Ajker Patrika

বিনা মূল্যে ৭৫টির বেশি গেম খেলা যাবে ইউটিউবে

আপডেট : ০২ জুন ২০২৪, ১৬: ২৯
বিনা মূল্যে ৭৫টির বেশি গেম খেলা যাবে ইউটিউবে

বিনা মূল্যে ৭৫টির বেশি গেম খেলার সুযোগ করে দিল ইউটিউব। প্ল্যাটফর্মটির ‘ইউটিউবস প্লেবলস’ ফিচারের আওতায় গেমগুলো রয়েছে। এর ফলে ইউটিউবেই এসব গেম খেলা যাবে। খেলার জন্য গেমগুলো ডাউনলোড করার প্রয়োজনীয়তাও নেই। 

স্মার্টফোন বা ডেস্কটপ ডিভাইস থেকে বিনা মূল্যে এসব গেম খেলা যাবে। গেমগুলো ডিভাইসের খুব বেশি জায়গা দখলও করবে না। এক ব্লগ পোস্টে ফিচারটি সম্পর্কে বলা হয়, ‘ফ্রি গেমের একটি সংগ্রহ ইউটিউবে যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে প্ল্যাটফর্ম থেকে সরাসরি খেলা যাবে।’ 

গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ‘ইউটিউবস প্লেবলস’ প্রোগ্রামটি চালু করে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। এবার সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। তবে পর্যায়ক্রমে সব দেশে ফিচারটি উন্মোচন করা হতে পারে। 

প্লেবল সেকশনে গেলে ৭৫টি গেমে খেলতে পারবেন ব্যবহারকারীরা। এগুলো সবই ছোট ছোট গেম। এসব গেমের মধ্যে রয়েছে—অ্যাংরি বার্ডস শ্যাডো, ওয়ার্ডস অব ওয়ান্ডার, কাট দ্য রোপ, টম্ব অব মাস্ক ও ট্রিভিয়া ক্র্যাকের মতো জনপ্রিয় গেম। 
 
ইউটিউবের আগেও কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গেম যুক্ত করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে নেটফ্লিক্সেও বেশ কিছু গেম যুক্ত করা হয়। নেটফ্লিক্সের গেমগুলো মধ্যে গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি–দ্য ডেফেনেটিভ এডিশন, স্ট্রেঞ্জার থিংগস ৩: দ্য গেম, ফুটবল ম্যানেজার ২০২৪ মোবাইল রয়েছে। 
ব্যবহারকারীরা প্লেবলসে গেম যত লেভেল পর্যন্ত খেলবেন, সে ডেটা বা তথ্য সংরক্ষণ করে রাখবে ইউটিউব।

সম্প্রতি অ্যাড ব্লকার বন্ধে আরও কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি। এখন অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউবের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে একদম শেষের দিকে চলে যাবে। এ ছাড়া অ্যাড ব্লকার ব্যবহার করে কোনোভাবে ভিডিও দেখতে পেলেও এর অডিও শোনা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত