পিক্সেল ৯ সিরিজের মধ্য দিয়ে এই বছর গুগল তার ব্যবসায়িক কৌশল পরিবর্তন করবে বলে আশা করা হচ্ছে। কারণ এই সিরিজে তিনটি ভিন্ন আকারের ডিসপ্লে থাকতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৯১ মোবাইলসের দাবি, এই বছরের শুরুতে পিক্সেল ফোনের যে ছবি ফাঁস হয়েছে তা আসলে পিক্সেল ৯ ফোনের নয়। বরং এই ছবি পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এর ‘এক্সএল’–এর। এই ওয়েবসাইটে মডেল দুটির নতুন ছবিও ফাঁস করা হয়।
২০১৯ সালের পিক্সেল বড় আকারের মডেলগুলোর এক্সএল ব্র্যান্ডিং ব্যবহার করত গুগল। কিন্তু ২০২১ সাল থেকে পিক্সেল ৫ সিরিজে প্রো মডেল নিয়ে আসার পরে এই ব্র্যান্ডিংকে গুগল আর ব্যবহার করেনি।
চলতি বছরে গুগল আইফোনে মতো ব্যবসায়িক কৌশল অবলম্বন করবে বলে আশা করা হচ্ছে। তাই প্রো মডেলটিকে দুটি আকারে নিয়ে আসবে এই টেক জায়ান্ট।
পিক্সেল ৯ ফোনের ডিসপ্লের প্রান্ত এবার সমান হবে। আগের পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো সিরিজের মতো মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে এবার থাকবে না।
৯১ মোবাইলস অনুযায়ী পিক্সেল ৯ সিরিজের তিনিটি মডেলের আকার যেমন হবে—
পিক্সেল ৯ প্রো এক্সএল: ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে
পিক্সেল ৯ প্রো: ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে
পিক্সেল ৯: : ৬ দশমিক শূন্য ৩ ইঞ্চি ডিসপ্লে
বর্তমান পিক্সেল ৮ প্রো মডেলের ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা নতুন এক্সএল মডেল তুলনায় সামান্য বড়। কিছু ব্যবহারকারীদের কাছে পিক্সেল ৮ প্রো মডেল বেশি বড় বলে মনে হয়। তাই গুগল গ্রাহকের কথা মাথায় রেখে হয়তো এই সিরিজের ডিসপ্লে কিছুটা ছোট করেছে।
পিক্সেল ৯ প্রো এক্সএল ও পিক্সেল ৯ প্রো মডেল দুটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে।
জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনগুলো উন্মোচনের আগে অনেক ধরনের ফাঁস হয়। এর মধ্যে কিছু কিছু ফিচার মিলে যায়। আবার অনেক সময় এসব তথ্য সঠিক নাও হতে পারে। পিক্সেল ফোন উন্মোচনের আগে কোম্পানি ফোনগুলোর পরিবর্তনও করতে পারে। তাই ফোনের আকার সম্পর্কিত তথ্য মিলে যেতে নাও পারে।
চলতি বছরের অক্টোবরের মধ্যে পিক্সেল ৮ এ ও পিক্সেল ফোল্ড ২ মডেল দুটি বাজারে ছাড়া হতে পারে। আগামী মে মাসে মডেল দুটি উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী বছরে পিক্সেল ৯এ ফোন বাজারে আসতে পারে।
পিক্সেল ৯ সিরিজের মধ্য দিয়ে এই বছর গুগল তার ব্যবসায়িক কৌশল পরিবর্তন করবে বলে আশা করা হচ্ছে। কারণ এই সিরিজে তিনটি ভিন্ন আকারের ডিসপ্লে থাকতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৯১ মোবাইলসের দাবি, এই বছরের শুরুতে পিক্সেল ফোনের যে ছবি ফাঁস হয়েছে তা আসলে পিক্সেল ৯ ফোনের নয়। বরং এই ছবি পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এর ‘এক্সএল’–এর। এই ওয়েবসাইটে মডেল দুটির নতুন ছবিও ফাঁস করা হয়।
২০১৯ সালের পিক্সেল বড় আকারের মডেলগুলোর এক্সএল ব্র্যান্ডিং ব্যবহার করত গুগল। কিন্তু ২০২১ সাল থেকে পিক্সেল ৫ সিরিজে প্রো মডেল নিয়ে আসার পরে এই ব্র্যান্ডিংকে গুগল আর ব্যবহার করেনি।
চলতি বছরে গুগল আইফোনে মতো ব্যবসায়িক কৌশল অবলম্বন করবে বলে আশা করা হচ্ছে। তাই প্রো মডেলটিকে দুটি আকারে নিয়ে আসবে এই টেক জায়ান্ট।
পিক্সেল ৯ ফোনের ডিসপ্লের প্রান্ত এবার সমান হবে। আগের পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো সিরিজের মতো মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে এবার থাকবে না।
৯১ মোবাইলস অনুযায়ী পিক্সেল ৯ সিরিজের তিনিটি মডেলের আকার যেমন হবে—
পিক্সেল ৯ প্রো এক্সএল: ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে
পিক্সেল ৯ প্রো: ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে
পিক্সেল ৯: : ৬ দশমিক শূন্য ৩ ইঞ্চি ডিসপ্লে
বর্তমান পিক্সেল ৮ প্রো মডেলের ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা নতুন এক্সএল মডেল তুলনায় সামান্য বড়। কিছু ব্যবহারকারীদের কাছে পিক্সেল ৮ প্রো মডেল বেশি বড় বলে মনে হয়। তাই গুগল গ্রাহকের কথা মাথায় রেখে হয়তো এই সিরিজের ডিসপ্লে কিছুটা ছোট করেছে।
পিক্সেল ৯ প্রো এক্সএল ও পিক্সেল ৯ প্রো মডেল দুটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে।
জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনগুলো উন্মোচনের আগে অনেক ধরনের ফাঁস হয়। এর মধ্যে কিছু কিছু ফিচার মিলে যায়। আবার অনেক সময় এসব তথ্য সঠিক নাও হতে পারে। পিক্সেল ফোন উন্মোচনের আগে কোম্পানি ফোনগুলোর পরিবর্তনও করতে পারে। তাই ফোনের আকার সম্পর্কিত তথ্য মিলে যেতে নাও পারে।
চলতি বছরের অক্টোবরের মধ্যে পিক্সেল ৮ এ ও পিক্সেল ফোল্ড ২ মডেল দুটি বাজারে ছাড়া হতে পারে। আগামী মে মাসে মডেল দুটি উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী বছরে পিক্সেল ৯এ ফোন বাজারে আসতে পারে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
২ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
৪ ঘণ্টা আগেধর্ষণ ও অজাচার (নিকটাত্মীয়ের মধ্যে যৌন সম্পর্ক) উৎসাহিত করার অভিযোগের মুখে পড়েছে ভিডিও গেম ‘নো মার্সি’। সারা বিশ্বে গেমিং কমিউনিটির তীব্র সমালোচনার মুখে অবশেষে স্টিম প্ল্যাটফর্ম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে