পিক্সেল ৯ সিরিজের মধ্য দিয়ে এই বছর গুগল তার ব্যবসায়িক কৌশল পরিবর্তন করবে বলে আশা করা হচ্ছে। কারণ এই সিরিজে তিনটি ভিন্ন আকারের ডিসপ্লে থাকতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৯১ মোবাইলসের দাবি, এই বছরের শুরুতে পিক্সেল ফোনের যে ছবি ফাঁস হয়েছে তা আসলে পিক্সেল ৯ ফোনের নয়। বরং এই ছবি পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এর ‘এক্সএল’–এর। এই ওয়েবসাইটে মডেল দুটির নতুন ছবিও ফাঁস করা হয়।
২০১৯ সালের পিক্সেল বড় আকারের মডেলগুলোর এক্সএল ব্র্যান্ডিং ব্যবহার করত গুগল। কিন্তু ২০২১ সাল থেকে পিক্সেল ৫ সিরিজে প্রো মডেল নিয়ে আসার পরে এই ব্র্যান্ডিংকে গুগল আর ব্যবহার করেনি।
চলতি বছরে গুগল আইফোনে মতো ব্যবসায়িক কৌশল অবলম্বন করবে বলে আশা করা হচ্ছে। তাই প্রো মডেলটিকে দুটি আকারে নিয়ে আসবে এই টেক জায়ান্ট।
পিক্সেল ৯ ফোনের ডিসপ্লের প্রান্ত এবার সমান হবে। আগের পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো সিরিজের মতো মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে এবার থাকবে না।
৯১ মোবাইলস অনুযায়ী পিক্সেল ৯ সিরিজের তিনিটি মডেলের আকার যেমন হবে—
পিক্সেল ৯ প্রো এক্সএল: ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে
পিক্সেল ৯ প্রো: ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে
পিক্সেল ৯: : ৬ দশমিক শূন্য ৩ ইঞ্চি ডিসপ্লে
বর্তমান পিক্সেল ৮ প্রো মডেলের ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা নতুন এক্সএল মডেল তুলনায় সামান্য বড়। কিছু ব্যবহারকারীদের কাছে পিক্সেল ৮ প্রো মডেল বেশি বড় বলে মনে হয়। তাই গুগল গ্রাহকের কথা মাথায় রেখে হয়তো এই সিরিজের ডিসপ্লে কিছুটা ছোট করেছে।
পিক্সেল ৯ প্রো এক্সএল ও পিক্সেল ৯ প্রো মডেল দুটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে।
জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনগুলো উন্মোচনের আগে অনেক ধরনের ফাঁস হয়। এর মধ্যে কিছু কিছু ফিচার মিলে যায়। আবার অনেক সময় এসব তথ্য সঠিক নাও হতে পারে। পিক্সেল ফোন উন্মোচনের আগে কোম্পানি ফোনগুলোর পরিবর্তনও করতে পারে। তাই ফোনের আকার সম্পর্কিত তথ্য মিলে যেতে নাও পারে।
চলতি বছরের অক্টোবরের মধ্যে পিক্সেল ৮ এ ও পিক্সেল ফোল্ড ২ মডেল দুটি বাজারে ছাড়া হতে পারে। আগামী মে মাসে মডেল দুটি উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী বছরে পিক্সেল ৯এ ফোন বাজারে আসতে পারে।
পিক্সেল ৯ সিরিজের মধ্য দিয়ে এই বছর গুগল তার ব্যবসায়িক কৌশল পরিবর্তন করবে বলে আশা করা হচ্ছে। কারণ এই সিরিজে তিনটি ভিন্ন আকারের ডিসপ্লে থাকতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৯১ মোবাইলসের দাবি, এই বছরের শুরুতে পিক্সেল ফোনের যে ছবি ফাঁস হয়েছে তা আসলে পিক্সেল ৯ ফোনের নয়। বরং এই ছবি পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এর ‘এক্সএল’–এর। এই ওয়েবসাইটে মডেল দুটির নতুন ছবিও ফাঁস করা হয়।
২০১৯ সালের পিক্সেল বড় আকারের মডেলগুলোর এক্সএল ব্র্যান্ডিং ব্যবহার করত গুগল। কিন্তু ২০২১ সাল থেকে পিক্সেল ৫ সিরিজে প্রো মডেল নিয়ে আসার পরে এই ব্র্যান্ডিংকে গুগল আর ব্যবহার করেনি।
চলতি বছরে গুগল আইফোনে মতো ব্যবসায়িক কৌশল অবলম্বন করবে বলে আশা করা হচ্ছে। তাই প্রো মডেলটিকে দুটি আকারে নিয়ে আসবে এই টেক জায়ান্ট।
পিক্সেল ৯ ফোনের ডিসপ্লের প্রান্ত এবার সমান হবে। আগের পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো সিরিজের মতো মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে এবার থাকবে না।
৯১ মোবাইলস অনুযায়ী পিক্সেল ৯ সিরিজের তিনিটি মডেলের আকার যেমন হবে—
পিক্সেল ৯ প্রো এক্সএল: ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে
পিক্সেল ৯ প্রো: ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে
পিক্সেল ৯: : ৬ দশমিক শূন্য ৩ ইঞ্চি ডিসপ্লে
বর্তমান পিক্সেল ৮ প্রো মডেলের ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা নতুন এক্সএল মডেল তুলনায় সামান্য বড়। কিছু ব্যবহারকারীদের কাছে পিক্সেল ৮ প্রো মডেল বেশি বড় বলে মনে হয়। তাই গুগল গ্রাহকের কথা মাথায় রেখে হয়তো এই সিরিজের ডিসপ্লে কিছুটা ছোট করেছে।
পিক্সেল ৯ প্রো এক্সএল ও পিক্সেল ৯ প্রো মডেল দুটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে।
জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনগুলো উন্মোচনের আগে অনেক ধরনের ফাঁস হয়। এর মধ্যে কিছু কিছু ফিচার মিলে যায়। আবার অনেক সময় এসব তথ্য সঠিক নাও হতে পারে। পিক্সেল ফোন উন্মোচনের আগে কোম্পানি ফোনগুলোর পরিবর্তনও করতে পারে। তাই ফোনের আকার সম্পর্কিত তথ্য মিলে যেতে নাও পারে।
চলতি বছরের অক্টোবরের মধ্যে পিক্সেল ৮ এ ও পিক্সেল ফোল্ড ২ মডেল দুটি বাজারে ছাড়া হতে পারে। আগামী মে মাসে মডেল দুটি উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী বছরে পিক্সেল ৯এ ফোন বাজারে আসতে পারে।
ইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
১ দিন আগেযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কিনা তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।
১ দিন আগেজনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক অভিভাবকদের জন্য নতুন নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে। ‘ফ্যামিলি পেয়ারিং’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে এখন অভিভাবকেরা তাদের সন্তানদের (১৩ থেকে ১৭ বছর বয়সী) অ্যাকাউন্টের সঙ্গে নিজের অ্যাকাউন্ট লিংক করতে পারবেন এবং বিভিন্ন গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।
১ দিন আগে