স্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
লিল জন অ্যান্ড দ্য ইস্ট সাইড বয়েজের গান ‘গেট গ্লো’–এর একটি নতুন সংস্করণ প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। গানটি নতুন করে লেখেন তিনি এবং তার সঙ্গে গানটি গেয়েছেন সংগীতশিল্পী টিপেইন।
ইনস্টাগ্রামের এক পোস্টে নিজের ও প্রিসিলা চ্যানের তরুণ বয়সের ছবি জুড়ে দেন। পোস্টটিতে তিনি বলেন, ‘যখন আমি প্রথম প্রিসিলাকে কলেজ পার্টিতে দেখেছিলাম, তখন ‘গেট গ্লো’ গানটি বাজছিল। তাই প্রতি বছর ডেটিং অ্যানিভার্সরিতে আমরা এটা শুনি। এ বছর আমি টি–পেইনের এর সঙ্গে মিলে এই গানের আমাদের নিজস্ব সংস্করণ তৈরি করেছি।
এই পোস্টের নিচে মন্তব্য করেন টি–পেইন। তিনি বলেন, ‘শুভবার্ষিকী! আমাকে এর অংশ হতে দেওয়ার জন্য ধন্যবাদ।’
প্রিসিলা চান মজা করে বলেন, এখন আর আগের মতো এত নিচুতে বসতে পারি না। তবে কখনোই এতটা ভালোবাসা ও কৃতজ্ঞতা অনুভব করিনি। তোমাকে ভালোবাসি এমজেড (মার্ক জাকারবার্গ)।
পোস্টটিতে ছিল গানের লিরিক্সের একটি ছবি, একটি অ্যালবাম কভার। এই অ্যালবামের কভারে টি-পেইন এবং জাকারবার্গকে উভয়কেই অ্যাকোস্টিক গিটার ধরে থাকতে দেখা যায়। মিউজিক স্টুডিওতে তাদের একাধিক ছবি এবং সাইকেলে চড়ে থাকা একটি ছবিও রয়েছে।
জাকারবার্গ উল্লেখ করেন যে, তারা যেই ট্র্যাকটি রেকর্ড করেছেন, সেটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে। স্পটিফাইতে গানটি ‘জি–পেইন’ নামে প্রকাশ করেছেন। গানের আয় করা অর্থ ‘সেভ দ্য মিউজিক’ ফাউন্ডেশনে অনুদান দেওয়া হবে।
জাকারবার্গ তার ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করছেন বলে অনেকেই মনে করছেন যা ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ সিনেমার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে টি–পেইনের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্কে পোস্ট করেছেন। গত জুলাইয়ে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে টি-পেইন কাছ থেকে একটি গলার হার উপহার পাওয়ার কথা জানান জাকারবার্গ।
জাকারবার্গের সার্ফিং ভিডিও এবং তিনি তার স্ত্রীর একটি ভাস্কর্য তৈরি করার মতো কিছু অদ্ভুত মুহূর্তের সঙ্গে এই গানটি যুক্ত হয়েছে। এই ধরনের ঘটনা তাকে ইলন মাস্কের তুলনায় আরও হালকা মেজাজের এবং রাজনীতি থেকে মুক্ত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইলন মাস্ক বর্তমানে প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড জে. ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছেন জাকারবার্গও।
তথ্যসূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
স্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
লিল জন অ্যান্ড দ্য ইস্ট সাইড বয়েজের গান ‘গেট গ্লো’–এর একটি নতুন সংস্করণ প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। গানটি নতুন করে লেখেন তিনি এবং তার সঙ্গে গানটি গেয়েছেন সংগীতশিল্পী টিপেইন।
ইনস্টাগ্রামের এক পোস্টে নিজের ও প্রিসিলা চ্যানের তরুণ বয়সের ছবি জুড়ে দেন। পোস্টটিতে তিনি বলেন, ‘যখন আমি প্রথম প্রিসিলাকে কলেজ পার্টিতে দেখেছিলাম, তখন ‘গেট গ্লো’ গানটি বাজছিল। তাই প্রতি বছর ডেটিং অ্যানিভার্সরিতে আমরা এটা শুনি। এ বছর আমি টি–পেইনের এর সঙ্গে মিলে এই গানের আমাদের নিজস্ব সংস্করণ তৈরি করেছি।
এই পোস্টের নিচে মন্তব্য করেন টি–পেইন। তিনি বলেন, ‘শুভবার্ষিকী! আমাকে এর অংশ হতে দেওয়ার জন্য ধন্যবাদ।’
প্রিসিলা চান মজা করে বলেন, এখন আর আগের মতো এত নিচুতে বসতে পারি না। তবে কখনোই এতটা ভালোবাসা ও কৃতজ্ঞতা অনুভব করিনি। তোমাকে ভালোবাসি এমজেড (মার্ক জাকারবার্গ)।
পোস্টটিতে ছিল গানের লিরিক্সের একটি ছবি, একটি অ্যালবাম কভার। এই অ্যালবামের কভারে টি-পেইন এবং জাকারবার্গকে উভয়কেই অ্যাকোস্টিক গিটার ধরে থাকতে দেখা যায়। মিউজিক স্টুডিওতে তাদের একাধিক ছবি এবং সাইকেলে চড়ে থাকা একটি ছবিও রয়েছে।
জাকারবার্গ উল্লেখ করেন যে, তারা যেই ট্র্যাকটি রেকর্ড করেছেন, সেটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে। স্পটিফাইতে গানটি ‘জি–পেইন’ নামে প্রকাশ করেছেন। গানের আয় করা অর্থ ‘সেভ দ্য মিউজিক’ ফাউন্ডেশনে অনুদান দেওয়া হবে।
জাকারবার্গ তার ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করছেন বলে অনেকেই মনে করছেন যা ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ সিনেমার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে টি–পেইনের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্কে পোস্ট করেছেন। গত জুলাইয়ে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে টি-পেইন কাছ থেকে একটি গলার হার উপহার পাওয়ার কথা জানান জাকারবার্গ।
জাকারবার্গের সার্ফিং ভিডিও এবং তিনি তার স্ত্রীর একটি ভাস্কর্য তৈরি করার মতো কিছু অদ্ভুত মুহূর্তের সঙ্গে এই গানটি যুক্ত হয়েছে। এই ধরনের ঘটনা তাকে ইলন মাস্কের তুলনায় আরও হালকা মেজাজের এবং রাজনীতি থেকে মুক্ত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইলন মাস্ক বর্তমানে প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড জে. ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছেন জাকারবার্গও।
তথ্যসূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৫ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৪ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে