Ajker Patrika

টাচস্ক্রিন ডিসপ্লের ম্যাকবুক আনছে অ্যাপল

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

টাচস্ক্রিন ডিসপ্লের ম্যাকবুক আনার পরিকল্পনা করছে অ্যাপল। ২০২৫ সালের শুরুর দিকে এই ম্যাকবুক বাজারে মিলতে পারে, নতুন ডিসপ্লে এলইডি প্রযুক্তির হবে বলে জানা গেছে। বহু ল্যাপটপ নির্মাতা অনেক আগেই টাচস্ক্রিন ডিসপ্লের ল্যাপটপ বাজারে সরবরাহ করছে। এবারই প্রথম এতে ঝুঁকল অ্যাপল।

টেকক্রাঞ্চের প্রতিবেদন বলছে, শুধু ল্যাপটপ নয়, ডেস্কটপ সিরিজ আইম্যাকেও টাচস্ক্রিনের সুবিধা আনার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। বহুদিন ধরেই ব্যবহারকারীরা দম্যাকবুকে টাচস্ক্রিন সুবিধা দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এবার ব্যবহারকারীদের দাবি মেনে নিয়ে এ নিয়ে কাজ শুরু করেছে কোম্পানিটি।

নিজেদের ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ তৈরির পরিকল্পনাও করছে অ্যাপল। ২০২৫ সালের শুরুতেই নিজেদের তৈরি ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ দিয়ে তৈরি আইফোন বাজারে আনার আশা করছে কোম্পানিটি।এখন আইফোনসহ নিজে তৈরি বিভিন্ন পণ্যে ব্রডকমের তৈরি ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ ব্যবহার করে অ্যাপল।

সেমিকন্ডাক্টর ও অবকাঠামো সফটওয়্যার খাতের এই কোম্পানির সঙ্গে ২০২০ সালে প্রায় দেড় হাজার কোটি ডলারের চুক্তি করে অ্যাপল। আইফোনে নিজস্ব ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ ব্যবহার করলে বিপুল খরচ কমে আসবে অ্যাপলের। ২০১৯ সালে আইফোনে নিজের তৈরি মডেম ব্যবহারের জন্য ইনটেলের কাছ থেকে ১০০ কোটি ডলারের মডেম তৈরির প্রযুক্তি কিনেছিল প্রতিষ্ঠানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত