Ajker Patrika

আইফোন ১৫ সিরিজে থাকবে পেরিস্কোপ লেন্স

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ২০: ৩২
Thumbnail image

চলতি বছরের সেপ্টেম্বরেই বাজারে উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে আইফোন ১৫ সিরিজের। এর মধ্যেই আইফোনের নতুন এই সিরিজ নিয়ে ইন্টারনেটে ফাঁস হয়েছে নানা তথ্য।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ারের এক প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৫ প্রোতে থাকবে ১২ মেগাপিক্সেলের ফাইভএক্স পেরিস্কোপ ক্যামেরা। প্রযুক্তি বিশ্লেষক জেফ পু বলেন, ‘আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস এ ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরায় থাকতে পারে একটি নতুন ৪৮-মেগাপিক্সেল থ্রি-স্ট্যাকড সেন্সর। এ ছাড়া আইফোন ১৫ প্রো মডেলে থাকবে পেরিস্কোপ লেন্স, যার জুম ফাইভএক্স অপটিক্যাল।’ 

পু আরও জানিয়েছেন, মূলত আইফোন ১৫ সিরিজের প্রো মডেলগুলোতেই থাকতে পারে এ ফাইভএক্স পেরিস্কোপ লেন্স। এ সিরিজে দুটি প্রো মডেল থাকবে—আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স। 

এ বিশ্লেষকের দাবি অনুযায়ী, অ্যাপল এ নিয়ে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘লান্তে অপটিকস’ এর সঙ্গে আলোচনা করেছে। ধারণা করা হচ্ছে, এই প্রতিষ্ঠানই আইফোনের নতুন মডেলের পেরিস্কোপ লেন্সের মূল সরবরাহকারী হতে চলেছে। 

শোনা যাচ্ছে, আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্সে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসএমসির উৎপাদিত ৩ ন্যানোমিটার প্রযুক্তির ‘অ্যাপল-এ১৭’ চিপ ব্যবহার করা হবে। এ ছাড়া আইফোনের নতুন সিরিজের চার্জিংয়ে থাকতে পারে ইউএসবি টাইপ-সি প্রযুক্তি। 

কাস্টমাইজড চার্জিং পোর্ট ব্যবহার করে থাকে এমন কোম্পানিগুলোর মধ্যে অ্যাপল অন্যতম। কোম্পানিটি তাদের আইফোনের জন্য বিশেষ ধরনের চার্জার ব্যবহার করে থাকে। তবে অ্যাপল একটি সর্বজনীন কেব্‌ল ব্যবহার না করলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে নতুন ডিভাইস বিক্রি করতে পারবে না। 

এর আগে, মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের ফোনগুলোর জন্য একটি সর্বজনীন চার্জিং কেব্‌ল তৈরি করতে ২০২৪ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আলাদা ফোনের জন্য আলাদা ধরনের চার্জিং কেবলের ঝামেলায় পড়তে হবে না ব্যবহারকারীদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত