধীন। কারণ, অনলাইন প্ল্যাটফর্মগুলো অনুপযুক্ত দর্শকদের যাচাই করার জন্য অন্যান্য বয়স–যাচাই পদ্ধতির ওপরও নির্ভর করতে পারে। ফলে কোনো প্ল্যাটফর্মকে এটি ব্যবহারে বাধ্য করা হবে না।
স্পেন সরকার ২০২৭ সালের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি আইন কার্যকর করার ঘোষণা দিয়েছে। এই আইন অনুযায়ী ওয়েবসাইটগুলোকে অবশ্যই অপ্রাপ্তবয়স্কদের পর্নো সাইটে প্রবেশ বন্ধ করতে হবে।
একপর্যায়ে স্পেনে এই পর্নো পাসপোর্টটির স্থলে এককভাবে ‘ইইউ’–এর নিজস্ব ডিজিটাল আইডেনটিটি সিস্টেম (eIDAS2) ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এটি মূলত একধরনের ওয়ালেট অ্যাপ। ইইউজুড়ে জোটভুক্ত দেশগুলোর নাগরিকদের সরকারি ও বেসরকারি পরিষেবাগুলো পেতে এই ডিজিটাল আইডেনটিটি সিস্টেম ব্যবহার করা যায়।
স্পেনের ডিজিটালমন্ত্রী হোসে লুইস এসক্রিভা স্প্যানিশ সংবাদপত্র এল পাইসকে বলেছেন, ‘আমরা আগে থেকেই কাজটি (পর্নো নিয়ন্ত্রণ) করছি। আমরা প্ল্যাটফর্মগুলোকেও এটি করতে বলছি। কারণ, যে ঝুঁকি রয়েছে তার জন্য এটি প্রয়োজন।’
ইন্টারনেটে কম বয়সীদের নিরাপদ রাখতে স্পেনের সরকার তথাকথিত ‘পর্নো পাসপোর্ট’ চালু করার পরিকল্পনা করেছে। আনুষ্ঠানিকভাবে এই বিশেষ পাসপোর্টকে বলা হচ্ছে ডিজিটাল ওয়ালেট বেটা বা স্প্যানিশ ভাষায় কারতেরা ডিজিটাল বেটা।
গত সোমবার স্পেন সরকার এ–সংক্রান্ত একটি মোবাইল অ্যাপ উন্মোচন করেছে। এই অ্যাপের মাধ্যমে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলো একজন সম্ভাব্য পর্নো দর্শকের বয়স ১৮–এর বেশি কি না তা যাচাই করতে পারবে।
পর্নো দর্শকদের বয়স যাচাই করতেই অ্যাপটি ব্যবহার করতে বলা হবে। দর্শকের বয়স একবার যাচাই হয়ে গেলে প্রাপ্তবয়স্কদের পর্নো ওয়েবসাইটে প্রবেশের জন্য এক মাসের অনুমতি দেওয়া হবে। সেই সঙ্গে ৩০টি ‘পর্নো ক্রেডিট’ মিলবে। তবে কেউ চাইলে অতিরিক্ত ক্রেডিট কেনার জন্য অনুরোধ করতে পারবেন।
এই অ্যাপটির কিছু জটিলতাও আছে। এ নিয়ে সমালোচনা হচ্ছে। তবে সরকার বলেছে, ক্রেডিট–ভিত্তিক মডেলটি আরও বেশি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবে, ব্যবহারকারীদের অনলাইন কর্মকাণ্ড সহজে যাতে শনাক্ত করা যায় না তা নিশ্চিত করবে এই অ্যাপ।
পুরো ব্যবস্থাটি গ্রীষ্মের শেষ নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে। এটির ব্যবহার হবে স্বেচ্ছাধীন। কারণ, অনলাইন প্ল্যাটফর্মগুলো অনুপযুক্ত দর্শকদের যাচাই করার জন্য অন্যান্য বয়স–যাচাই পদ্ধতির ওপরও নির্ভর করতে পারে। ফলে কোনো প্ল্যাটফর্মকে এটি ব্যবহারে বাধ্য করা হবে না।
স্পেন সরকার ২০২৭ সালের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি আইন কার্যকর করার ঘোষণা দিয়েছে। এই আইন অনুযায়ী ওয়েবসাইটগুলোকে অবশ্যই অপ্রাপ্তবয়স্কদের পর্নো সাইটে প্রবেশ বন্ধ করতে হবে।
একপর্যায়ে স্পেনে এই পর্নো পাসপোর্টটির স্থলে এককভাবে ‘ইইউ’–এর নিজস্ব ডিজিটাল আইডেনটিটি সিস্টেম (eIDAS2) ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এটি মূলত একধরনের ওয়ালেট অ্যাপ। ইইউজুড়ে জোটভুক্ত দেশগুলোর নাগরিকদের সরকারি ও বেসরকারি পরিষেবাগুলো পেতে এই ডিজিটাল আইডেনটিটি সিস্টেম ব্যবহার করা যায়।
স্পেনের ডিজিটালমন্ত্রী হোসে লুইস এসক্রিভা স্প্যানিশ সংবাদপত্র এল পাইসকে বলেছেন, ‘আমরা আগে থেকেই কাজটি (পর্নো নিয়ন্ত্রণ) করছি। আমরা প্ল্যাটফর্মগুলোকেও এটি করতে বলছি। কারণ, যে ঝুঁকি রয়েছে তার জন্য এটি প্রয়োজন।’
টেলিগ্রামের একাধিক এনক্রিপটেড চ্যাট গ্রুপে চীনা নারীদের গোপনে তোলা যৌন নিপীড়নমূলক ছবি ছড়িয়ে পড়েছে। আর এই খবর চীনের গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারী তাঁদের বর্তমান বা প্রাক্তন প্রেমিকা ও নারী আত্মীয়দের ব্যক্তিগত ছবি পোস্ট করেছেন। এমনকি পিনহোল (অত্যন্ত ছোট
৫ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে রেনো ১৪ সিরিজ ফাইভজি। ঢাকায় এক জমকালো মিউজিক্যাল নাইটে গতকাল সোমবার এই সিরিজের উন্মোচন হয়।
৭ ঘণ্টা আগেপানিভিত্তিক ব্যাটারির আয়ু বাড়াতে এক যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেছেন সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কেএইউএসটি) গবেষকেরা। গবেষণায় বলা হয়েছে, জিংক সালফেটের মতো সহজলভ্য ও সস্তা লবণ ব্যবহারে ব্যাটারির আয়ু ১০ গুণের বেশি বাড়ানো সম্ভব হয়েছে।
৭ ঘণ্টা আগেচীনে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপসেটের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। এই চাহিদা মেটাতে তাইওয়ানের চিপ প্রস্তুতকারণ প্রতিষ্ঠান টিএসএমসি–কে ৩ লাখ এইচ২০ চিপসেটের অর্ডার দিয়েছে এনভিডিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগে