Ajker Patrika

ফক্সকনের সিইও ইয়াং লিউ কেন ‘পদ্মভূষণ’ পাচ্ছেন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৫: ৩২
ফক্সকনের সিইও ইয়াং লিউ কেন ‘পদ্মভূষণ’ পাচ্ছেন

তাইওয়ানের টেক জায়ান্ট ফক্সকনের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াং লিউকে ভারতের বেসামরিক পুরস্কার ‘পদ্মভূষণে’ ভূষিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে। সেখানে নাম রয়েছে প্রযুক্তি খাতের এই উদ্যোক্তার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

এ বছর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মভূষণ’ পাচ্ছেন ১৭ জন। এই পুরস্কারের জন মনোনীত ইয়াং লিউ একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা এবং উদ্ভাবক। প্রযুক্তিশিল্পে তার রয়েছে চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা।

ইয়াং লিউ তিনটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। ১৯৮৮ সালে মাদারবোর্ড কোম্পানি ইয়াং মাইক্রো সিস্টেম, পারসোনাল কম্পিউটারের চিপসেটের জন্য ১৯৯৫ সালে আইসি ডিজাইন কোম্পানি এবং ১৯৯৭ সালে আইটিএক্স নামে একটি আইটি টেক কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি।

তাইওয়ানভিত্তিক কোম্পানি ফক্সকন বিশ্বের প্রায় ৭০ শতাংশ আইফোনের প্রস্তুতকারক। বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক প্রস্তুতকারক এই কোম্পানি করোনা মহামারি ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে চীন থেকে তাদের উৎপাদন সরিয়ে নিয়েছে। দক্ষিণ ভারতে বিনিয়োগ ব্যাপক হারে বাড়িয়ে চীনের বদলে এখন ভারতে ব্যবসা সম্প্রসারিত করছে ফক্সকন।

গত বছর ইয়াং লিউ বলেছিলেন, ভারতে ব্যবসাসংক্রান্ত নীতিগুলোর সংস্কারের ফলে ইলেকট্রনিকস পণ্য উৎপাদনের পুরো বাস্তুতন্ত্রের বিকাশের বিশাল সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে উৎপাদনের ক্ষেত্রে ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হতে যাচ্ছে।

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণের ঘোষণা দেওয়া হয়েছে। এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৩২টি পদ্ম পুরস্কার অনুমোদন করেছেন রাষ্ট্রপতি। শিল্প, সমাজকর্ম, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, নাগরিক পরিষেবায় অবদানের জন্য ‘পদ্ম পুরস্কার’ তালিকায় ‘পদ্মবিভূষণ’ পাচ্ছেন ৫ জন, ‘পদ্মভূষণ’ ১৭ জন ও ‘পদ্মশ্রী’ পাচ্ছেন ১১০ জন।

রবীন্দ্রসংগীতে অবদান রাখার জন্য এ বছর রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে মনোনীত করা হয়েছে।

প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত