Ajker Patrika

৪০ বছরের পুরোনো অ্যাপল কম্পিউটার নিয়ে হাজির ভক্ত, অভিভূত কুক 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৮: ০৭
৪০ বছরের পুরোনো অ্যাপল কম্পিউটার নিয়ে হাজির ভক্ত, অভিভূত কুক 

আজ মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে অ্যাপলের প্রথম শো-রুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক। উদ্বোধনকালে অ্যাপল ভক্তদের থেকে প্রচণ্ড সাড়া পান কুক। এই উদ্বোধন দেখতে সুদূর গুজরাট ও রাজস্থান থেকেও এসেছেন অ্যাপল ভক্তরা। অনেকেই আগের দিন সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছিলেন। একজন ভক্ত বলেন, তাঁরা ঘণ্টার পর ঘণ্টা খাবার এবং গোসল ছাড়াই দোকানের বাইরে ক্যাম্পিং করেছেন।

ভক্তরা কুককে তাঁদের অ্যাপল পণ্য দেখাচ্ছিলেন। এর মধ্যে একজন ৪০ বছরের পুরোনো একটি অ্যাপল কম্পিউটার নিয়ে আসেন। পুরোনো এই কম্পিউটার দেখে কুকের চেহারায় আনন্দ ছিল একদম স্পষ্ট। 

ভক্তটি বলেন, ‘আমি ১৯৮৪ সালে এই কম্পিউটারটি কিনেছিলাম। এর পর থেকেই অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমি অ্যাপলের উন্নতির যাত্রা দেখাতে এটি নিয়ে এসেছি। এটি একটি ২ মেগাবাইটের, সাদাকালো কম্পিউটার। তবে এখন অ্যাপল ৪কে এমনকি ৮কে রেজ্যুলেশনের ডিসপ্লেও তৈরি করছে। অ্যাপল অনেক দূর এগিয়েছে।’

আরেকজন ভক্ত জানান, তিনি রাজস্থান থেকে এসেছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই অভিভূত কারণ আমি টিম কুকের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারি। আমি ১০ বছর ধরে অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমার মনে হয় আমি আজকে কিছু কিনব, তবে এখনো নিশ্চিত না।’ 

তিনি আরও জানান, তিনি রাজস্থান থেকে মুম্বাইয়ে বিমানে এসেছেন এবং অ্যাপলের দ্বিতীয় স্টোরের উদ্বোধনের জন্য তিনি পরবর্তীতে দিল্লিও যাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে, বিএনপির হুঁশিয়ারি

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত

‘বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ কর্মীরা নিরাপদে থাকবে’

সোনার দাম আরও কমে দুই লাখের ঘরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ