Ajker Patrika

চ্যাটজিপিটি যুক্ত হওয়ায় ই-মেইল অ্যাপের আপডেট বন্ধ করল অ্যাপল

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৫: ৩১
চ্যাটজিপিটি যুক্ত হওয়ায় ই-মেইল অ্যাপের আপডেট বন্ধ করল অ্যাপল

চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত হওয়ায় এক ই-মেইল অ্যাপের আপডেটের অনুমোদন পিছিয়ে দিয়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ব্লক করা ই-মেইল অ্যাপটির নাম ‘ব্লু মেইল’। এটি শিশুদের জন্য বিভিন্ন আপত্তিকর কনটেন্ট তৈরি করতে পারে—এমন শঙ্কার কারণে অ্যাপল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্লু মেইলের মূল কোম্পানি ব্লিক্সের প্রতিষ্ঠাতা বেন ভলাক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘ব্লু মেইলের আপডেটে ওপেনএআই’র জিপিটি-৩ ল্যাঙ্গুয়েজ মডেলের কাস্টমাইজ করা সংস্করণ ব্যবহৃত হওয়ায় গত সপ্তাহে অ্যাপল স্টোরে এটি ব্লক করে দেওয়া হয়েছে।’’

ব্লু মেইল নির্মাতা প্রতিষ্ঠানকে তাদের অ্যাপ ব্যবহারের ন্যূনতম বয়স ১৭ করতে অথবা কনটেন্ট ফিল্টার করার নির্দেশ দেয় অ্যাপল। এ নিয়ে টুইটে ভলাক লেখেন, ‘আমরা ন্যায্যতা চাই। আমাদের যদি অ্যাপ ব্যবহারের ন্যূনতম বয়সসীমা ১৭ করতে হয়, তাহলে অন্যদেরও তাই করা উচিত।’ 

সম্প্রতি, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্ত করার ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এই চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে চলবে। চ্যাটবটটির নাম দেওয়া হয়েছে ‘মাই এআই’। চ্যাটবটটিতে জিপিটি প্রযুক্তির সর্বশেষ সংস্করণ জিপিটি ৩ ব্যবহার করা হবে। তবে চ্যাটবটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টোমাইজ করা থাকবে। আপাতত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট সুবিধা চালু করছে স্ন্যাপচ্যাট। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে স্ন্যাপ ইনকরপোরেশন পরীক্ষামূলকভাবে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর ঘোষণা দেয়। চলতি সপ্তাহে ‘মাই এআই’ চালু হবে। আপাতত ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট ব্যবহারের সুবিধা পাবেন। স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবার হতে ব্যবহারকারীকে গুনতে হবে মাসে ৩ ডলার ৯৯ সেন্ট। 

ভবিষ্যতে অ্যাপের জন্য চ্যাটবটটির উন্নয়নে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করেছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এ ছাড়া চ্যাটবটের ভুলের ব্যাপারে স্ন্যাপ স্পষ্ট করে বলেছে, “প্রাথমিক পর্যায়ে ‘মাই এআই’ ভুল করতে পারে।”

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত