মেটার মালিকানাধীন অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে বিজ্ঞাপনের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের ভারতীয় ব্যবহারকারীদের তথ্য শেয়ারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। এই নিষেধাজ্ঞা আগামী পাঁচ বছর ধরে কার্যকর থাকবে। এছাড়া ২০২১ সালের অ্যান্টি ট্রাস্ট বা প্রতিযোগিতা আইন লঙ্ঘনের জন্য গত সোমবার মেটাকে ২৫ দশমিক ৪ মিলিয়ন ডলার বা ২ কোটি ৫৪ লাখ ডলার জরিমানা করেছে ভারত।
২০২১ সালের মার্চে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। তদন্তে দেখায় যায়, ফেসবুক এবং এর অধীনস্থ ইউনিটগুলোর সঙ্গে ব্যবহারকারীর ডেটা শেয়ার করার অনুমতি দেয় মেটা। এর ফলে বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি হয়েছিল।
সিসিআই বলছে, হোয়াটসঅ্যাপের সেবা দেওয়ার জন্য এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যেখানে প্ল্যাটফর্মটি থেকে সংগ্রহ করা ব্যবহারকারীরা ডেটা অন্য মেটা কোম্পানির সঙ্গে শেয়ার করে।
তবে মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করে নি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এর মতো ভারতের প্রস্তাবিত অ্যান্ট্রিট্রাস্ট আইনের জন্য নতুন নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মেটা, গুগল ও অ্যাপল।
বর্তমানে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি প্যানেলের ফেব্রুয়ারী মাসের প্রতিবেদন পর্যালোচনা করছে ভারত সরকার। এই প্রতিবেদনে একটি নতুন ‘ডিজিটাল কমপিটিশন বিল’ প্রস্তাব করা হয়েছে, যা বিদ্যমান অ্যান্টি-ট্রাস্ট আইনগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।
ইতোমধ্যেই এই পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে ‘ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল’। তারা তাদের ব্যবসায়ে এই আইনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
২০২১ সালে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি আপডেটের ফলে ব্যবহারকারীদের জন্য মেসেজিং সেবা ব্যবহার করার জন্য মেটা কোম্পানির সঙ্গে তাদের ডেটা শেয়ার করা বাধ্যতামূলক হয়ে যায়। এর আগে ২০১৬ সাল থেকে একটি অপশনাল ব্যবস্থা ছিল, যা এই আপডেটের মাধ্যমে সরিয়ে ফেলা হয়। বাধ্যতামূলক ডেটা শেয়ারিংয়ের এই নিয়মটি মেটা গ্রুপের কোম্পানিগুলোর জন্য ডেটা সংগ্রহ ও প্রক্রিয়াকরণের পরিধি বিস্তৃত করেছে।
জরিমানা ছাড়াও ভারতের মধ্যে হোয়াটসঅ্যাপের ডেটা প্র্যাকটিসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছে সিসিআই।
এছাড়া মেসেজিং প্ল্যাটফর্মটিকে ব্যবহারকারীদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে যে, কোন ডেটা মেটা কোম্পানির সঙ্গে শেয়ার করা হচ্ছে এবং কিসের জন্য তা ব্যবহার হচ্ছে। ব্যবহারকারীদের জন্য ইন-অ্যাপ নোটিফিকেশন এবং সেটিংস মেনুর মাধ্যমে স্পষ্ট অপট-আউট (অপশনাল) সুযোগ দিতে হবে। অর্থাৎ তথ্য শেয়ার অনুমতি না দেওয়ারও সুযোগ দিতে হবে। এই পরিবর্তনগুলো নতুন এবং পুরনো ব্যবহারকারী উভয়ের জন্য প্রযোজ্য হবে।
তথ্যসূত্র: রয়টার্স ও টেকক্রাঞ্চ
মেটার মালিকানাধীন অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে বিজ্ঞাপনের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের ভারতীয় ব্যবহারকারীদের তথ্য শেয়ারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। এই নিষেধাজ্ঞা আগামী পাঁচ বছর ধরে কার্যকর থাকবে। এছাড়া ২০২১ সালের অ্যান্টি ট্রাস্ট বা প্রতিযোগিতা আইন লঙ্ঘনের জন্য গত সোমবার মেটাকে ২৫ দশমিক ৪ মিলিয়ন ডলার বা ২ কোটি ৫৪ লাখ ডলার জরিমানা করেছে ভারত।
২০২১ সালের মার্চে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। তদন্তে দেখায় যায়, ফেসবুক এবং এর অধীনস্থ ইউনিটগুলোর সঙ্গে ব্যবহারকারীর ডেটা শেয়ার করার অনুমতি দেয় মেটা। এর ফলে বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি হয়েছিল।
সিসিআই বলছে, হোয়াটসঅ্যাপের সেবা দেওয়ার জন্য এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যেখানে প্ল্যাটফর্মটি থেকে সংগ্রহ করা ব্যবহারকারীরা ডেটা অন্য মেটা কোম্পানির সঙ্গে শেয়ার করে।
তবে মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করে নি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এর মতো ভারতের প্রস্তাবিত অ্যান্ট্রিট্রাস্ট আইনের জন্য নতুন নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মেটা, গুগল ও অ্যাপল।
বর্তমানে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি প্যানেলের ফেব্রুয়ারী মাসের প্রতিবেদন পর্যালোচনা করছে ভারত সরকার। এই প্রতিবেদনে একটি নতুন ‘ডিজিটাল কমপিটিশন বিল’ প্রস্তাব করা হয়েছে, যা বিদ্যমান অ্যান্টি-ট্রাস্ট আইনগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।
ইতোমধ্যেই এই পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে ‘ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল’। তারা তাদের ব্যবসায়ে এই আইনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
২০২১ সালে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি আপডেটের ফলে ব্যবহারকারীদের জন্য মেসেজিং সেবা ব্যবহার করার জন্য মেটা কোম্পানির সঙ্গে তাদের ডেটা শেয়ার করা বাধ্যতামূলক হয়ে যায়। এর আগে ২০১৬ সাল থেকে একটি অপশনাল ব্যবস্থা ছিল, যা এই আপডেটের মাধ্যমে সরিয়ে ফেলা হয়। বাধ্যতামূলক ডেটা শেয়ারিংয়ের এই নিয়মটি মেটা গ্রুপের কোম্পানিগুলোর জন্য ডেটা সংগ্রহ ও প্রক্রিয়াকরণের পরিধি বিস্তৃত করেছে।
জরিমানা ছাড়াও ভারতের মধ্যে হোয়াটসঅ্যাপের ডেটা প্র্যাকটিসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছে সিসিআই।
এছাড়া মেসেজিং প্ল্যাটফর্মটিকে ব্যবহারকারীদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে যে, কোন ডেটা মেটা কোম্পানির সঙ্গে শেয়ার করা হচ্ছে এবং কিসের জন্য তা ব্যবহার হচ্ছে। ব্যবহারকারীদের জন্য ইন-অ্যাপ নোটিফিকেশন এবং সেটিংস মেনুর মাধ্যমে স্পষ্ট অপট-আউট (অপশনাল) সুযোগ দিতে হবে। অর্থাৎ তথ্য শেয়ার অনুমতি না দেওয়ারও সুযোগ দিতে হবে। এই পরিবর্তনগুলো নতুন এবং পুরনো ব্যবহারকারী উভয়ের জন্য প্রযোজ্য হবে।
তথ্যসূত্র: রয়টার্স ও টেকক্রাঞ্চ
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৭ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে