প্রযুক্তি ডেস্ক
আজ মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে অ্যাপলের প্রথম শো-রুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক। উদ্বোধনকালে অ্যাপল ভক্তদের থেকে প্রচণ্ড সাড়া পান কুক। এই উদ্বোধন দেখতে সুদূর গুজরাট ও রাজস্থান থেকেও এসেছেন অ্যাপল ভক্তরা। অনেকেই আগের দিন সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছিলেন। একজন ভক্ত বলেন, তাঁরা ঘণ্টার পর ঘণ্টা খাবার এবং গোসল ছাড়াই দোকানের বাইরে ক্যাম্পিং করেছেন।
ভক্তরা কুককে তাঁদের অ্যাপল পণ্য দেখাচ্ছিলেন। এর মধ্যে একজন ৪০ বছরের পুরোনো একটি অ্যাপল কম্পিউটার নিয়ে আসেন। পুরোনো এই কম্পিউটার দেখে কুকের চেহারায় আনন্দ ছিল একদম স্পষ্ট।
ভক্তটি বলেন, ‘আমি ১৯৮৪ সালে এই কম্পিউটারটি কিনেছিলাম। এর পর থেকেই অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমি অ্যাপলের উন্নতির যাত্রা দেখাতে এটি নিয়ে এসেছি। এটি একটি ২ মেগাবাইটের, সাদাকালো কম্পিউটার। তবে এখন অ্যাপল ৪কে এমনকি ৮কে রেজ্যুলেশনের ডিসপ্লেও তৈরি করছে। অ্যাপল অনেক দূর এগিয়েছে।’
আরেকজন ভক্ত জানান, তিনি রাজস্থান থেকে এসেছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই অভিভূত কারণ আমি টিম কুকের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারি। আমি ১০ বছর ধরে অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমার মনে হয় আমি আজকে কিছু কিনব, তবে এখনো নিশ্চিত না।’
তিনি আরও জানান, তিনি রাজস্থান থেকে মুম্বাইয়ে বিমানে এসেছেন এবং অ্যাপলের দ্বিতীয় স্টোরের উদ্বোধনের জন্য তিনি পরবর্তীতে দিল্লিও যাবেন।
আজ মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে অ্যাপলের প্রথম শো-রুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক। উদ্বোধনকালে অ্যাপল ভক্তদের থেকে প্রচণ্ড সাড়া পান কুক। এই উদ্বোধন দেখতে সুদূর গুজরাট ও রাজস্থান থেকেও এসেছেন অ্যাপল ভক্তরা। অনেকেই আগের দিন সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছিলেন। একজন ভক্ত বলেন, তাঁরা ঘণ্টার পর ঘণ্টা খাবার এবং গোসল ছাড়াই দোকানের বাইরে ক্যাম্পিং করেছেন।
ভক্তরা কুককে তাঁদের অ্যাপল পণ্য দেখাচ্ছিলেন। এর মধ্যে একজন ৪০ বছরের পুরোনো একটি অ্যাপল কম্পিউটার নিয়ে আসেন। পুরোনো এই কম্পিউটার দেখে কুকের চেহারায় আনন্দ ছিল একদম স্পষ্ট।
ভক্তটি বলেন, ‘আমি ১৯৮৪ সালে এই কম্পিউটারটি কিনেছিলাম। এর পর থেকেই অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমি অ্যাপলের উন্নতির যাত্রা দেখাতে এটি নিয়ে এসেছি। এটি একটি ২ মেগাবাইটের, সাদাকালো কম্পিউটার। তবে এখন অ্যাপল ৪কে এমনকি ৮কে রেজ্যুলেশনের ডিসপ্লেও তৈরি করছে। অ্যাপল অনেক দূর এগিয়েছে।’
আরেকজন ভক্ত জানান, তিনি রাজস্থান থেকে এসেছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই অভিভূত কারণ আমি টিম কুকের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারি। আমি ১০ বছর ধরে অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমার মনে হয় আমি আজকে কিছু কিনব, তবে এখনো নিশ্চিত না।’
তিনি আরও জানান, তিনি রাজস্থান থেকে মুম্বাইয়ে বিমানে এসেছেন এবং অ্যাপলের দ্বিতীয় স্টোরের উদ্বোধনের জন্য তিনি পরবর্তীতে দিল্লিও যাবেন।
গুগল ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশে এই সিস্টেম চালু করেছে। আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে ‘Safety & emergency’ বা ‘Location’-এর ভেতরে ‘Location Services’— ‘Earthquake alerts’ অপশনটি চালু রয়েছে কি না, তা দেখে নিতে পারেন। এটি চালু থাকলে আপনার ফোনেও ভূমিকম্পের আগাম বার্তা চলে আসবে।
৯ ঘণ্টা আগেমেটার নতুন সুপারইনটেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানী হিসেবে নিয়োগ পেলেন চ্যাটজিপিটির সহনির্মাতা শেংইয়া ঝাও। গত শুক্রবার (২৫ জুলাই) থ্রেডসে এ তথ্য জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
১৪ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনতে যাচ্ছে মেটা। অ্যান্ড্রয়েড অ্যাপে পরীক্ষা-নিরীক্ষাধীন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে নিজেদের প্রোফাইল ছবি ইমপোর্ট করতে পারবেন। ফলে প্রোফাইল সেটআপ আরও সহজ হবে। মেটার মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে...
১৫ ঘণ্টা আগেদুই দশক পর প্রথমবারের মতো নিজের নাম লিখতে সক্ষম হয়েছেন এক পক্ষাঘাতগ্রস্ত নারী। তাও শুধু চিন্তার মাধ্যমে। এই অবিশ্বাস্য অর্জন সম্ভব হয়েছে নিউরালিংক কোম্পানির উদ্ভাবিত উন্নত ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির সাহায্যে।
১৫ ঘণ্টা আগে