আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই থেকে একের পর এক গবেষক দলে টানছে মেটা। এর আগে ওপেনএআইয়ের গুরুত্বপূর্ণ গবেষক ত্রাপিত বানসালকে দলে টানার খবর প্রকাশিত হওয়ার পর এবার আরও চার গবেষককে নিয়োগ দেওয়ার তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ইনফরমেশন।
নতুন যে চারজন গবেষক মেটায় যোগ দিয়েছেন, তাঁরা হলেন শেংজিয়া ঝাও, জিয়াহুই ইউ, শুচাও বিঈ এবং হংইউ রেন। তাঁরা সবাই ওপেনএআইয়ে গবেষক হিসেবে কাজ করছিলেন।
এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ত্রাপিত বানসাল ছাড়াও ওপেনএআই থেকে আরও তিনজন গবেষককে নিয়োগ দিয়েছে মেটা।
চলতি বছরের এপ্রিল মাসে চালু করা মেটার এললামা ৪ মডেল প্রত্যাশামতো ভালো পারফর্ম না করায় এই ব্যাপক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। মডেলটির সক্ষমতা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে কিছুটা হতাশাও তৈরি হয়। এমনকি একটি জনপ্রিয় বেঞ্চমার্কে ব্যবহৃত এললামা সংস্করণ নিয়েও মেটাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এ জন্য জাকারবার্গ নতুন একটি সুপারইন্টেলিজেন্স এআই টিম গঠন করার চেষ্টা করছেন। আর এ জন্য এআই প্রযুক্তির মেধাবী মানুষদের একত্রিত করছেন।
উল্লেখ্য, কয়েক দিন আগেই ডেটা লেবেলিং প্রতিষ্ঠান স্কেল এআইতে ১৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে মেটা। বিশাল অঙ্কের এই চুক্তির অংশ হিসেবে স্কেল এআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলেক্সান্ডার ওয়াং মেটার সুপারইন্টেলিজেন্স টিমের প্রধান হিসেবে যোগ দিতে যাচ্ছেন।
এদিকে মেটা ও ওপেনএআইয়ের মধ্যে চলমান প্রতিযোগিতা প্রসঙ্গে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান অভিযোগ করেন, নিজেদের এআই দলে নিতে মেটা নাকি গবেষকদের ১০ কোটি ডলার বোনাস দেওয়ার প্রস্তাব দিচ্ছে। তবে তিনি আরও দাবি করেন, ‘এখনো পর্যন্ত আমাদের সেরা গবেষক কেউ মেটায় যায়নি।’
অন্যদিকে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওয়ার্থ কর্মীদের উদ্দেশে বলেন, শীর্ষপর্যায়ের কিছু গবেষককে হয়তো উল্লেখযোগ্য অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই অফারগুলো শুধু এককালীন বোনাস ছিল না, বরং আরও জটিল শর্ত জুড়ে দেওয়া হয়েছিল।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই থেকে একের পর এক গবেষক দলে টানছে মেটা। এর আগে ওপেনএআইয়ের গুরুত্বপূর্ণ গবেষক ত্রাপিত বানসালকে দলে টানার খবর প্রকাশিত হওয়ার পর এবার আরও চার গবেষককে নিয়োগ দেওয়ার তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ইনফরমেশন।
নতুন যে চারজন গবেষক মেটায় যোগ দিয়েছেন, তাঁরা হলেন শেংজিয়া ঝাও, জিয়াহুই ইউ, শুচাও বিঈ এবং হংইউ রেন। তাঁরা সবাই ওপেনএআইয়ে গবেষক হিসেবে কাজ করছিলেন।
এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ত্রাপিত বানসাল ছাড়াও ওপেনএআই থেকে আরও তিনজন গবেষককে নিয়োগ দিয়েছে মেটা।
চলতি বছরের এপ্রিল মাসে চালু করা মেটার এললামা ৪ মডেল প্রত্যাশামতো ভালো পারফর্ম না করায় এই ব্যাপক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। মডেলটির সক্ষমতা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে কিছুটা হতাশাও তৈরি হয়। এমনকি একটি জনপ্রিয় বেঞ্চমার্কে ব্যবহৃত এললামা সংস্করণ নিয়েও মেটাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এ জন্য জাকারবার্গ নতুন একটি সুপারইন্টেলিজেন্স এআই টিম গঠন করার চেষ্টা করছেন। আর এ জন্য এআই প্রযুক্তির মেধাবী মানুষদের একত্রিত করছেন।
উল্লেখ্য, কয়েক দিন আগেই ডেটা লেবেলিং প্রতিষ্ঠান স্কেল এআইতে ১৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে মেটা। বিশাল অঙ্কের এই চুক্তির অংশ হিসেবে স্কেল এআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলেক্সান্ডার ওয়াং মেটার সুপারইন্টেলিজেন্স টিমের প্রধান হিসেবে যোগ দিতে যাচ্ছেন।
এদিকে মেটা ও ওপেনএআইয়ের মধ্যে চলমান প্রতিযোগিতা প্রসঙ্গে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান অভিযোগ করেন, নিজেদের এআই দলে নিতে মেটা নাকি গবেষকদের ১০ কোটি ডলার বোনাস দেওয়ার প্রস্তাব দিচ্ছে। তবে তিনি আরও দাবি করেন, ‘এখনো পর্যন্ত আমাদের সেরা গবেষক কেউ মেটায় যায়নি।’
অন্যদিকে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওয়ার্থ কর্মীদের উদ্দেশে বলেন, শীর্ষপর্যায়ের কিছু গবেষককে হয়তো উল্লেখযোগ্য অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই অফারগুলো শুধু এককালীন বোনাস ছিল না, বরং আরও জটিল শর্ত জুড়ে দেওয়া হয়েছিল।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
‘আমি ভেবেছিলাম এই চ্যাটবটগুলোকে দেশের বাইরে পাঠানো হবে। কিন্তু ২৫ বছর কাজ করার পর যে এই চ্যাটবটকে আমার স্থলাভিষিক্ত করে আমাকে চাকরিচ্যুত করা হবে, তা আমি কল্পনাও করিনি। নিজের অজান্তেই আমি আমার চাকরি খোয়ানোর ব্যবস্থা করছিলাম!’
১২ ঘণ্টা আগেনামের বিভ্রাট যে কতটা বিড়ম্বনার কারণ হতে পারে, তার এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের দেউলিয়াত্ব বিষয়ক আইনজীবী মার্ক এস. জাকারবার্গ। তিনি ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন।
১৪ ঘণ্টা আগেভিডিও কনটেন্টের জগতে টিকটক এখন অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম। তবে শুধু ভালো কনটেন্ট তৈরি করলেই হবে না, সেটি কতক্ষণ দেখানো হচ্ছে তা দর্শকের মনোযোগ ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকটকে ভিডিওর দৈর্ঘ্য ঠিক করার ক্ষেত্রে বিষয় অনুযায়ী সঠিক দৈর্ঘ্য বাছাই করা গেলে, আপনার বার্তা অনেক বেশি কার্যকর ও প্রভা
১৭ ঘণ্টা আগেএকসময় প্রেমে প্রতারণা মানেই ছিল গোপনে দেখা-সাক্ষাৎ, বার্তা লুকানো বা সন্দেহজনক ফোনকল। তবে প্রযুক্তির এই যুগে প্রতারণার ধরন পাল্টে গেছে। অনেকেই প্রেমে পড়ছেন বা যৌন বার্তা পাঠাচ্ছেন এআই চ্যাটবটের সঙ্গে। নতুন এক গবেষণা বলছে, এটুকুই যথেষ্ট একটি সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য।
১ দিন আগে