অনলাইন ডেস্ক
বিনা মূল্যে ৭৫টির বেশি গেম খেলার সুযোগ করে দিল ইউটিউব। প্ল্যাটফর্মটির ‘ইউটিউবস প্লেবলস’ ফিচারের আওতায় গেমগুলো রয়েছে। এর ফলে ইউটিউবেই এসব গেম খেলা যাবে। খেলার জন্য গেমগুলো ডাউনলোড করার প্রয়োজনীয়তাও নেই।
স্মার্টফোন বা ডেস্কটপ ডিভাইস থেকে বিনা মূল্যে এসব গেম খেলা যাবে। গেমগুলো ডিভাইসের খুব বেশি জায়গা দখলও করবে না। এক ব্লগ পোস্টে ফিচারটি সম্পর্কে বলা হয়, ‘ফ্রি গেমের একটি সংগ্রহ ইউটিউবে যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে প্ল্যাটফর্ম থেকে সরাসরি খেলা যাবে।’
গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ‘ইউটিউবস প্লেবলস’ প্রোগ্রামটি চালু করে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। এবার সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। তবে পর্যায়ক্রমে সব দেশে ফিচারটি উন্মোচন করা হতে পারে।
প্লেবল সেকশনে গেলে ৭৫টি গেমে খেলতে পারবেন ব্যবহারকারীরা। এগুলো সবই ছোট ছোট গেম। এসব গেমের মধ্যে রয়েছে—অ্যাংরি বার্ডস শ্যাডো, ওয়ার্ডস অব ওয়ান্ডার, কাট দ্য রোপ, টম্ব অব মাস্ক ও ট্রিভিয়া ক্র্যাকের মতো জনপ্রিয় গেম।
ইউটিউবের আগেও কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গেম যুক্ত করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে নেটফ্লিক্সেও বেশ কিছু গেম যুক্ত করা হয়। নেটফ্লিক্সের গেমগুলো মধ্যে গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি–দ্য ডেফেনেটিভ এডিশন, স্ট্রেঞ্জার থিংগস ৩: দ্য গেম, ফুটবল ম্যানেজার ২০২৪ মোবাইল রয়েছে।
ব্যবহারকারীরা প্লেবলসে গেম যত লেভেল পর্যন্ত খেলবেন, সে ডেটা বা তথ্য সংরক্ষণ করে রাখবে ইউটিউব।
সম্প্রতি অ্যাড ব্লকার বন্ধে আরও কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি। এখন অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউবের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে একদম শেষের দিকে চলে যাবে। এ ছাড়া অ্যাড ব্লকার ব্যবহার করে কোনোভাবে ভিডিও দেখতে পেলেও এর অডিও শোনা যাবে না।
বিনা মূল্যে ৭৫টির বেশি গেম খেলার সুযোগ করে দিল ইউটিউব। প্ল্যাটফর্মটির ‘ইউটিউবস প্লেবলস’ ফিচারের আওতায় গেমগুলো রয়েছে। এর ফলে ইউটিউবেই এসব গেম খেলা যাবে। খেলার জন্য গেমগুলো ডাউনলোড করার প্রয়োজনীয়তাও নেই।
স্মার্টফোন বা ডেস্কটপ ডিভাইস থেকে বিনা মূল্যে এসব গেম খেলা যাবে। গেমগুলো ডিভাইসের খুব বেশি জায়গা দখলও করবে না। এক ব্লগ পোস্টে ফিচারটি সম্পর্কে বলা হয়, ‘ফ্রি গেমের একটি সংগ্রহ ইউটিউবে যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে প্ল্যাটফর্ম থেকে সরাসরি খেলা যাবে।’
গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ‘ইউটিউবস প্লেবলস’ প্রোগ্রামটি চালু করে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। এবার সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। তবে পর্যায়ক্রমে সব দেশে ফিচারটি উন্মোচন করা হতে পারে।
প্লেবল সেকশনে গেলে ৭৫টি গেমে খেলতে পারবেন ব্যবহারকারীরা। এগুলো সবই ছোট ছোট গেম। এসব গেমের মধ্যে রয়েছে—অ্যাংরি বার্ডস শ্যাডো, ওয়ার্ডস অব ওয়ান্ডার, কাট দ্য রোপ, টম্ব অব মাস্ক ও ট্রিভিয়া ক্র্যাকের মতো জনপ্রিয় গেম।
ইউটিউবের আগেও কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গেম যুক্ত করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে নেটফ্লিক্সেও বেশ কিছু গেম যুক্ত করা হয়। নেটফ্লিক্সের গেমগুলো মধ্যে গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি–দ্য ডেফেনেটিভ এডিশন, স্ট্রেঞ্জার থিংগস ৩: দ্য গেম, ফুটবল ম্যানেজার ২০২৪ মোবাইল রয়েছে।
ব্যবহারকারীরা প্লেবলসে গেম যত লেভেল পর্যন্ত খেলবেন, সে ডেটা বা তথ্য সংরক্ষণ করে রাখবে ইউটিউব।
সম্প্রতি অ্যাড ব্লকার বন্ধে আরও কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি। এখন অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউবের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে একদম শেষের দিকে চলে যাবে। এ ছাড়া অ্যাড ব্লকার ব্যবহার করে কোনোভাবে ভিডিও দেখতে পেলেও এর অডিও শোনা যাবে না।
টেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল এবং অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
১ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৯ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগে