প্রযুক্তি ডেস্ক
হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। স্মার্টফোনের সঙ্গে কম্পিউটার যুক্ত করার মাধ্যমে এ হোয়াটসঅ্যাপ ওয়েব কাজ করে। এ সময় প্রাথমিক স্মার্টফোনেও ইন্টারনেটের সঙ্গে যুক্ত রাখতে হয়। স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ বন্ধ হলে অথবা ফোন বন্ধ হলে হোয়াটসঅ্যাপ ওয়েব আর কাজ করবে না।
কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে শুরুতেই আপনার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপকে ডেস্কটপের হোয়াটসঅ্যাপ ওয়েবের সঙ্গে যুক্ত করতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকলে ডেস্কটপ থেকে এই ম্যাসেজিং করা যাবে।
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন:
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করতে কম্পিউটার স্ক্রিনে web. whatsapp. com ওপেন করুন। এখানে একটি স্ক্যান কোড পাবেন। এবার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা ওপরে ডান দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। আর আইফোন গ্রাহকেরা হোয়াটসঅ্যাপ সেটিংস ওপেন করুন। এরপর লিঙ্কড ডিভাইসে ক্লিক করুন। এ ক্ষেত্রে স্ক্যান করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ সংযুক্ত করে নিন। আইফোন গ্রাহকেরা লিঙ্কড ডিভাইস অপশনে গিয়ে ওকে বাটনে ট্যাপ করুন। আইওএস ১৪ অথবা এর বেশি ভার্সন থাকলে টাচআইডি বা ফেসআইডির মাধ্যমে আনলক করতে বলবে হোয়াটসঅ্যাপ। বায়োমেট্রিক অথেনটিকেশন এনাবল না থাকলে পিন দিতে হবে। এবার কিউআর স্ক্রিনে কিপ মি সাইনড ইন অপশন এনেবেল করতে পারেন। এতে একবার সাই ইন করার পরে বারবার আর লগ ইন করতে হবে না।
হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগ আউট:
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করুন। এবার ওপরে মেনু থেকে চ্যাট লিস্ট সিলেক্ট করে লগ আউট অপশনটি বেছে নিন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা থ্রি ডট মেনু সিলেক্ট করে লিঙ্কড ডিভাইস থেকে যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউট-এ ট্যাপ করুন। আইফোন গ্রাহকেরা সেটিং অপশনে গিয়ে, লিঙ্কড ডিভাইস ওপেন করে, যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউটে ট্যাপ করুন।
প্রসঙ্গত, শিগগিরই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তখন ফোন ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। তবে এই ফিচার আসতে একটু সময় লাগবে।
হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। স্মার্টফোনের সঙ্গে কম্পিউটার যুক্ত করার মাধ্যমে এ হোয়াটসঅ্যাপ ওয়েব কাজ করে। এ সময় প্রাথমিক স্মার্টফোনেও ইন্টারনেটের সঙ্গে যুক্ত রাখতে হয়। স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ বন্ধ হলে অথবা ফোন বন্ধ হলে হোয়াটসঅ্যাপ ওয়েব আর কাজ করবে না।
কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে শুরুতেই আপনার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপকে ডেস্কটপের হোয়াটসঅ্যাপ ওয়েবের সঙ্গে যুক্ত করতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকলে ডেস্কটপ থেকে এই ম্যাসেজিং করা যাবে।
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন:
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করতে কম্পিউটার স্ক্রিনে web. whatsapp. com ওপেন করুন। এখানে একটি স্ক্যান কোড পাবেন। এবার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা ওপরে ডান দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। আর আইফোন গ্রাহকেরা হোয়াটসঅ্যাপ সেটিংস ওপেন করুন। এরপর লিঙ্কড ডিভাইসে ক্লিক করুন। এ ক্ষেত্রে স্ক্যান করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ সংযুক্ত করে নিন। আইফোন গ্রাহকেরা লিঙ্কড ডিভাইস অপশনে গিয়ে ওকে বাটনে ট্যাপ করুন। আইওএস ১৪ অথবা এর বেশি ভার্সন থাকলে টাচআইডি বা ফেসআইডির মাধ্যমে আনলক করতে বলবে হোয়াটসঅ্যাপ। বায়োমেট্রিক অথেনটিকেশন এনাবল না থাকলে পিন দিতে হবে। এবার কিউআর স্ক্রিনে কিপ মি সাইনড ইন অপশন এনেবেল করতে পারেন। এতে একবার সাই ইন করার পরে বারবার আর লগ ইন করতে হবে না।
হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগ আউট:
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করুন। এবার ওপরে মেনু থেকে চ্যাট লিস্ট সিলেক্ট করে লগ আউট অপশনটি বেছে নিন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা থ্রি ডট মেনু সিলেক্ট করে লিঙ্কড ডিভাইস থেকে যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউট-এ ট্যাপ করুন। আইফোন গ্রাহকেরা সেটিং অপশনে গিয়ে, লিঙ্কড ডিভাইস ওপেন করে, যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউটে ট্যাপ করুন।
প্রসঙ্গত, শিগগিরই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তখন ফোন ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। তবে এই ফিচার আসতে একটু সময় লাগবে।
ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি অনেকের ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও কাজ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ছবি, লেখা, ভিডিও ও নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে কখনো কখনো ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, তখন এসব পোস্ট ফিরিয়ে আনতে চান অনেকেই।
৪ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
২০ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
২১ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
১ দিন আগে