আজকের পত্রিকা ডেস্ক
বহু বছর ধরেই ফেসবুকে ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের আপলোড করা পাবলিক ছবি দিয়ে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রোগ্রামকে প্রশিক্ষণ দিয়ে আসছে মেটা। এবার সেই একই প্রযুক্তির জন্য মেটা নজর দিচ্ছে এমন সব ছবির দিকে, যেগুলো ব্যবহারকারীরা তাদের ফোন থেকে কখনো ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোডই করেননি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জকে মেটা জানায়, তারা আপাতত ব্যবহারকারীদের ক্যামেরা রোলে থাকা, অপ্রকাশিত ছবিগুলোর ওপর এআই প্রশিক্ষণ দিচ্ছে না। তবে ভবিষ্যতে তারা এমন কিছু করবে কি না—সেই প্রশ্নে প্রতিষ্ঠানটি কোনো স্পষ্ট জবাব দেয়নি। একই সঙ্গে এটি-ও জানায়নি, এসব ব্যক্তিগত ছবির ওপর ঠিক কী কী অধিকার রাখবে মেটা।
এদিকে গত শুক্রবার এক প্রতিবেদনে টেকক্রাঞ্চ জানায়, ফেসবুক স্টোরি ফিচার ব্যবহার করতে গিয়ে অনেক ব্যবহারকারী একটি পপ-আপ মেসেজ পাচ্ছেন, যেখানে ক্যামেরা রোল থেকে ছবি ‘ক্লাউড প্রসেসিং’-এর মাধ্যমে মেটার সার্ভারে নিয়মিত আপলোড করার অনুমতি চাওয়া হচ্ছে। এই ফিচার চালু করলে ব্যবহারকারীরা সম্মতি দিচ্ছেন মেটা এআইয়ের শর্তে, যার আওতায় ব্যবহারকারীর ছবি ও মুখাবয়ব বিশ্লেষণ করতে পারবে এআই। এমনকি, ছবির তারিখ, ছবিতে থাকা অন্যান্য মানুষ বা বস্তু সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে পারবে মেটা।
কোম্পানিটি বলছে, এটি একটি ‘খুবই প্রাথমিক পর্যায়ে’র পরীক্ষা এবং এটি ব্যবহারকারীর সম্মতি নিয়েই করা হবে।
ভার্জকে ফেসবুকের জনসংযোগ ব্যবস্থাপক রায়ান ড্যানিয়েলস বলেন, ‘এই পরীক্ষার অংশ হিসেবে আমরা এই ছবিগুলোর ওপর এআই প্রশিক্ষণ দিচ্ছি না।’
মেটার যোগাযোগ ব্যবস্থাপক মারিয়া কিউবেটা জানিয়েছেন, ‘আমরা ফেসবুকে কনটেন্ট শেয়ার করা আরও সহজ করতে চেষ্টা করছি। এ জন্যই ক্যামেরা রোল থেকে সাজেস্ট করা কনটেন্টের একটি ফিচার পরীক্ষা করা হচ্ছে। এটি একান্তই ব্যবহারকারীর সম্মতির ভিত্তিতে এবং আপনি শেয়ার না করা পর্যন্ত ছবিগুলো কেবল আপনাকেই দেখানো হবে। চাইলে এটি যেকোনো সময় বন্ধ করে দিতে পারবেন।’
তবে মেটার এই উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। কারণ, মেটার এআই নীতি অনুযায়ী, ব্যবহারকারীরা সম্মতি দিলে মেটা ক্যামেরা রোলের মিডিয়া এবং তাতে থাকা ব্যক্তিগত উপাত্ত ‘সংরক্ষণ ও ব্যবহার’ করতে পারবে। যদিও মেটা বলছে, আপাতত তারা এআই প্রশিক্ষণের জন্য এসব ছবি ব্যবহার করছে না, তবে তাদের শর্তে ভবিষ্যৎ ব্যবহারের ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই।
এ প্রসঙ্গে গুগল ফটোসের বিবৃতির তুলনা করা যায়। গুগল পরিষ্কারভাবে জানিয়েছে, গুগল ফটোসে থাকা ব্যক্তিগত ছবি এআই প্রশিক্ষণে ব্যবহার করা হয় না। কিন্তু মেটার ক্ষেত্রে এই স্পষ্টতা এখনো অনুপস্থিত।
মেটা দাবি করেছে, ব্যবহারকারীর সম্মতিতে তারা সর্বোচ্চ ৩০ দিনের ক্যামেরা রোলের ছবি সংগ্রহ করে। তবে টেকক্রাঞ্চ জানায়, ‘মেটা নিজেই বলেছে—কোনো কোনো ক্ষেত্রে ৩০ দিনের পুরোনো ছবিও এই ফিচারে ব্যবহৃত হতে পারে।’
ফেসবুক ব্যবহারকারীরা চাইলে ক্যামেরা রোল ক্লাউড প্রসেসিং বন্ধ করতে পারেন সেটিংসে গিয়ে। একবার এই ফিচার বন্ধ করলে মেটার ক্লাউড থেকে অপ্রকাশিত ছবিগুলো ৩০ দিনের মধ্যে মুছে ফেলা শুরু হবে।
মেটা সম্প্রতি স্বীকার করেছে, তারা ২০০৭ সাল থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত সব কনটেন্ট থেকে তথ্য সংগ্রহ করে তাদের জেনারেটিভ এআই প্রশিক্ষণ দিয়েছে। যদিও কোম্পানিটি জানায়, শুধু প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের পাবলিক পোস্টই এতে ব্যবহৃত হয়েছে, তবে ‘পাবলিক’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে এবং ২০০৭ সালে ‘প্রাপ্তবয়স্ক’ নির্ধারণের মানদণ্ড কী ছিল, তা নিয়ে প্রতিষ্ঠানটি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।
রেডিটে এক ব্যবহারকারী অভিযোগ করেছেন, মেটা তাদের বিয়ের ছবিগুলো ‘স্টুডিও জিবলি’ স্টাইলে রিস্টাইল করেছে, অথচ তারা এমন কোনো ফিচার চালুই করেনি। অর্থাৎ, ব্যবহারকারী অজান্তেই মেটার এআই কাজ করে গেছে।
সার্বিকভাবে মেটার এই উদ্যোগ ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য একটি নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে। কারণ, এত দিন ব্যবহারকারীদের ছবি ‘পাবলিক’ না করলে এআই মডেলের জন্য ব্যবহারের সুযোগ ছিল না। এবার মেটা ব্যবহারকারীর সম্মতি চেয়ে সেই বাধাও পার হতে চাইছে—একেবারে ব্যবহারকারীর ফোনের গ্যালারি অবধি পৌঁছে যেতে চাইছে।
বহু বছর ধরেই ফেসবুকে ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের আপলোড করা পাবলিক ছবি দিয়ে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রোগ্রামকে প্রশিক্ষণ দিয়ে আসছে মেটা। এবার সেই একই প্রযুক্তির জন্য মেটা নজর দিচ্ছে এমন সব ছবির দিকে, যেগুলো ব্যবহারকারীরা তাদের ফোন থেকে কখনো ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোডই করেননি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জকে মেটা জানায়, তারা আপাতত ব্যবহারকারীদের ক্যামেরা রোলে থাকা, অপ্রকাশিত ছবিগুলোর ওপর এআই প্রশিক্ষণ দিচ্ছে না। তবে ভবিষ্যতে তারা এমন কিছু করবে কি না—সেই প্রশ্নে প্রতিষ্ঠানটি কোনো স্পষ্ট জবাব দেয়নি। একই সঙ্গে এটি-ও জানায়নি, এসব ব্যক্তিগত ছবির ওপর ঠিক কী কী অধিকার রাখবে মেটা।
এদিকে গত শুক্রবার এক প্রতিবেদনে টেকক্রাঞ্চ জানায়, ফেসবুক স্টোরি ফিচার ব্যবহার করতে গিয়ে অনেক ব্যবহারকারী একটি পপ-আপ মেসেজ পাচ্ছেন, যেখানে ক্যামেরা রোল থেকে ছবি ‘ক্লাউড প্রসেসিং’-এর মাধ্যমে মেটার সার্ভারে নিয়মিত আপলোড করার অনুমতি চাওয়া হচ্ছে। এই ফিচার চালু করলে ব্যবহারকারীরা সম্মতি দিচ্ছেন মেটা এআইয়ের শর্তে, যার আওতায় ব্যবহারকারীর ছবি ও মুখাবয়ব বিশ্লেষণ করতে পারবে এআই। এমনকি, ছবির তারিখ, ছবিতে থাকা অন্যান্য মানুষ বা বস্তু সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে পারবে মেটা।
কোম্পানিটি বলছে, এটি একটি ‘খুবই প্রাথমিক পর্যায়ে’র পরীক্ষা এবং এটি ব্যবহারকারীর সম্মতি নিয়েই করা হবে।
ভার্জকে ফেসবুকের জনসংযোগ ব্যবস্থাপক রায়ান ড্যানিয়েলস বলেন, ‘এই পরীক্ষার অংশ হিসেবে আমরা এই ছবিগুলোর ওপর এআই প্রশিক্ষণ দিচ্ছি না।’
মেটার যোগাযোগ ব্যবস্থাপক মারিয়া কিউবেটা জানিয়েছেন, ‘আমরা ফেসবুকে কনটেন্ট শেয়ার করা আরও সহজ করতে চেষ্টা করছি। এ জন্যই ক্যামেরা রোল থেকে সাজেস্ট করা কনটেন্টের একটি ফিচার পরীক্ষা করা হচ্ছে। এটি একান্তই ব্যবহারকারীর সম্মতির ভিত্তিতে এবং আপনি শেয়ার না করা পর্যন্ত ছবিগুলো কেবল আপনাকেই দেখানো হবে। চাইলে এটি যেকোনো সময় বন্ধ করে দিতে পারবেন।’
তবে মেটার এই উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। কারণ, মেটার এআই নীতি অনুযায়ী, ব্যবহারকারীরা সম্মতি দিলে মেটা ক্যামেরা রোলের মিডিয়া এবং তাতে থাকা ব্যক্তিগত উপাত্ত ‘সংরক্ষণ ও ব্যবহার’ করতে পারবে। যদিও মেটা বলছে, আপাতত তারা এআই প্রশিক্ষণের জন্য এসব ছবি ব্যবহার করছে না, তবে তাদের শর্তে ভবিষ্যৎ ব্যবহারের ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই।
এ প্রসঙ্গে গুগল ফটোসের বিবৃতির তুলনা করা যায়। গুগল পরিষ্কারভাবে জানিয়েছে, গুগল ফটোসে থাকা ব্যক্তিগত ছবি এআই প্রশিক্ষণে ব্যবহার করা হয় না। কিন্তু মেটার ক্ষেত্রে এই স্পষ্টতা এখনো অনুপস্থিত।
মেটা দাবি করেছে, ব্যবহারকারীর সম্মতিতে তারা সর্বোচ্চ ৩০ দিনের ক্যামেরা রোলের ছবি সংগ্রহ করে। তবে টেকক্রাঞ্চ জানায়, ‘মেটা নিজেই বলেছে—কোনো কোনো ক্ষেত্রে ৩০ দিনের পুরোনো ছবিও এই ফিচারে ব্যবহৃত হতে পারে।’
ফেসবুক ব্যবহারকারীরা চাইলে ক্যামেরা রোল ক্লাউড প্রসেসিং বন্ধ করতে পারেন সেটিংসে গিয়ে। একবার এই ফিচার বন্ধ করলে মেটার ক্লাউড থেকে অপ্রকাশিত ছবিগুলো ৩০ দিনের মধ্যে মুছে ফেলা শুরু হবে।
মেটা সম্প্রতি স্বীকার করেছে, তারা ২০০৭ সাল থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত সব কনটেন্ট থেকে তথ্য সংগ্রহ করে তাদের জেনারেটিভ এআই প্রশিক্ষণ দিয়েছে। যদিও কোম্পানিটি জানায়, শুধু প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের পাবলিক পোস্টই এতে ব্যবহৃত হয়েছে, তবে ‘পাবলিক’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে এবং ২০০৭ সালে ‘প্রাপ্তবয়স্ক’ নির্ধারণের মানদণ্ড কী ছিল, তা নিয়ে প্রতিষ্ঠানটি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।
রেডিটে এক ব্যবহারকারী অভিযোগ করেছেন, মেটা তাদের বিয়ের ছবিগুলো ‘স্টুডিও জিবলি’ স্টাইলে রিস্টাইল করেছে, অথচ তারা এমন কোনো ফিচার চালুই করেনি। অর্থাৎ, ব্যবহারকারী অজান্তেই মেটার এআই কাজ করে গেছে।
সার্বিকভাবে মেটার এই উদ্যোগ ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য একটি নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে। কারণ, এত দিন ব্যবহারকারীদের ছবি ‘পাবলিক’ না করলে এআই মডেলের জন্য ব্যবহারের সুযোগ ছিল না। এবার মেটা ব্যবহারকারীর সম্মতি চেয়ে সেই বাধাও পার হতে চাইছে—একেবারে ব্যবহারকারীর ফোনের গ্যালারি অবধি পৌঁছে যেতে চাইছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে