Ajker Patrika

বয়ফ্রেন্ডের ৫৬৯ মিলিয়ন পাউন্ড মূল্যের বিটকয়েন ভাগাড়ে ফেলে দিল গার্লফ্রেন্ড

অনলাইন ডেস্ক
২০০৯ সালে নিজে বিটকয়েন মাইন করেছিলেন জেমস হাউয়েলস। ছবি: ডেইলি মেইল
২০০৯ সালে নিজে বিটকয়েন মাইন করেছিলেন জেমস হাউয়েলস। ছবি: ডেইলি মেইল

ভুলক্রমে বয়ফ্রেন্ডের ৫৬৯ মিলিয়ন বা ৫৬ কোটি ৯০ লাখ পাউন্ডের মূল্যের বিটকয়েন ‘কী’ ভাগাড়ে ফেলে দিয়েছিলেন এক নারী। এখন বয়ফ্রেন্ড বিটকয়েনগুলো ফিরে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত টেনে নেওয়া হচ্ছে।

হাফিনা এডি-এভান্স তার প্রাক্তন বয়ফ্রেন্ড জেমস হাউয়েলসের হার্ড ড্রাইভ ওয়েলসের একটি ভাগাড়ে ফেলে দেন। তবে তিনি দাবি করেন যে, তার প্রাক্তন বয়ফ্রেন্ডের অনুরোধে এই কাজটি করেছিলেন।

জেমস হাউয়েলস বলেন, ২০০৯ সালে তিনি নিজে বিটকয়েন মাইন করেছিলেন এবং পরে তা ভুলে গিয়েছিলেন। তবে যখন তিনি জানতে পারেন যে, তার ৮ হাজার বিটকয়েন এখন প্রায় ৫৬৯ মিলিয়ন পাউন্ড মূল্যবান, তখন তিনি নিউপোর্ট কাউন্সিলের পরিচালিত ভাগাড়ে হার্ডড্রাইভটি খোঁজার অনুমতির জন্য লড়াই করছেন

হার্ড ড্রাইভে বিটকয়েনের ‘কী’ ছিল তা জানতেন না হাফিনা। একদিন জেমস তাকে কিছু পুরোনো জিনিস ভাগাড়ে ফেলে দিতে বলেন, যার মধ্যে হার্ড ড্রাইভও ছিল। হাফিনা বলেন, ‘আমি জানতাম না এতে কী ছিল, তবে আমি সাহায্য করতে গিয়ে এটি ফেলে দিয়েছিলাম। এটি আমার দোষ ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমি চাই তিনি এটি খুঁজে পান, তবে আমি তার টাকা চাই না। যদি সে এটি খুঁজে পায়, তবে অন্তত তিনি আমার কাছে এটি নিয়ে আর কথা বলবেন না!’

বিটকয়েনের ‘কী’ উদ্ধার করতে নিউপোর্ট কাউন্সিলকে আদালতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হাউয়েলস। তিনি ওই ভাগাড়ে খুঁজে বের করার অধিকার দাবি করছেন। সেখানেই তার হারিয়ে যাওয়া হার্ড ড্রাইভটি ভুলক্রমে ফেলে দেওয়া হয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তার হারানো বিটকয়েন খুঁজে পেলে তিনি স্থানীয় এলাকায় ১০ শতাংশ অর্থ দান করারও প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, তার সাবেক সঙ্গী তার অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিয়েছিলেন, যার মধ্যে ছিল একটি কম্পিউটার যন্ত্রাংশ। একেকটি গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড ছিল।

হাউয়েলস ১০ সপ্তাহ বিটকয়েন মাইন করে ৮ হাজার বিটকয়েন পেয়েছিলেন। তখন তিনি এর মূল্য জানতেন না এবং তার সঙ্গীর অভিযোগের কারণে মাইনিং বন্ধ করতে হয়েছিল। তিনি তার ল্যাপটপটি বেডরুমে রেখেছিলেন এবং এর ফ্যানের শব্দ তার সঙ্গীর ঘুমের ব্যাঘাত ঘটাত।

তারপর একদিন হাউয়েলস লেবুর শরবতের গ্লাস তার ল্যাপটপে ফেলে দেন এবং ল্যাপটপটি নষ্ট হয়ে যায়। তিনি ল্যাপটপের যন্ত্রাংশ বিক্রি করেন এবং হার্ড ড্রাইভটি রেখে দেন, যেখানে তার সমস্ত ছবি ও মিউজিক ছিল। তবে বিটকয়েনের পাসওয়ার্ড সংবলিত ছোট ফাইলটি তিনি অ্যাপল কম্পিউটারে কপি করতে পারেননি, কারণ এটি অ্যাপলের অপারেটিং সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। পরে তিনি হার্ড ড্রাইভটি এক জায়গায় রেখে দেন এবং পরবর্তী তিন বছর ধরে এর কথা ভুলে যান, কারণ তখন তিনি কাজ ও পারিবারিক জীবনে ব্যস্ত ছিলেন।

বর্তমানে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে ৮০ হাজার ডলারে এ পৌঁছেছে। এর ফলে হাউয়েলসের হারানো বিটকয়েনের মূল্য এখন প্রায় ৫৬৯ মিলিয়ন পাউন্ড।

জেমস হাউয়েলসের দাবি, হার্ড ড্রাইভটি ফেলে দেওয়ার পর এটি ৩ বছরের জন্য উপেক্ষিত ছিল। তবে এখন তিনি বিশ্বাস করেন যে, এটি এখন একটি বিপুল দান হতে পারে। তিনি নিউপোর্ট কাউন্সিলের অনুমতি চেয়ে আদালতে মামলা করেছেন, যাতে তিনি ভাগাড়টি খুঁজে বের করতে পারেন এবং তার হারানো সম্পদ পুনরুদ্ধার করতে পারেন।

হাফিনা বলেন, ‘আমি চাই তিনি এটি খুঁজে পান, কিন্তু আমার কোনো অর্থের সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি তার টাকা চাই না। তিনি আমার দুই ছেলের বাবা, তবে আমি এক পেনিও তার কাছ থেকে চাই না।’

তথ্যসূত্র: ডেইলি মেইল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত