Ajker Patrika

আমাজন মিউজিকে এখন বিজ্ঞাপন ছাড়া শোনা যাবে ১ কোটি গান

আমাজন মিউজিকে এখন বিজ্ঞাপন ছাড়া শোনা যাবে ১ কোটি গান

বিজ্ঞাপনমুক্ত গানের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে জনপ্রিয় অনলাইন মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘আমাজন মিউজিক’। এতদিন প্রাইম মেম্বাররা বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই ২০ লাখ গান শুনতে পারতেন। এখন তা বেড়ে ১ কোটিতে দাঁড়াবে।

শুধু গানই নয়, প্রাইম মেম্বাররা বিজ্ঞাপনের ঝামেলা ছাড়া শুনতে পাবেন নতুন অনেক পডকাস্ট। এছাড়া সিএনএন, এনপিয়ার, ইএসপিএন এবং নিউ ইয়র্ক টাইমসের মতো বড় বড় মিডিয়া আউটলেটগুলোর শো আমাজন মিউজিকে শোনা যাবে।

এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, গান ও পডকাস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি আমাজন প্রাইম যুক্ত করেছে নতুন কিছু ফিচার। এগুলোর মাধ্যমে নতুন পডকাস্ট সহজেই খুঁজে পাবেন গ্রাহকেরা। এখন প্রাইমের মেম্বার সংখ্যা ২০ কোটির বেশি। আমাজন মিউজিকের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি ৮ ডলার ৯৯ সেন্ট। তবে গ্রাহকেরা চাইলে বছর হিসেবে ফি দিতে পারবেন। সে ক্ষেত্রে তাদের বছরে ৮৯ ডলার গুণতে হবে।

মিউজিক স্ট্রিমিং সার্ভিসে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম 'অ্যাপল মিউজিক’। অ্যাপলের এই স্ট্রিমিং সেবাদাতা গত মাসে জানায়, সাবস্ক্রাইবারদের জন্য এর ১০ কোটি গানের বড় ভাণ্ডার রয়েছে। কোম্পানিটির ভাষ্যমতে, প্রতিদিন প্রায় ২০ হাজার গান যুক্ত করা হচ্ছে তাদের ক্যাটালগে।

আইওএস এবং অ্যান্ড্রয়েড- দুই অপারেটিং সিস্টেমে অ্যাপল মিউজিক ইন্সটল করা যাবে। আরেক প্রতিদ্বন্দ্বী মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই দাবি করছে, তার ক্যাটালগে ৮ কোটির বেশি গান আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত