Ajker Patrika

ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট তৈরি করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৮: ৩৩
খুব সহজেই ইনস্টাগ্রামে চ্যাটে গ্রুপ খোলা যায়। ছবি: নাইন টু ফাইভ ম্যাক
খুব সহজেই ইনস্টাগ্রামে চ্যাটে গ্রুপ খোলা যায়। ছবি: নাইন টু ফাইভ ম্যাক

আজকের বিশ্বে যোগাযোগের ধরন বদলে গেছে প্রযুক্তির হাত ধরে। বন্ধু, পরিবার বা সহপাঠীদের সঙ্গে কথা বলার জন্য আর আলাদা করে ফোন ধরার দরকার পড়ে না। সামাজিক যোগাযোগমাধ্যমই এখন যোগাযোগের মূল মাধ্যম। ছবি শেয়ারের পাশাপাশি ইনস্টাগ্রামে এখন সরাসরি চ্যাট করেন অনেকেই। শুধু ব্যক্তিগত বার্তা নয়, একাধিক মানুষের সঙ্গে একত্রে আলোচনা করার জন্য রয়েছে গ্রুপ চ্যাট সুবিধা। বন্ধুদের সঙ্গে একসঙ্গে আড্ডা, ভ্রমণের পরিকল্পনা বা ছোটখাটো কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা—সবই সম্ভব ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাটের মাধ্যমে।

খুব সহজেই ইনস্টাগ্রামে চ্যাটে গ্রুপ খোলা যায়। একবার গ্রুপ খোলার পরেও চাইলে আরও গ্রুপে আরও সদস্য যুক্ত করা যাবে। তবে একটি ইনস্টাগ্রাম গ্রুপে সর্বোচ্চ ২৫০টি অ্যাকাউন্ট যুক্ত করা যায়।

ইনস্টাগ্রামে সহজে গ্রুপ চ্যাট তৈরি করবেন যেভাবে

১. প্রথমেই ইনস্টাগ্রামের অ্যাপ খুলুন।

২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেজ’ আইকনে ট্যাপ করুন। ফলে সবগুলো চ্যাটথ্রেড দেখা যাবে।

৩. এখন ওপরের ডান দিকে থাকা ‘পেনসিল বা কলমের’ মতো আইকোনে ট্যাপ করুন।

৪. এবার ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশনে ট্যাপ করুন।

৫. গ্রুপে যাদের যুক্ত করতে চান চ্যাট লিস্ট স্ক্রল করে তাদের নির্বাচিত করুন। নির্বাচন করার জন্য প্রোফাইল নামের পাশে থাকা চেক বক্সে ট্যাপ করুন। এ ছাড়া ওপরের দিকে থাকা সার্চ বক্সে প্রোফাইল নাম টাইপ করেও কাঙ্ক্ষিত ব্যক্তিদের খুঁজে পাওয়া যাবে।

৬. এখন গ্রুপ নেমের জায়গায় গ্রুপের জন্য একটি নাম টাইপ করুন।

৭. গ্রুপের নাম নির্ধারণ ও সদস্য নির্বাচন হয়ে গেলে নিচে থাকা ‘ওপেন গ্রুপ চ্যাট’ অপশনে ট্যাপ করুন।

এভাবে গ্রুপ তৈরি করা যাবে। একবার গ্রুপটি তৈরি হয়ে গেলে, সব সদস্য বার্তা, ফটো, ভিডিও শেয়ার করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত