নওরোজ চৌধুরী
বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। এ সময় সাহ্রি কিংবা ইফতার করাসহ ধর্মীয় বিভিন্ন কাজ করতে হয়। এসব কাজে আপনার সহায়ক হতে পারে কিছু মোবাইল অ্যাপ। এগুলোর কিছু অ্যাপ আপনাকে সাহ্রি ও ইফতারের সময় জানিয়ে দেবে। জেনে নেওয়া যাবে দেশের বিভিন্ন জেলাভিত্তিক সাহ্রি ও ইফতারের সময়।
মাহে রমজান ২০২৩
রমজানের যেসব অ্যাপ রয়েছে, এগুলোর মধ্যে মাহে রমজান ২০২৩ অ্যাপটিতে ১৪৪৪ হিজরি সনের রমজানের সময়সূচি দেওয়া আছে। সেখানে বিভিন্ন দোয়া পড়া ও শোনা যাবে। তা ছাড়া রোজা ভাঙার ও মাকরুহ হওয়ার কারণ, রোজার নিয়তসহ ইফতারের দোয়া, তারাবিহর নিয়ত, মোনাজাত ও নিয়মের সঙ্গে চার রাকাত দোয়া পড়ে দেওয়া আছে। চাইলে অ্যাপ থেকেই যে কেউ তসবিহ গুনতে পারবেন। সেটিংস থেকে যে কেউ যেকোনো জেলার সময়সূচি জানতে চাইলে সেটিও নির্বাচন করতে পারবেন। অ্যাপটি সাহ্রি ও ইফতারের ১০ মিনিট আগে ব্যবহারকারীকে নোটিফিকেশন দেবে। এটি ৪ দশমিক ৯ রেটিং পাওয়া একটি অ্যাপ।
মুসলিম প্রো
বিশ্বব্যাপী মুসলমানদের কাছে একটি জনপ্রিয় অ্যাপ মুসলিম প্রো। অ্যাপটিতে নামাজের সময়সূচি এবং কেবলা নির্ধারণের জন্য কম্পাস রয়েছে। এতে কোরআন তিলাওয়াতের অডিও সংস্করণ শোনা যাবে। অ্যাপটিতে ৪০টির বেশি ভাষায় কোরআন শরিফের অনুবাদ পাওয়া যাবে এবং যা ইন্টারনেট-সংযোগ না থাকলেও পড়া যাবে।
মুসলিম’স ডে
অ্যাপটিতে রয়েছে সাহ্রি, ইফতারের ক্যালেন্ডার এবং কাউন্টডাউন টাইমার। পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি ও কাউন্টডাউন টাইমার। এ ছাড়া ৪ দশমিক ৯ রেটিং পাওয়া এই অ্যাপে সাজানো হয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক দোয়া, সমসাময়িক বিষয়বস্তু নিয়ে নির্ভরযোগ্য আলেমদের গবেষণালব্ধ প্রবন্ধ, মাসলা-সুন্নাহসম্মত আমল, সমাজে প্রচলিত ভুল, কুসংস্কারসহ মুসলিম সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় দিয়ে। বিশ্বের যেকোনো জায়গা থেকে অ্যাপটি চালু করলে ওই জায়গার নামাজের সময়, নফল নামাজের সময় এবং সাহ্রি, ইফতারের সময়সহ সবকিছু হোম পেজে প্রদর্শিত হবে। ব্যবহারকারীকে শুধু জিপিএস লোকেশন চালু করতে হবে।
রমজানের আমল ও ফজিলত
এই অ্যাপে পবিত্র রমজানের ৩০ দিনের আমল ও ফজিলত সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এখানে পাওয়া যাবে মুসাফির ও অসুস্থ ব্যক্তির রোজা পালনের নিয়মসহ আরও নানান বিষয়ের মাসলা-মাসায়েল। প্লে-স্টোরে ৪ দশমিক ৬ রেটিং পাওয়া ৬ দশমিক ৫ মেগাবাইটের এই অ্যাপ ইতিমধ্যে ১০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে।
নূর অ্যাপ
নূর অ্যাপে পবিত্র কোরআন, হাদিস, নামাজ, হজ ও রোজার নিয়মাবলি, সাহ্রি ও ইফতারের সময়সূচি, তসবিহ গণনা এবং প্রয়োজনীয় ইসলামিক তথ্য রয়েছে। এতে আরও রয়েছে ইসলামিক গান, ভিডিও, রিংটোন, ওয়ালপেপার ও অ্যানিমেশন। এতে ব্যবহারকারীরা পবিত্র কোরআন তিলাওয়াত, নামাজের সময়সূচি, নিকটবর্তী মসজিদের অবস্থান এবং কম্পাস ফ্রি দেখতে পারবেন। সাবস্ক্রিপশন করে প্রতিদিন মাল্টিমিডিয়া কনটেন্ট ফ্রি ডাউনলোড করা যাবে।
আল কোরআন বাংলা অর্থসহ অডিও
এই অ্যাপে আল কোরআনের বাংলা অনুবাদ পাওয়া যাবে। কেউ কোরআনের বাংলা অনুবাদ পড়তে চাইলে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে হবে।
বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। এ সময় সাহ্রি কিংবা ইফতার করাসহ ধর্মীয় বিভিন্ন কাজ করতে হয়। এসব কাজে আপনার সহায়ক হতে পারে কিছু মোবাইল অ্যাপ। এগুলোর কিছু অ্যাপ আপনাকে সাহ্রি ও ইফতারের সময় জানিয়ে দেবে। জেনে নেওয়া যাবে দেশের বিভিন্ন জেলাভিত্তিক সাহ্রি ও ইফতারের সময়।
মাহে রমজান ২০২৩
রমজানের যেসব অ্যাপ রয়েছে, এগুলোর মধ্যে মাহে রমজান ২০২৩ অ্যাপটিতে ১৪৪৪ হিজরি সনের রমজানের সময়সূচি দেওয়া আছে। সেখানে বিভিন্ন দোয়া পড়া ও শোনা যাবে। তা ছাড়া রোজা ভাঙার ও মাকরুহ হওয়ার কারণ, রোজার নিয়তসহ ইফতারের দোয়া, তারাবিহর নিয়ত, মোনাজাত ও নিয়মের সঙ্গে চার রাকাত দোয়া পড়ে দেওয়া আছে। চাইলে অ্যাপ থেকেই যে কেউ তসবিহ গুনতে পারবেন। সেটিংস থেকে যে কেউ যেকোনো জেলার সময়সূচি জানতে চাইলে সেটিও নির্বাচন করতে পারবেন। অ্যাপটি সাহ্রি ও ইফতারের ১০ মিনিট আগে ব্যবহারকারীকে নোটিফিকেশন দেবে। এটি ৪ দশমিক ৯ রেটিং পাওয়া একটি অ্যাপ।
মুসলিম প্রো
বিশ্বব্যাপী মুসলমানদের কাছে একটি জনপ্রিয় অ্যাপ মুসলিম প্রো। অ্যাপটিতে নামাজের সময়সূচি এবং কেবলা নির্ধারণের জন্য কম্পাস রয়েছে। এতে কোরআন তিলাওয়াতের অডিও সংস্করণ শোনা যাবে। অ্যাপটিতে ৪০টির বেশি ভাষায় কোরআন শরিফের অনুবাদ পাওয়া যাবে এবং যা ইন্টারনেট-সংযোগ না থাকলেও পড়া যাবে।
মুসলিম’স ডে
অ্যাপটিতে রয়েছে সাহ্রি, ইফতারের ক্যালেন্ডার এবং কাউন্টডাউন টাইমার। পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি ও কাউন্টডাউন টাইমার। এ ছাড়া ৪ দশমিক ৯ রেটিং পাওয়া এই অ্যাপে সাজানো হয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক দোয়া, সমসাময়িক বিষয়বস্তু নিয়ে নির্ভরযোগ্য আলেমদের গবেষণালব্ধ প্রবন্ধ, মাসলা-সুন্নাহসম্মত আমল, সমাজে প্রচলিত ভুল, কুসংস্কারসহ মুসলিম সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় দিয়ে। বিশ্বের যেকোনো জায়গা থেকে অ্যাপটি চালু করলে ওই জায়গার নামাজের সময়, নফল নামাজের সময় এবং সাহ্রি, ইফতারের সময়সহ সবকিছু হোম পেজে প্রদর্শিত হবে। ব্যবহারকারীকে শুধু জিপিএস লোকেশন চালু করতে হবে।
রমজানের আমল ও ফজিলত
এই অ্যাপে পবিত্র রমজানের ৩০ দিনের আমল ও ফজিলত সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এখানে পাওয়া যাবে মুসাফির ও অসুস্থ ব্যক্তির রোজা পালনের নিয়মসহ আরও নানান বিষয়ের মাসলা-মাসায়েল। প্লে-স্টোরে ৪ দশমিক ৬ রেটিং পাওয়া ৬ দশমিক ৫ মেগাবাইটের এই অ্যাপ ইতিমধ্যে ১০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে।
নূর অ্যাপ
নূর অ্যাপে পবিত্র কোরআন, হাদিস, নামাজ, হজ ও রোজার নিয়মাবলি, সাহ্রি ও ইফতারের সময়সূচি, তসবিহ গণনা এবং প্রয়োজনীয় ইসলামিক তথ্য রয়েছে। এতে আরও রয়েছে ইসলামিক গান, ভিডিও, রিংটোন, ওয়ালপেপার ও অ্যানিমেশন। এতে ব্যবহারকারীরা পবিত্র কোরআন তিলাওয়াত, নামাজের সময়সূচি, নিকটবর্তী মসজিদের অবস্থান এবং কম্পাস ফ্রি দেখতে পারবেন। সাবস্ক্রিপশন করে প্রতিদিন মাল্টিমিডিয়া কনটেন্ট ফ্রি ডাউনলোড করা যাবে।
আল কোরআন বাংলা অর্থসহ অডিও
এই অ্যাপে আল কোরআনের বাংলা অনুবাদ পাওয়া যাবে। কেউ কোরআনের বাংলা অনুবাদ পড়তে চাইলে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে হবে।
নতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
২২ মিনিট আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৩ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৫ ঘণ্টা আগে