বড় পরিবর্তন আসছে মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার)। প্ল্যাটফর্মটির নতুন নিয়ম অনুযায়ী, আপনি কাউকে ব্লক করেলও তারা আপনার পাবলিক পোস্টগুলো দেখতে পারবে। তবে সেই ব্যক্তি আপনার পোস্টে মন্তব্য বা প্রতিক্রিয়া করতে পারবেন না। এই ফিচারটি শিগরিরই নিয়ে আসার ইঙ্গিত দিয়েছে এক্সের মালিক ইলন মাস্ক।
বর্তমানে কেউ ব্লক করার পর সেই ব্যক্তির প্রোফাইল দেখতে চেষ্টা করলে ‘আপনাকে ব্লক করা হয়েছে’—এমন মেসেজ দেখা যায়। এটি সমস্ত পোস্ট ব্লক করার পাশাপাশি তাদের প্রতিক্রিয়া, মিডিয়া, ফলোয়ার এবং ফলোয়ার তালিকা দেখাতেও বাধা দেয়।
এক্সের একটি সূত্র প্রযুক্তি বিষয়ক দ্য ভার্জকে জানিয়েছে, প্ল্যাটফর্মটির এই পরিবর্তন করছে কারণ ইতিমধ্যেই ব্যবহারকারীরা ব্লক করা ব্যক্তিদের পোস্ট অন্য অ্যাকাউন্ট ব্যবহার করে বা লগ আউট অবস্থায় দেখতে পারে।
ইলন মাস্ক ব্লক অপশন পছন্দ করেন না তা এর আগেই জানিয়েছেন। গত বছর তিনি বলেছেন, ফিচারটি ‘অর্থহীন’ এবং এর চেয়ে ‘একটি শক্তিশালী মিউট ফিচার’ চালু করা উচিত। সেসময় তিনি আরও বলেন, ছাড়া প্ল্যাটফর্মটিতে ব্লক ফিচার পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। তবে ডাইরেক্ট মেসেজে এই ফিচার চালু রাখবেন।
এক্সের ব্লক বাটন কোনো ব্যক্তিকে পোস্টে কমেন্ট করতে বাধা দেবে। ফলে দুর্বৃত্তরা কাউকে হয়রানি করতে পারবে না।
প্রায় ১০ বছর আগে এক্স যখন টুইটার নামে পরিচিত ছিল, তখন প্ল্যাটফর্মটি ব্লক ফিচারে একই ধরনের পরিবর্তন নিয়ে এসেছিল। তবে সেটি দ্রুত পরিবর্তন করা হয়। ২০১৩ সালে টুইটার তার নীতিমালা আপডেট করে ব্লক করা ব্যবহারকারীদের কন্টেন্ট দেখা, ফলো করা এবং এমনকি ব্লক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেয়। তবে যিনি ব্লক করেছেন তিনি এসব কার্যক্রম দেখতে পারত না। তবে ব্লকিং আপডেটের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে টুইটার জরুরী বৈঠক ডেকে আগের ব্লক ফিচার ফিরিয়ে আনে।
এক্সের সব ব্যবহারকারী ব্লক ফিচারের নতুন পরিবর্তন ইতিবাচকভাবে নাও দেখতে পারে। কারণ হয়রানিকারী বা স্টকারদের থেকে দূরে থাকতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রায়ই ব্লক ফিচারটি ব্যবহার করে। ব্লকিংয়ের নতুন পরিবর্তনগুলো এই বাধাগুলো কমিয়ে দেবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বড় পরিবর্তন আসছে মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার)। প্ল্যাটফর্মটির নতুন নিয়ম অনুযায়ী, আপনি কাউকে ব্লক করেলও তারা আপনার পাবলিক পোস্টগুলো দেখতে পারবে। তবে সেই ব্যক্তি আপনার পোস্টে মন্তব্য বা প্রতিক্রিয়া করতে পারবেন না। এই ফিচারটি শিগরিরই নিয়ে আসার ইঙ্গিত দিয়েছে এক্সের মালিক ইলন মাস্ক।
বর্তমানে কেউ ব্লক করার পর সেই ব্যক্তির প্রোফাইল দেখতে চেষ্টা করলে ‘আপনাকে ব্লক করা হয়েছে’—এমন মেসেজ দেখা যায়। এটি সমস্ত পোস্ট ব্লক করার পাশাপাশি তাদের প্রতিক্রিয়া, মিডিয়া, ফলোয়ার এবং ফলোয়ার তালিকা দেখাতেও বাধা দেয়।
এক্সের একটি সূত্র প্রযুক্তি বিষয়ক দ্য ভার্জকে জানিয়েছে, প্ল্যাটফর্মটির এই পরিবর্তন করছে কারণ ইতিমধ্যেই ব্যবহারকারীরা ব্লক করা ব্যক্তিদের পোস্ট অন্য অ্যাকাউন্ট ব্যবহার করে বা লগ আউট অবস্থায় দেখতে পারে।
ইলন মাস্ক ব্লক অপশন পছন্দ করেন না তা এর আগেই জানিয়েছেন। গত বছর তিনি বলেছেন, ফিচারটি ‘অর্থহীন’ এবং এর চেয়ে ‘একটি শক্তিশালী মিউট ফিচার’ চালু করা উচিত। সেসময় তিনি আরও বলেন, ছাড়া প্ল্যাটফর্মটিতে ব্লক ফিচার পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। তবে ডাইরেক্ট মেসেজে এই ফিচার চালু রাখবেন।
এক্সের ব্লক বাটন কোনো ব্যক্তিকে পোস্টে কমেন্ট করতে বাধা দেবে। ফলে দুর্বৃত্তরা কাউকে হয়রানি করতে পারবে না।
প্রায় ১০ বছর আগে এক্স যখন টুইটার নামে পরিচিত ছিল, তখন প্ল্যাটফর্মটি ব্লক ফিচারে একই ধরনের পরিবর্তন নিয়ে এসেছিল। তবে সেটি দ্রুত পরিবর্তন করা হয়। ২০১৩ সালে টুইটার তার নীতিমালা আপডেট করে ব্লক করা ব্যবহারকারীদের কন্টেন্ট দেখা, ফলো করা এবং এমনকি ব্লক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেয়। তবে যিনি ব্লক করেছেন তিনি এসব কার্যক্রম দেখতে পারত না। তবে ব্লকিং আপডেটের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে টুইটার জরুরী বৈঠক ডেকে আগের ব্লক ফিচার ফিরিয়ে আনে।
এক্সের সব ব্যবহারকারী ব্লক ফিচারের নতুন পরিবর্তন ইতিবাচকভাবে নাও দেখতে পারে। কারণ হয়রানিকারী বা স্টকারদের থেকে দূরে থাকতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রায়ই ব্লক ফিচারটি ব্যবহার করে। ব্লকিংয়ের নতুন পরিবর্তনগুলো এই বাধাগুলো কমিয়ে দেবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। এআই যুগের সঙ্গে তাল মেলাতে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হবে। এমনকি ইউটিউবে যুক্ত হতে পারে স্বয়ংক্রিয় ডাবিংও। তবে এসব এআই ভিত্তিক ফিচারগুলো তৈরি হবে কনটেন্ট নির্মাতাদের ডেটার ওপর...
২ ঘণ্টা আগেবিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
৪ ঘণ্টা আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
৫ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১ দিন আগে