বিনা মূল্যে ৭৫টির বেশি গেম খেলার সুযোগ করে দিল ইউটিউব। প্ল্যাটফর্মটির ‘ইউটিউবস প্লেবলস’ ফিচারের আওতায় গেমগুলো রয়েছে। এর ফলে ইউটিউবেই এসব গেম খেলা যাবে। খেলার জন্য গেমগুলো ডাউনলোড করার প্রয়োজনীয়তাও নেই।
স্মার্টফোন বা ডেস্কটপ ডিভাইস থেকে বিনা মূল্যে এসব গেম খেলা যাবে। গেমগুলো ডিভাইসের খুব বেশি জায়গা দখলও করবে না। এক ব্লগ পোস্টে ফিচারটি সম্পর্কে বলা হয়, ‘ফ্রি গেমের একটি সংগ্রহ ইউটিউবে যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে প্ল্যাটফর্ম থেকে সরাসরি খেলা যাবে।’
গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ‘ইউটিউবস প্লেবলস’ প্রোগ্রামটি চালু করে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। এবার সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। তবে পর্যায়ক্রমে সব দেশে ফিচারটি উন্মোচন করা হতে পারে।
প্লেবল সেকশনে গেলে ৭৫টি গেমে খেলতে পারবেন ব্যবহারকারীরা। এগুলো সবই ছোট ছোট গেম। এসব গেমের মধ্যে রয়েছে—অ্যাংরি বার্ডস শ্যাডো, ওয়ার্ডস অব ওয়ান্ডার, কাট দ্য রোপ, টম্ব অব মাস্ক ও ট্রিভিয়া ক্র্যাকের মতো জনপ্রিয় গেম।
ইউটিউবের আগেও কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গেম যুক্ত করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে নেটফ্লিক্সেও বেশ কিছু গেম যুক্ত করা হয়। নেটফ্লিক্সের গেমগুলো মধ্যে গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি–দ্য ডেফেনেটিভ এডিশন, স্ট্রেঞ্জার থিংগস ৩: দ্য গেম, ফুটবল ম্যানেজার ২০২৪ মোবাইল রয়েছে।
ব্যবহারকারীরা প্লেবলসে গেম যত লেভেল পর্যন্ত খেলবেন, সে ডেটা বা তথ্য সংরক্ষণ করে রাখবে ইউটিউব।
সম্প্রতি অ্যাড ব্লকার বন্ধে আরও কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি। এখন অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউবের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে একদম শেষের দিকে চলে যাবে। এ ছাড়া অ্যাড ব্লকার ব্যবহার করে কোনোভাবে ভিডিও দেখতে পেলেও এর অডিও শোনা যাবে না।
বিনা মূল্যে ৭৫টির বেশি গেম খেলার সুযোগ করে দিল ইউটিউব। প্ল্যাটফর্মটির ‘ইউটিউবস প্লেবলস’ ফিচারের আওতায় গেমগুলো রয়েছে। এর ফলে ইউটিউবেই এসব গেম খেলা যাবে। খেলার জন্য গেমগুলো ডাউনলোড করার প্রয়োজনীয়তাও নেই।
স্মার্টফোন বা ডেস্কটপ ডিভাইস থেকে বিনা মূল্যে এসব গেম খেলা যাবে। গেমগুলো ডিভাইসের খুব বেশি জায়গা দখলও করবে না। এক ব্লগ পোস্টে ফিচারটি সম্পর্কে বলা হয়, ‘ফ্রি গেমের একটি সংগ্রহ ইউটিউবে যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে প্ল্যাটফর্ম থেকে সরাসরি খেলা যাবে।’
গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ‘ইউটিউবস প্লেবলস’ প্রোগ্রামটি চালু করে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। এবার সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। তবে পর্যায়ক্রমে সব দেশে ফিচারটি উন্মোচন করা হতে পারে।
প্লেবল সেকশনে গেলে ৭৫টি গেমে খেলতে পারবেন ব্যবহারকারীরা। এগুলো সবই ছোট ছোট গেম। এসব গেমের মধ্যে রয়েছে—অ্যাংরি বার্ডস শ্যাডো, ওয়ার্ডস অব ওয়ান্ডার, কাট দ্য রোপ, টম্ব অব মাস্ক ও ট্রিভিয়া ক্র্যাকের মতো জনপ্রিয় গেম।
ইউটিউবের আগেও কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গেম যুক্ত করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে নেটফ্লিক্সেও বেশ কিছু গেম যুক্ত করা হয়। নেটফ্লিক্সের গেমগুলো মধ্যে গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি–দ্য ডেফেনেটিভ এডিশন, স্ট্রেঞ্জার থিংগস ৩: দ্য গেম, ফুটবল ম্যানেজার ২০২৪ মোবাইল রয়েছে।
ব্যবহারকারীরা প্লেবলসে গেম যত লেভেল পর্যন্ত খেলবেন, সে ডেটা বা তথ্য সংরক্ষণ করে রাখবে ইউটিউব।
সম্প্রতি অ্যাড ব্লকার বন্ধে আরও কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি। এখন অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউবের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে একদম শেষের দিকে চলে যাবে। এ ছাড়া অ্যাড ব্লকার ব্যবহার করে কোনোভাবে ভিডিও দেখতে পেলেও এর অডিও শোনা যাবে না।
তথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
১ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
৩ ঘণ্টা আগেবন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
২১ ঘণ্টা আগে