এক দশকেরও বেশি সময় ধরে সার্চ ইঞ্জিন বাজারে ৯০ শতাংশ শেয়ার ছিল গুগলের দখলে। তবে ২০২৪ সালের শেষ তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রথমবারের মতো ৯০ শতাংশের নিচে নেমে এসেছে। অপরদিকে এই বাজারে মাইক্রোসফটের শেয়ার দ্বিগুণ হয়েছে।
ওয়েবসাইটের ট্রাফিক বিশ্লেষণ সংক্রান্ত সাইট স্ট্যাটকাউন্টের এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। এই প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে গুগলের বাজার শেয়ার ছিল ৮৯ দশমিক ৩৪ শতাংশ, নভেম্বর মাসে ৮৯ দশমিক ৯৯ শতাংশ এবং ডিসেম্বর মাসে ৮৯ দশমিক ৭৪ শতাংশ, যা এর আগের সময়কালের তুলনায় বড় পরিবর্তন।
গুগলের শেয়ার সর্বশেষ ৯০ শতাংশ এর নিচে নেমেছিল ২০১৫ সালের শুরুতে। তবে, গুগলের এই শেয়ার কমার কারণে ২০২৪ সালের শেষার্ধে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের ব্যবহারে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির শেয়ার প্রায় দ্বিগুণ হয়ে প্রায় ৪ শতাংশে পৌঁছেছে। এর থেকে বোঝা যায় যে, গুগলের চেয়ে এখনো উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে বিং।
গুগলের শেয়ার পতনের কারণ
স্ট্যাটকাউন্টার-এর তথ্য অনুযায়ী, ধীরে ধীরে তার সার্চ বাজারে শেয়ার হারাচ্ছে গুগল। বেশির ভাগ অঞ্চলে গুগলের শেয়ার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও এশিয়াতে সবচেয়ে বেশি বাজার শেয়ার হারিয়েছে কোম্পানিটি। এটি সামগ্রিকভাবে কোম্পানিটির আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে সার্চ মার্কেটে গুগলের শেয়ার ৯০ দশমিক ৩৭ শতাংশে পৌঁছালেও ডিসেম্বর মাসে এটি ৮৭ দশমিক ৩৯ শতাংশে নেমে আসে। ২০২৪ সালের বাকি সময়ে শেয়ারটি ৮৬ শতাংশ-৮৮ শতাংশ এর মধ্যে পরিবর্তিত হয়। গুগল দীর্ঘ সময় ধরে ৯০ শতাংশের বেশি শেয়ার ধারণ করছিল। তবে সম্প্রতি সার্চ ফলাফলের কার্যকারিতা নিয়ে ব্যবহারকারীদের অসন্তোষ এবং অবৈধ আধিপত্য বিস্তারের অভিযোগের কারণে তদন্তের সম্মুখীন হয়েছে কোম্পানিটি।
গুগলের সার্চ শেয়ার কমার পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ ইঞ্জিনের (যেমন: চ্যাটজিপিটি সার্চ এবং পারপ্লেক্সিটি) ব্যবহার বৃদ্ধি পাওয়াও একটি সম্ভাব্য কারণ হতে পারে। যদিও স্ট্যাটকাউন্টার-এর প্রতিবেদনে এই পরিবর্তনের জন্য তাদের বিশেষ কোনো উল্লেখ নেই। প্রতিবেদনটি প্রধানত বিং, ইয়ানডেক্স, ডাকডাকগো এবং ইকোসিয়া বিষয়ে তথ্য রয়েছে।
সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মাইক্রোসফট বিং। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে তার বাজার শেয়ার প্রায় ৪ শতাংশে-এ পৌঁছেছে।
গুগলের বাজার শেয়ারের কমার বিষয়টি ব্যবহারকারীর আচরণে একটি পরিবর্তন নির্দেশ করছে।
এক দশকেরও বেশি সময় ধরে সার্চ ইঞ্জিন বাজারে ৯০ শতাংশ শেয়ার ছিল গুগলের দখলে। তবে ২০২৪ সালের শেষ তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রথমবারের মতো ৯০ শতাংশের নিচে নেমে এসেছে। অপরদিকে এই বাজারে মাইক্রোসফটের শেয়ার দ্বিগুণ হয়েছে।
ওয়েবসাইটের ট্রাফিক বিশ্লেষণ সংক্রান্ত সাইট স্ট্যাটকাউন্টের এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। এই প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে গুগলের বাজার শেয়ার ছিল ৮৯ দশমিক ৩৪ শতাংশ, নভেম্বর মাসে ৮৯ দশমিক ৯৯ শতাংশ এবং ডিসেম্বর মাসে ৮৯ দশমিক ৭৪ শতাংশ, যা এর আগের সময়কালের তুলনায় বড় পরিবর্তন।
গুগলের শেয়ার সর্বশেষ ৯০ শতাংশ এর নিচে নেমেছিল ২০১৫ সালের শুরুতে। তবে, গুগলের এই শেয়ার কমার কারণে ২০২৪ সালের শেষার্ধে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের ব্যবহারে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির শেয়ার প্রায় দ্বিগুণ হয়ে প্রায় ৪ শতাংশে পৌঁছেছে। এর থেকে বোঝা যায় যে, গুগলের চেয়ে এখনো উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে বিং।
গুগলের শেয়ার পতনের কারণ
স্ট্যাটকাউন্টার-এর তথ্য অনুযায়ী, ধীরে ধীরে তার সার্চ বাজারে শেয়ার হারাচ্ছে গুগল। বেশির ভাগ অঞ্চলে গুগলের শেয়ার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও এশিয়াতে সবচেয়ে বেশি বাজার শেয়ার হারিয়েছে কোম্পানিটি। এটি সামগ্রিকভাবে কোম্পানিটির আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে সার্চ মার্কেটে গুগলের শেয়ার ৯০ দশমিক ৩৭ শতাংশে পৌঁছালেও ডিসেম্বর মাসে এটি ৮৭ দশমিক ৩৯ শতাংশে নেমে আসে। ২০২৪ সালের বাকি সময়ে শেয়ারটি ৮৬ শতাংশ-৮৮ শতাংশ এর মধ্যে পরিবর্তিত হয়। গুগল দীর্ঘ সময় ধরে ৯০ শতাংশের বেশি শেয়ার ধারণ করছিল। তবে সম্প্রতি সার্চ ফলাফলের কার্যকারিতা নিয়ে ব্যবহারকারীদের অসন্তোষ এবং অবৈধ আধিপত্য বিস্তারের অভিযোগের কারণে তদন্তের সম্মুখীন হয়েছে কোম্পানিটি।
গুগলের সার্চ শেয়ার কমার পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ ইঞ্জিনের (যেমন: চ্যাটজিপিটি সার্চ এবং পারপ্লেক্সিটি) ব্যবহার বৃদ্ধি পাওয়াও একটি সম্ভাব্য কারণ হতে পারে। যদিও স্ট্যাটকাউন্টার-এর প্রতিবেদনে এই পরিবর্তনের জন্য তাদের বিশেষ কোনো উল্লেখ নেই। প্রতিবেদনটি প্রধানত বিং, ইয়ানডেক্স, ডাকডাকগো এবং ইকোসিয়া বিষয়ে তথ্য রয়েছে।
সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মাইক্রোসফট বিং। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে তার বাজার শেয়ার প্রায় ৪ শতাংশে-এ পৌঁছেছে।
গুগলের বাজার শেয়ারের কমার বিষয়টি ব্যবহারকারীর আচরণে একটি পরিবর্তন নির্দেশ করছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে