অনলাইন ডেস্ক
গুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলোর মাধ্যমে তাদের পরিকল্পনা আরও সহজ এবং সঠিকভাবে করা যাবে।
গুগল সার্চে ‘এআই ওভারভিউ’ নামের নতুন একটি ফিচার চালু করা হয়েছে, যা এখন সার্চ রেজাল্টের শীর্ষে একটি তথ্যের সংক্ষিপ্ত পর্যালোচনা দেখাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন নির্দিষ্ট কোনো অঞ্চলের বা দেশের জন্য ভ্রমণ পরিকল্পনা পেতে পারবেন। উদাহরণস্বরূপ, এখানে প্রম্পট লিখে পারেন—‘কোস্টারিকা সফরের জন্য প্রকৃতির মধ্যে থাকার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন।’ এভাবে ছবি, রিভিউ এবং মানচিত্রে গন্তব্যের অবস্থান দেখানো হবে। যখন আপনার পরিকল্পনা পছন্দ হবে, তখন আপনি ‘এক্সপোর্ট’ অপশনে ক্লিক করে তা গুগল ডকস অথবা জিমেইলে শেয়ার করতে পারবেন অথবা গুগল ম্যাপসে একটি কাস্টম লিস্টে সেভ করতে পারবেন।
এই নতুন ফিচার বর্তমানে ইংরেজি ভাষায়, যুক্তরাষ্ট্রে মোবাইল এবং ডেস্কটপ—উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
এ ছাড়া গুগল জেমিনির ‘গেমস’ ফিচার এখন সবাই বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন। এই গেমের মাধ্যমে ব্যবহারকারীরা একটি কাস্টম এআই এক্সপার্ট তৈরি করতে পারবেন, যা তাঁদের ভ্রমণের পরিকল্পনা করতে সহায়তা করবে। এখানে একটি গন্তব্য নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা এবং তাঁদের জন্য প্যাকিং গাইডও তৈরি করা হবে।
গুগল ইতিমধ্যে ফ্লাইটের দাম কমে যাওয়ার জন্য অ্যালার্টের সুবিধা যুক্ত করছিল। তবে এখন থেকে হোটেল দামও ট্র্যাক করা যাবে। ব্যবহারকারীরা এখন নির্দিষ্ট তারিখ এবং গন্তব্য অনুযায়ী হোটেল দামেও ট্র্যাক করতে পারবেন। যদি দাম কমে যায়, তবে গুগল তাদের ই-মেইল পাঠিয়ে জানিয়ে দেবে।
এই সপ্তাহ থেকেই মোবাইল এবং ডেস্কটপে বিশ্বব্যাপী চালু হবে হোটেল দাম ট্র্যাকিং ফিচারটি।
এ ছাড়া গুগল ম্যাপস এখন ব্যবহারকারীদের স্ক্রিনশটে তোলা স্থানের ছবি ব্যবহার করে ভ্রমণের পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে। সাধারণত ভ্রমণ পরিকল্পনা করার সময় মানুষ অনেক জায়গার স্ক্রিনশট নেয়, তবে এগুলোর কথা পরে ভুলে যান অনেকে। এখন গুগল ম্যাপসে সেই স্ক্রিনশটগুলো আপলোড করার মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে সেই স্থানগুলোকে চিহ্নিত করবে এবং ব্যবহারকারী চাইলে সেগুলো লিস্টে সেভ করতে পারবেন। সেগুলো পরবর্তী সময় ম্যাপসে দেখানো হবে, যাতে পরিকল্পনার পূর্ণাঙ্গ রিভিউ পাওয়া যায়।
গুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলোর মাধ্যমে তাদের পরিকল্পনা আরও সহজ এবং সঠিকভাবে করা যাবে।
গুগল সার্চে ‘এআই ওভারভিউ’ নামের নতুন একটি ফিচার চালু করা হয়েছে, যা এখন সার্চ রেজাল্টের শীর্ষে একটি তথ্যের সংক্ষিপ্ত পর্যালোচনা দেখাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন নির্দিষ্ট কোনো অঞ্চলের বা দেশের জন্য ভ্রমণ পরিকল্পনা পেতে পারবেন। উদাহরণস্বরূপ, এখানে প্রম্পট লিখে পারেন—‘কোস্টারিকা সফরের জন্য প্রকৃতির মধ্যে থাকার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন।’ এভাবে ছবি, রিভিউ এবং মানচিত্রে গন্তব্যের অবস্থান দেখানো হবে। যখন আপনার পরিকল্পনা পছন্দ হবে, তখন আপনি ‘এক্সপোর্ট’ অপশনে ক্লিক করে তা গুগল ডকস অথবা জিমেইলে শেয়ার করতে পারবেন অথবা গুগল ম্যাপসে একটি কাস্টম লিস্টে সেভ করতে পারবেন।
এই নতুন ফিচার বর্তমানে ইংরেজি ভাষায়, যুক্তরাষ্ট্রে মোবাইল এবং ডেস্কটপ—উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
এ ছাড়া গুগল জেমিনির ‘গেমস’ ফিচার এখন সবাই বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন। এই গেমের মাধ্যমে ব্যবহারকারীরা একটি কাস্টম এআই এক্সপার্ট তৈরি করতে পারবেন, যা তাঁদের ভ্রমণের পরিকল্পনা করতে সহায়তা করবে। এখানে একটি গন্তব্য নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা এবং তাঁদের জন্য প্যাকিং গাইডও তৈরি করা হবে।
গুগল ইতিমধ্যে ফ্লাইটের দাম কমে যাওয়ার জন্য অ্যালার্টের সুবিধা যুক্ত করছিল। তবে এখন থেকে হোটেল দামও ট্র্যাক করা যাবে। ব্যবহারকারীরা এখন নির্দিষ্ট তারিখ এবং গন্তব্য অনুযায়ী হোটেল দামেও ট্র্যাক করতে পারবেন। যদি দাম কমে যায়, তবে গুগল তাদের ই-মেইল পাঠিয়ে জানিয়ে দেবে।
এই সপ্তাহ থেকেই মোবাইল এবং ডেস্কটপে বিশ্বব্যাপী চালু হবে হোটেল দাম ট্র্যাকিং ফিচারটি।
এ ছাড়া গুগল ম্যাপস এখন ব্যবহারকারীদের স্ক্রিনশটে তোলা স্থানের ছবি ব্যবহার করে ভ্রমণের পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে। সাধারণত ভ্রমণ পরিকল্পনা করার সময় মানুষ অনেক জায়গার স্ক্রিনশট নেয়, তবে এগুলোর কথা পরে ভুলে যান অনেকে। এখন গুগল ম্যাপসে সেই স্ক্রিনশটগুলো আপলোড করার মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে সেই স্থানগুলোকে চিহ্নিত করবে এবং ব্যবহারকারী চাইলে সেগুলো লিস্টে সেভ করতে পারবেন। সেগুলো পরবর্তী সময় ম্যাপসে দেখানো হবে, যাতে পরিকল্পনার পূর্ণাঙ্গ রিভিউ পাওয়া যায়।
ইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
২ দিন আগেযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কিনা তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।
২ দিন আগেজনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক অভিভাবকদের জন্য নতুন নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে। ‘ফ্যামিলি পেয়ারিং’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে এখন অভিভাবকেরা তাদের সন্তানদের (১৩ থেকে ১৭ বছর বয়সী) অ্যাকাউন্টের সঙ্গে নিজের অ্যাকাউন্ট লিংক করতে পারবেন এবং বিভিন্ন গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।
২ দিন আগে