Ajker Patrika

সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য এআই এজেন্ট তৈরি করছে গুগল

আজকের পত্রিকা ডেস্ক­
এবারের গুগল আই/ও সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। ছবি: কালচার মাংকি
এবারের গুগল আই/ও সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। ছবি: কালচার মাংকি

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেটের অধীনস্থ গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের আগে কর্মী ও নির্দিষ্ট ডেভেলপারদের সামনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর একাধিক নতুন পণ্যের ডেমো প্রদর্শন করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে একটি এআই এজেন্ট, যা সফটওয়্যার উন্নয়নের প্রতিটি ধাপে সহায়তা করতে সক্ষম। প্রতিষ্ঠানটির তিনজন কর্মীর বরাতে দিয়ে মার্কিন প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন এআই এজেন্টটি সফটওয়্যার ডেভেলপারদের কাজ নির্ধারণ, কোড লেখা থেকে শুরু করে ডকুমেন্টেশন পর্যন্ত সব পর্যায়ে সাহায্য করবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই সম্মেলনে অ্যান্ড্রয়েড-চালিত এক্সআর চশমা ও হেডসেটের সঙ্গে গুগল তাদের জেমিনি এআই চ্যাটবটের ভয়েস সংস্করণ সংযুক্ত করে দেখাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

তবে এসব বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিফলন দেখাতে প্রতিষ্ঠানটির ওপর বিনিয়োগকারীদের চাপ বাড়ছে। একই সঙ্গে তাদের সার্চ ও বিজ্ঞাপন প্রযুক্তিভিত্তিক ব্যবসায়ের ওপর বাড়ছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদন্ত ও নজরদারি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে গুগলের বার্ষিক আই/ও ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ মে। ওই দিনই সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করবেন গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবারের গুগল আই/ও সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। এর মধ্যে রয়েছে—নতুন এআই এজেন্ট ‘মেরিনার’, শক্তিশালী জেমেনি মডেল ‘আলট্রা’ ও এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান, মাল্টিমোডাল রিয়েলটাইম অ্যাপ ‘অ্যাস্ট্রা’, অ্যান্ড্রয়েড ১৬-এর নতুন ডিজাইন ও ফিচার এবং মিক্সড রিয়েলিটির জন্য অ্যান্ড্রয়েড এক্সআর। পাশাপাশি, এআইভিত্তিক গবেষণা সহকারী ‘নোটবুকএলএম’-এর হালনাগাদ সংস্করণ এবং ভিডিও সারাংশ তৈরির টুল ‘ভিডিও ওভারভিউস’ও আসতে পারে আলোচনায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

এলাকার খবর
Loading...