Ajker Patrika

স্মার্টফোন থেকে ডুপ্লিকেট নম্বর মুছে ফেলবেন যেভাবে

আপডেট : ০৭ জুন ২০২৪, ১১: ০১
স্মার্টফোন থেকে ডুপ্লিকেট নম্বর মুছে ফেলবেন যেভাবে

তাড়াহুড়োর সময় বা ভুলক্রমে একই নম্বর ফোনে একাধিকবার সেভ করা হয়। তাই প্রয়োজনের সময় কন্টাক্ট খুঁজে পাওয়া মুশকিল। তবে স্মার্টফোনের মার্জ টুলের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর কয়েক মিনিটের মধ্যেই নম্বরগুলো মার্জ হয়ে যায়। 

মার্জ টুল কি 
একই নম্বর বিভিন্ন নামে সেভ করা থাকলে যেকোনো একটি নামে নম্বরগুলো সেভ করে মার্জ টুল। এর ফলে আপনাকে আলাদা আলাদা করে নম্বর মুছে ফেলার প্রয়োজন নেই বা একটি একটি করে ডুপ্লিকেট নম্বর খুঁজতেও হবে না। তাই আপনার সময় ও শ্রম দুটিই বাঁচবে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই কন্টাক্ট মার্জ টুল ব্যবহার করা যাবে। 

অ্যান্ড্রয়েড ফোনে নম্বর মার্জ করবেন যেভাবে
 ১. অ্যান্ড্রয়েড ফোনে কন্টাক্ট অ্যাপ চালু করুন। 
২. ডান পাশের ওপরে প্রোফাইল আইকোন থেকে যে গুগল অ্যাকাউন্টের ডুপ্লিকেট নম্বরগুলো মার্জ করতে চান, সেটি নির্বাচন করুন। 
৩. এরপর আপনাকে ‘মার্জ ও ফিক্স’ অপশন খুঁজে পেতে হবে। তবে অ্যান্ড্রয়েডের একেক ডিভাইসে একেক জায়গায় থাকে এই অপশন। 

স্যামসাং ডিভাইসের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপের মধ্যে হ্যামবার্গার (তিনটি অনুভূমিক লাইন) আইকোনে ট্যাপ করুন। 
• এরপর ‘ম্যানেজ কনট্যাক্টসে’ প্রবেশ করুন। এরপর ‘মার্জ কন্টাক্ট’ খুঁজে বের করুন। 

মটোরোলা ডিভাইসের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপের মধ্যে হ্যামবার্গার (তিনটি অনুভূমিক লাইন) আইকোনে ট্যাপ করুন। 
• ‘সাজেশনস’ অপশন থেকে ‘মার্জ ডুপ্লিকেট’ অপশনটি খুঁজে বের করুন। 

হুয়াওয়ে ফোনের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপে যান এবং পেজটির নিচে কন্টাক্ট ট্যাবে যান। 
• ওপরের ডান পাশের ওপরে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন এবং সেটিংস অপশন নির্বাচন করুন। 
• ম্যানেজ কনট্যাক্টসের অপশনের নিচে ‘অর্গানাইজ কনট্যাক্টসে’ অপশনে ট্যাপ করুন। 
• মার্জ ডুপ্লিকেট কনট্যাক্টস অপশন খুঁজে বরে করুন। 

শাওমি ও ভোডাফোনের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপে প্রবেশ করুন। 
• নিচের দিকে ডানে ‘অর্গানাইজ’ অপশনে ট্যাপ করুন। পরের পেজে ‘মার্জ ও ফিক্স’ অপশন নির্বাচন করুন। 

 ৪. এভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘মার্জ’ টুলটি খুঁজে বের করে এতে ট্যাপ করুন। এরপর সবগুলো কন্টাক্ট একেবারে মার্জ করতে চাইলে ‘মার্জ অল’ অপশন নির্বাচন করুন। অথবা একটি একটি করে নির্বাচন করে নম্বরগুলো মার্জ করুন। 

আইফোনে ডুপ্লিকেট নম্বর মার্জ করবেন যেভাবে
আইফোনে ডুপ্লিকেট নম্বর মার্জ করার জন্য আপনার ফোনে আইওএস ১৬ অপারেটিং সিস্টেমের সমর্থন থাকতে হবে। 
১. কন্টাক্ট অ্যাপ চালু করুন। 
২. এরপর ‘অল কন্টাক্টস’অপশনে প্রবেশ করুন। 
৩. ডুপ্লিকেট নম্বর থাকলে ‘ভিউ ডুপ্লিকেট’ অপশন দেখা যাবে। 
৪. যে নম্বরটি মার্জ করতে চান, তাতে ট্যাপ করুন বা সবগুলো নম্বর মার্জ করার জন্য ‘মার্জ অল’ অপশনে ট্যাপ করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত