প্রায় সবার অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু অ্যাপ রয়েছে, যা আমরা লুকিয়ে রাখতে চাই। অ্যাপ লুকানোর বিভিন্ন কারণ থাকতে পারে। আর্থিক তথ্য লুকাতে ব্যাংকিং অ্যাপ বা ডেটিং অ্যাপের মতো ব্যক্তিগত অ্যাপ অনেকেই অন্যদের দেখাতে চান না। প্রায় বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ লুকানোর সুবিধা রয়েছে।
শাওমি, ওয়ানপ্লাস, রিয়েলমি, অপো, স্যামসাংয়ের মতো জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেমেই অ্যাপ লুকানোর ফিচার রয়েছে। এই ফিচার এক মিনিটের মধ্যেই চালু করে ব্যবহার করা যায়। তাই অ্যাপ লুকানোর জন্য এসব ডিভাইসে থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই।
স্যামসাং ফোনের অ্যাপ লুকাবেন যেভাবে
১.হোমস্ক্রিনের নিচ থেকে ওপরের দিকে সোয়াইপ করে অ্যাপ ড্রয়ার চালু করুন ও ওপরের ডান দিকে তিন ডট বাটনে ট্যাপ করুন।
২. সেখানে ‘হোম স্ক্রিন সেটিংস’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।
৩. এরপর ‘হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপ স্ক্রিন’ অপশন খুঁজে বের করুন।
৪. ফলে অ্যাপগুলোর একটি তালিকা দেখা যাবে। যে অ্যাপটি লুকাতে চান সে অ্যাপের আইকোনের ডানপাশে ট্যাপ করে তাতে টিক চিহ্ন দিন।
এরপর লুকানো অ্যাপ গুলো নির্বাচন হলে তালিকার ওপরের দিকে দেখা যাবে। আর অ্যাপগুলো আবার আনহাইড করতে বা যেন আবার হোম স্ক্রিনে দেখা যায় এ জন্য লুকানো অ্যাপগুলো ওপরের ‘–’ বাটনে ট্যাপ করুন।
শাওমি ও পোকো ফোনে অ্যাপ লুকাবেন যেভাবে
১.সেটিংস অ্যাপে প্রবেশ করুন। এরপর সার্চ বারে ‘Hidden apps’ টাইপ করুন ও ‘হিডেন অ্যাপস’ অপশনে ট্যাপ করুন।
২. অ্যাপ লুকানোর জন্য একটি তালিকা দেখানো হবে। যে অ্যাপটি লুকাতে চান সে অ্যাপের আইকোনের বামপাশে ট্যাপ করে টগল বাটনটি চালু করুন।
লুকানো অ্যাপ গুলো খুঁজে পেতে হোম স্ক্রিনে দুই আঙুলে গেসচার ব্যবহার করতে হবে।
ওয়ান প্লাস ফোনে অ্যাপ লুকাবেন যেভাবে
ওয়ান প্লাসে ‘হিডেন স্পেস’ নামে একটি ফিচার রয়েছে। যার মাধ্যমে অ্যাপগুলো লুকাতে পারেন।
১. সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. প্রাইভেসি অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. ‘হাইড অ্যাপস’ অপশন খুঁজে বের করুন।
৪. ফোনের পিন দিন বা নির্দেশনা অনুযায়ী নতুন একটি পিন তৈরি করুন।
৫. যে অ্যাপগুলো লুকাতে চান তার বাম পাশে থাকা টগল বাটনে ট্যাপ করুন।
রিয়েলমি ও অপো ডিভাইসে অ্যাপ লুকাবেন যেভাবে
১. সেটিংস অ্যাপ চালু করুন।
২. সিকিউরিটি সেকশনে যান ও অ্যাপ লক খুঁজে বের করুন।
৩. পাসকোড বা প্যাটার্ন দিন। আর যদি আগে থেকে তৈরি না থাকে তাহলে নতুন করে তৈরি করুন। এটি লুকানো অ্যাপের সেকশনে প্রবেশের জন্য কাজে দেবে।
৪. পাসকোড ও প্যাটার্ন সেট হলে আপনি যে অ্যাপটি লুকাতে চান সেটি নির্বাচন করার জন্য আপনি একটি প্রম্পট পাবেন। এতে অনুমতি দিন।
৫. যেসব অ্যাপ লুকাতে চান তা নির্বাচন করুন।
ভিভো ডিভাইসে অ্যাপ লুকাবেন যেভাবে
১. সেটিংস অ্যাপ চালু করুন।
২. ফেস ও পাসওয়ার্ড সেকশনে যান।
৩. প্রাইভেসি ও অ্যাপ এনক্রিপশন সেটিংসে ট্যাপ করুন।
৪. ‘হাইড অ্যাপ’ অপশন খুঁজে বের করুন ও পাসওয়ার্ডটি দিন।
৫. যে অ্যাপটি লুকাতে চান এতে ট্যাপ করুন।
৬. এরপর ‘ডান’ ও ‘এপ্লাই’ অপশনে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিস, নাইটিওয়ান মোবাইল
প্রায় সবার অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু অ্যাপ রয়েছে, যা আমরা লুকিয়ে রাখতে চাই। অ্যাপ লুকানোর বিভিন্ন কারণ থাকতে পারে। আর্থিক তথ্য লুকাতে ব্যাংকিং অ্যাপ বা ডেটিং অ্যাপের মতো ব্যক্তিগত অ্যাপ অনেকেই অন্যদের দেখাতে চান না। প্রায় বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ লুকানোর সুবিধা রয়েছে।
শাওমি, ওয়ানপ্লাস, রিয়েলমি, অপো, স্যামসাংয়ের মতো জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেমেই অ্যাপ লুকানোর ফিচার রয়েছে। এই ফিচার এক মিনিটের মধ্যেই চালু করে ব্যবহার করা যায়। তাই অ্যাপ লুকানোর জন্য এসব ডিভাইসে থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই।
স্যামসাং ফোনের অ্যাপ লুকাবেন যেভাবে
১.হোমস্ক্রিনের নিচ থেকে ওপরের দিকে সোয়াইপ করে অ্যাপ ড্রয়ার চালু করুন ও ওপরের ডান দিকে তিন ডট বাটনে ট্যাপ করুন।
২. সেখানে ‘হোম স্ক্রিন সেটিংস’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।
৩. এরপর ‘হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপ স্ক্রিন’ অপশন খুঁজে বের করুন।
৪. ফলে অ্যাপগুলোর একটি তালিকা দেখা যাবে। যে অ্যাপটি লুকাতে চান সে অ্যাপের আইকোনের ডানপাশে ট্যাপ করে তাতে টিক চিহ্ন দিন।
এরপর লুকানো অ্যাপ গুলো নির্বাচন হলে তালিকার ওপরের দিকে দেখা যাবে। আর অ্যাপগুলো আবার আনহাইড করতে বা যেন আবার হোম স্ক্রিনে দেখা যায় এ জন্য লুকানো অ্যাপগুলো ওপরের ‘–’ বাটনে ট্যাপ করুন।
শাওমি ও পোকো ফোনে অ্যাপ লুকাবেন যেভাবে
১.সেটিংস অ্যাপে প্রবেশ করুন। এরপর সার্চ বারে ‘Hidden apps’ টাইপ করুন ও ‘হিডেন অ্যাপস’ অপশনে ট্যাপ করুন।
২. অ্যাপ লুকানোর জন্য একটি তালিকা দেখানো হবে। যে অ্যাপটি লুকাতে চান সে অ্যাপের আইকোনের বামপাশে ট্যাপ করে টগল বাটনটি চালু করুন।
লুকানো অ্যাপ গুলো খুঁজে পেতে হোম স্ক্রিনে দুই আঙুলে গেসচার ব্যবহার করতে হবে।
ওয়ান প্লাস ফোনে অ্যাপ লুকাবেন যেভাবে
ওয়ান প্লাসে ‘হিডেন স্পেস’ নামে একটি ফিচার রয়েছে। যার মাধ্যমে অ্যাপগুলো লুকাতে পারেন।
১. সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. প্রাইভেসি অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. ‘হাইড অ্যাপস’ অপশন খুঁজে বের করুন।
৪. ফোনের পিন দিন বা নির্দেশনা অনুযায়ী নতুন একটি পিন তৈরি করুন।
৫. যে অ্যাপগুলো লুকাতে চান তার বাম পাশে থাকা টগল বাটনে ট্যাপ করুন।
রিয়েলমি ও অপো ডিভাইসে অ্যাপ লুকাবেন যেভাবে
১. সেটিংস অ্যাপ চালু করুন।
২. সিকিউরিটি সেকশনে যান ও অ্যাপ লক খুঁজে বের করুন।
৩. পাসকোড বা প্যাটার্ন দিন। আর যদি আগে থেকে তৈরি না থাকে তাহলে নতুন করে তৈরি করুন। এটি লুকানো অ্যাপের সেকশনে প্রবেশের জন্য কাজে দেবে।
৪. পাসকোড ও প্যাটার্ন সেট হলে আপনি যে অ্যাপটি লুকাতে চান সেটি নির্বাচন করার জন্য আপনি একটি প্রম্পট পাবেন। এতে অনুমতি দিন।
৫. যেসব অ্যাপ লুকাতে চান তা নির্বাচন করুন।
ভিভো ডিভাইসে অ্যাপ লুকাবেন যেভাবে
১. সেটিংস অ্যাপ চালু করুন।
২. ফেস ও পাসওয়ার্ড সেকশনে যান।
৩. প্রাইভেসি ও অ্যাপ এনক্রিপশন সেটিংসে ট্যাপ করুন।
৪. ‘হাইড অ্যাপ’ অপশন খুঁজে বের করুন ও পাসওয়ার্ডটি দিন।
৫. যে অ্যাপটি লুকাতে চান এতে ট্যাপ করুন।
৬. এরপর ‘ডান’ ও ‘এপ্লাই’ অপশনে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিস, নাইটিওয়ান মোবাইল
সোশ্যাল মিডিয়া জগতে নির্বিঘ্ন যোগাযোগ ও সংযোগের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে কিউআর কোড। আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে এই ফিচার গ্রহণ করেছে টিকটক। এই কিউআর কোডগুলো সরাসরি এবং সহজভাবে টিকটক প্রোফাইল ও কনটেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পথ করে দেয়।
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ড
১৮ ঘণ্টা আগেমানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভাষার ধাঁচ রপ্ত করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই বড় ভাষা মডেল (এলএলএম)-এর মতো কথা বলছে বলে দাবি করেন ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। গত সোমবার এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই কথা বলেন।
১৯ ঘণ্টা আগেনতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে অ্যাপল ৮টি পুরোনো ডিভাইস বিক্রি বন্ধের করবে। প্রতি বছরের মতো এবারও নতুন পণ্য আসার পর অ্যাপল তাদের স্টোর থেকে কিছু আইফোনে পুরোনো মডেল সরিয়ে নিচ্ছে। সেই সঙ্গে কয়েকটি অ্যাপল ওয়াচ ও এয়ারপডস মডেলের বিক্রিও বন্ধ করবে।
১৯ ঘণ্টা আগে