মানুষের সহায়ক হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই নির্ভরযোগ্য জায়গা দখল করে নিচ্ছে। বিষয়টি আরও একধাপ এগিয়ে গেল, স্তন ক্যানসার নির্ণয়ে এক্স-রে চিত্র পাঠের কাজে এআই ব্যবহারের মাধ্যমে। সম্প্রতি সুইডেনের একদল গবেষক স্তন ক্যানসার নির্ণয়ে এক্স-রে চিত্র পাঠের কাজে এআই ব্যবহার করে ইতিবাচক ফল পেয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকেরা দেখেছেন যে—এআই প্রায় নির্ভুলভাবে এক্স-রে চিত্র পাঠ করতে পারে। গবেষণাটি করেছেন, সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গবেষকেরা দেখেছেন, কম্পিউটারের সহায়তায় পরিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণ রেডিওলজিস্টদের মতোই একই হারে নির্ভুলভাবে ক্যানসার স্পট শনাক্ত করতে পারে। তবে গবেষকেরা এখনো খুব বেশি আশাবাদী নন। তাঁরা বলছেন এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। যাতে করে সাধারণ প্রোগ্রামের সহায়তায় ক্যানসার স্পট নির্ণয় করা সম্ভব হয়।
বিজ্ঞান সাময়িকী ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণায় মোট ৮০ হাজার নারীর স্তন ক্যানসারের এক্স-রে ইমেজ নিয়ে কাজ করা হয়। ফলাফল থেকে দেখা যায়, এআই-এর সহায়তায় ইমেজ স্ক্রিনিং করে দেখা গেছে ২৪৪ জনের স্তন ক্যানসার আছে, বিপরীতে রেডিওলজিস্টরা ২০৩ জন নারীর স্তন ক্যানসার শনাক্ত করেন।
গবেষণার প্রধান গবেষক ড. ক্রিস্টিনা ল্যাঙ বলেছেন, ‘স্তন ক্যানসার নির্ণয়ে এআই ব্যবহারের দারুণ সম্ভাবনা রয়েছে। এটি বিশ্বজুড়ে রেডিওলজিস্টদের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে।’ তিনি আরও বলেন, ‘তবে এর সম্ভাব্যতা, ব্যয় এবং কার্যকারিতা সম্পূর্ণরূপে বোঝার জন্য এ ক্ষেত্রে আরও গবেষণা প্রয়োজন।’
ড. ল্যাঙ বলেন, ‘এখন এইআই-এর সবচেয়ে বড় সম্ভাবনা হলো—এর ফলে রেডিওলজিস্টদের কাজের বোঝা অনেকটাই কমে যাবে।’
মানুষের সহায়ক হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই নির্ভরযোগ্য জায়গা দখল করে নিচ্ছে। বিষয়টি আরও একধাপ এগিয়ে গেল, স্তন ক্যানসার নির্ণয়ে এক্স-রে চিত্র পাঠের কাজে এআই ব্যবহারের মাধ্যমে। সম্প্রতি সুইডেনের একদল গবেষক স্তন ক্যানসার নির্ণয়ে এক্স-রে চিত্র পাঠের কাজে এআই ব্যবহার করে ইতিবাচক ফল পেয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকেরা দেখেছেন যে—এআই প্রায় নির্ভুলভাবে এক্স-রে চিত্র পাঠ করতে পারে। গবেষণাটি করেছেন, সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গবেষকেরা দেখেছেন, কম্পিউটারের সহায়তায় পরিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণ রেডিওলজিস্টদের মতোই একই হারে নির্ভুলভাবে ক্যানসার স্পট শনাক্ত করতে পারে। তবে গবেষকেরা এখনো খুব বেশি আশাবাদী নন। তাঁরা বলছেন এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। যাতে করে সাধারণ প্রোগ্রামের সহায়তায় ক্যানসার স্পট নির্ণয় করা সম্ভব হয়।
বিজ্ঞান সাময়িকী ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণায় মোট ৮০ হাজার নারীর স্তন ক্যানসারের এক্স-রে ইমেজ নিয়ে কাজ করা হয়। ফলাফল থেকে দেখা যায়, এআই-এর সহায়তায় ইমেজ স্ক্রিনিং করে দেখা গেছে ২৪৪ জনের স্তন ক্যানসার আছে, বিপরীতে রেডিওলজিস্টরা ২০৩ জন নারীর স্তন ক্যানসার শনাক্ত করেন।
গবেষণার প্রধান গবেষক ড. ক্রিস্টিনা ল্যাঙ বলেছেন, ‘স্তন ক্যানসার নির্ণয়ে এআই ব্যবহারের দারুণ সম্ভাবনা রয়েছে। এটি বিশ্বজুড়ে রেডিওলজিস্টদের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে।’ তিনি আরও বলেন, ‘তবে এর সম্ভাব্যতা, ব্যয় এবং কার্যকারিতা সম্পূর্ণরূপে বোঝার জন্য এ ক্ষেত্রে আরও গবেষণা প্রয়োজন।’
ড. ল্যাঙ বলেন, ‘এখন এইআই-এর সবচেয়ে বড় সম্ভাবনা হলো—এর ফলে রেডিওলজিস্টদের কাজের বোঝা অনেকটাই কমে যাবে।’
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মধ্যে তুমুল প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। কারণ, এখন পর্যন্ত এআইভিত্তিক কোনো উল্লেখযোগ্য ফিচার আনতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছে অ্যাপল। চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে নতুন একটি বিশেষ দল গঠন করেছে..
৫ ঘণ্টা আগেইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।
৬ ঘণ্টা আগেক্যারিয়ার পরামর্শ, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করেন অনেকেই। তবে সম্প্রতি জানা যায়, প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ব্যক্তিগত কথোপকথন গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছিল। সমস্যাটি বর্তমানে ঠিক করা হলেও ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা..
৮ ঘণ্টা আগে