নওরোজ চৌধুরী
ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা তাদের সেমি ট্রাক উৎপাদন শুরু করতে যাচ্ছে। এক চার্জে ৫০০ মাইল যাত্রায় সক্ষম এই ট্রাক সবার আগে কোমল পানীয় তৈরি এবং বিপণনকরী প্রতিষ্ঠান পেপসিকে সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এক টুইট বার্তায় জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর পেপসিকে টেসলা ব্র্যান্ডের ইলেকট্রিক ট্রাক সরবরাহ করা হবে। পেপসি ছাড়াও ওয়ালমার্ট, ডিএইচএল, ফেডেক্স এবং ইউনাইটেড পার্সেলের মতো প্রতিষ্ঠানও টেসলার কাছ থেকে ইলেকট্রিক ট্রাক নেওয়ার অপেক্ষায় রয়েছে।
পাঁচ বছর আগে প্রথমবার ইলেকট্রিক ট্রাক তৈরির ঘোষণা দেয় টেসলা। ২০১৯ সালে ট্রাকটির একটি প্রোটো-টাইপ প্রথমবার জনসমক্ষেও এনেছিল প্রতিষ্ঠানটি। যন্ত্রপাতির সমস্যা এবং করোনার প্রভাবে সেই সময় সাপ্লাই চেইন ভেঙে পড়ায় উৎপাদন শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ডেলিভারির সময়সীমা প্রকাশ করল টেসলা। যদিও এই মুহূর্তে ঠিক কতগুলো সেমি ট্রাক বানাবে, সে বিষয়ে টেসলা কোনো তথ্য জানায়নি। জ্বালানি খরচের পাশাপাশি ফ্লিট থেকে সৃষ্ট বায়ুদূষণ কমানোর জন্য পেপসি ২০১৭ সালে ১০০টি ট্রাকের বুকিং দিয়েছিল। প্রতিটি ট্রাকের জন্য পেপসির বুকিং খরচ হয়েছিল ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ দশমিক ৮০ লাখ টাকার সমান।
টেসলা দুটি মডেলের ট্রাক তৈরি করবে বলে জানা গেছে। এর একটি মডেলের ট্রাক একবার চার্জে ৫০০ মাইল পথ অতিক্রম করতে পারবে। এই ট্রাকগুলোর প্রতিটির দাম পড়বে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। পাশাপাশি ১ লাখ ৫০ হাজার ডলারের আরেকটি মডেলের ট্রাক নির্মাণ করছে টেসলা। সেটি এক চার্জে ৩০০ মাইল পর্যন্ত যেতে পারবে।
টেসলার দাবি, তাদের ট্রাক প্রথম তিন বছরেই ২ লাখ ডলার মূল্যের ডিজেল সাশ্রয় করবে। ৮০ হাজার পাউন্ড ওজনের মালামাল নিয়ে মাত্র ২০ সেকেন্ডে শূন্য থেকে ৬০ মাইল প্রতি ঘণ্টার গতি তুলতে সক্ষম হবে এই ট্রাকগুলো। টেসলা জানায়, চারটি মোটর দিয়ে কম শক্তি খরচ করে এই গতি তুলতে সক্ষম হবে ইলেকট্রিক ট্রাকগুলো। তা ছাড়া মাত্র আধা ঘণ্টায় ব্যাটারির ৭০ শতাংশ চার্জ করতে সক্ষম ট্রাকগুলোতে আরও থাকবে রিমোট ডায়াগনস্টিক, ওভার দ্য এয়ার সফটওয়্যার আপডেট। টেলসার সেমি ট্রাকে কম পার্টস থাকার কারণে সার্ভিস সেন্টারে কম সময় দিয়ে রাস্তায় আরও বেশি সময় কাটাতে পারবেন চালকেরা বলে মনে করছেন প্রযুক্তিবিদেরা।
সূত্র: বিজনেস ইনসাইডার
ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা তাদের সেমি ট্রাক উৎপাদন শুরু করতে যাচ্ছে। এক চার্জে ৫০০ মাইল যাত্রায় সক্ষম এই ট্রাক সবার আগে কোমল পানীয় তৈরি এবং বিপণনকরী প্রতিষ্ঠান পেপসিকে সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এক টুইট বার্তায় জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর পেপসিকে টেসলা ব্র্যান্ডের ইলেকট্রিক ট্রাক সরবরাহ করা হবে। পেপসি ছাড়াও ওয়ালমার্ট, ডিএইচএল, ফেডেক্স এবং ইউনাইটেড পার্সেলের মতো প্রতিষ্ঠানও টেসলার কাছ থেকে ইলেকট্রিক ট্রাক নেওয়ার অপেক্ষায় রয়েছে।
পাঁচ বছর আগে প্রথমবার ইলেকট্রিক ট্রাক তৈরির ঘোষণা দেয় টেসলা। ২০১৯ সালে ট্রাকটির একটি প্রোটো-টাইপ প্রথমবার জনসমক্ষেও এনেছিল প্রতিষ্ঠানটি। যন্ত্রপাতির সমস্যা এবং করোনার প্রভাবে সেই সময় সাপ্লাই চেইন ভেঙে পড়ায় উৎপাদন শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ডেলিভারির সময়সীমা প্রকাশ করল টেসলা। যদিও এই মুহূর্তে ঠিক কতগুলো সেমি ট্রাক বানাবে, সে বিষয়ে টেসলা কোনো তথ্য জানায়নি। জ্বালানি খরচের পাশাপাশি ফ্লিট থেকে সৃষ্ট বায়ুদূষণ কমানোর জন্য পেপসি ২০১৭ সালে ১০০টি ট্রাকের বুকিং দিয়েছিল। প্রতিটি ট্রাকের জন্য পেপসির বুকিং খরচ হয়েছিল ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ দশমিক ৮০ লাখ টাকার সমান।
টেসলা দুটি মডেলের ট্রাক তৈরি করবে বলে জানা গেছে। এর একটি মডেলের ট্রাক একবার চার্জে ৫০০ মাইল পথ অতিক্রম করতে পারবে। এই ট্রাকগুলোর প্রতিটির দাম পড়বে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। পাশাপাশি ১ লাখ ৫০ হাজার ডলারের আরেকটি মডেলের ট্রাক নির্মাণ করছে টেসলা। সেটি এক চার্জে ৩০০ মাইল পর্যন্ত যেতে পারবে।
টেসলার দাবি, তাদের ট্রাক প্রথম তিন বছরেই ২ লাখ ডলার মূল্যের ডিজেল সাশ্রয় করবে। ৮০ হাজার পাউন্ড ওজনের মালামাল নিয়ে মাত্র ২০ সেকেন্ডে শূন্য থেকে ৬০ মাইল প্রতি ঘণ্টার গতি তুলতে সক্ষম হবে এই ট্রাকগুলো। টেসলা জানায়, চারটি মোটর দিয়ে কম শক্তি খরচ করে এই গতি তুলতে সক্ষম হবে ইলেকট্রিক ট্রাকগুলো। তা ছাড়া মাত্র আধা ঘণ্টায় ব্যাটারির ৭০ শতাংশ চার্জ করতে সক্ষম ট্রাকগুলোতে আরও থাকবে রিমোট ডায়াগনস্টিক, ওভার দ্য এয়ার সফটওয়্যার আপডেট। টেলসার সেমি ট্রাকে কম পার্টস থাকার কারণে সার্ভিস সেন্টারে কম সময় দিয়ে রাস্তায় আরও বেশি সময় কাটাতে পারবেন চালকেরা বলে মনে করছেন প্রযুক্তিবিদেরা।
সূত্র: বিজনেস ইনসাইডার
হোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
১ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৭ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগে