অ্যান্ড্রয়েড ফোনের জন্য ভূমিকম্প সতর্কতাসহ ৫টি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। এটি স্মার্টফোন, ট্যাবলেট এবং ওয়্যারওএস অপারেটিং সিস্টেম সমর্থিত ঘড়ি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফিচারগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।
যারা অ্যাক্সেসিবিলিটি টুলস ব্যবহারে অভ্যস্ত, নতুন মিউজিক সম্পর্কে জানতে আগ্রহী থাকেন অথবা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে চান, তাদের জীবনকে আরও সহজ করে তুলবে গুগলের আপডেটগুলো। ফিচারগুলো সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হলো—
কম দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের জন্য টকব্যাক ফিচার
যারা অন্ধ বা কম দৃষ্টিশক্তির অধিকারী, তাদের জন্য ডিজিটাল কনটেন্ট পরিচালনা করা চ্যালেঞ্জিং হতে পারে। তবে গুগলের নতুন ফিচার এই সমস্যা সমাধান করবে। গুগলের টকব্যাক একটি অ্যাক্সেসিবিলিটি টুল যা স্ক্রিন থাকা টেক্সট উচ্চ স্বরে পড়ে শোনায়। নতুন আপডেটের মাধ্যমে অ্যাপটি গুগলের উন্নত এআই মডেল জেমিনির সমর্থন পাবে। নতুন ফিচারটির মাধ্যমে টকব্যাক অ্যাপ আরও বিস্তারিতভাবে ছবিগুলোর বর্ণনা দিতে পারবে।
কল্পনা করুন, ফোনে কোনো ছবি স্ক্রল করছেন, অনলাইন শপিং সাইট ব্রাউজ করছেন, অথবা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখছেন—টকব্যাক এখন সেই ছবিগুলোর বিষয়ে আরও পরিষ্কারভাবে জানাতে পারবে। উদাহরণস্বরূপ, ছবিতে থাকা মানুষকে ‘একজন মানুষ’ বলার পরিবর্তে মানুষের পোশাক, তাদের চারপাশের পরিবেশ, অথবা তাদের ক্রিয়াকলাপ ফিচারটি বর্ণনা করতে পারবে। এই ফিচার ডিজিটাল কনটেন্টকে তথ্যপূর্ণ করে তোলে, যা দৃষ্টিশক্তি প্রতিবন্ধী ব্যবহারকারীদের ছবিগুলো আরও সম্পূর্ণভাবে বোঝার সুযোগ দেয়। জেমিনি সমর্থিত ডিভাইসগুলোতে এই ফিচার পাওয়া যাবে।
মিউজিক খুঁজে পেতে সার্কেল টু সার্চ ফিচার
গুগলের নতুন ‘সার্কেল টু সার্চ’ ফিচার মিউজিক খুঁজে পাওয়ার বিষয়টি সহজ করে দেবে। অ্যাপ পরিবর্তন করে বা আলাদা কোনো মিউজিক রিকগনিশন টুল ব্যবহার না করেই এখন অ্যান্ড্রয়েড ডিভাইসে হোম বাটন বা নেভিগেশন বারে দীর্ঘ চাপ দিয়েই পছন্দের গান খুঁজে পেতে পারবেন। এর মাধ্যমে সার্কেল টু সার্চ ফিচার সক্রিয় হবে, যা চারপাশে বাজানো গানটি সঙ্গে সঙ্গেই শনাক্ত করবে। এটি গানটির শিরোনাম ও শিল্পীর নাম জানানোর পাশাপাশি, গানটির ইউটিউব ভিডিও দেখার অপশনও দেবে। ব্যবহারকারীর মূল্যবান সময় বাঁচাবে ফিচারটি।
ওয়েব পেজগুলোর টেক্সটও শোনা যাবে উচ্চ স্বরে শোনার সুবিধা
ক্রোম ব্রাউজারের জন্য একটি নতুন ফিচার যোগ করবে গুগল। এটি ওয়েব পেজগুলোর টেক্সট ব্যবহারকারীদের উচ্চ স্বরে পড়ে শোনাবে। খবর, রেসিপি বা ব্লগের মতো টেক্সট কনটেন্ট এখন এই ফিচারের মাধ্যমে স্মার্টফোনের মাধ্যমে পড়ে শোনাবে। পছন্দ অনুযায়ী ফিচারটির ভয়েস, গতি, এবং ভাষাও কাস্টমাইজ করতে পারবেন। একই সঙ্গে একাধিক কাজ করার সময় ফিচারটি বিশেষভাবে কার্যকরী। যেমন: রান্নার সময় রেসিপি শোনা।
ফিচারটির নাম ‘লিসেন টু দিস পেজ’। এটি ওয়েবপেজের ডানদিকে থাকা তিন ডট মেনু থেকে পাওয়া যাবে। ফিচারটি সক্রিয় হলে স্ক্রিনের নিচে একটি প্লেয়ার দেখা যাবে। এই প্লেয়ারের মাধ্যমে অডিওটি থামাতে বা চালু করতে পারবেন এবং ১০ সেকেন্ড এগিয়ে বা পেছাতে পারবে। এ ছাড়া এর মাধ্যমে টেক্সট হাইলাইট করা যাবে।
গুগলের ভূমিকম্প সতর্কতা সিস্টেম
ভূমিকম্প একটি ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়। তবে গুগলের ভূমিকম্প সতর্কতা সিস্টেম কম্পন শুরু হওয়ার আগে সতর্ক করতে সাহায্য করবে। রিয়েল টাইম বা সঙ্গে সঙ্গে ভূমিকম্প শনাক্ত করতে এই সিস্টেম লাখ লাখ অ্যান্ড্রয়েড ডিভাইসের ডেটা ব্যবহার করে। তবে ফিচারটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ছয়টি অঞ্চলের সতর্কতা দেবে।
কোনো এরাকায় ভূমিকম্প শনাক্ত করে ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইসে কিছু সেকেন্ড আগে একটি সতর্কবার্তা পাঠাবে। নিরাপদ স্থানে যেতে এই কয়েক সেকেন্ড গুরুত্বপূর্ণ হতে পারে। ভূমিকম্পের পর সতর্কবার্তাটি পরবর্তী পদক্ষেপ সম্পর্কে টিপসও জানাবে।
ঘড়ি থেকেও গুগল ম্যাপস দেখা যাবে
নতুন শহরের অলিগলির চিনতে সাহায্য করবে গুগল। কারণ ওয়্যারওএস সমর্থিত ঘড়িতে গুগল ম্যাপস পাওয়া যাবে। এটি অফলাইনেও ব্যবহার করা যাবে। তাই ব্যাগ বা পকেট থেকে বারবার ফোন বের করাও প্রয়োজন নেই। এই নতুন ফিচারটির মাধ্যমে ফোনে একটি ম্যাপ ডাউনলোড করা হলে স্মার্টওয়াচ থেকেও সেই ম্যাপ দেখা যাবে। এমনকি ফোনটি আপনার সঙ্গে না থাকলেও ম্যাপটি দেখা যাবে। কোনো জায়গায় ঘুরতে গেলে ইন্টারনেট কানেকশন বা ফোন না থাকলেও রাস্তা চিনে হোটেলে সহজে ফিরে যাওয়া যাবে।
এ ছাড়া ওয়্যারওএসের গুগল ম্যাপসে দুটি নতুন শর্টকাট যোগ করা হয়েছে। এর মধ্যে একটি কণ্ঠস্বর ব্যবহার করে গন্তব্য খোঁজার সুবিধা দেয় এবং আরেকটির মাধ্যমে শুধুমাত্র ঘড়ির স্ক্রিনে ট্যাপ করে নিজের অবস্থান দেখা যাবে।
ফিচারগুলো যেসব ডিভাইসে পাওয়া যাবে
ফিচারগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের চালু হবে। তবে কোনো কোনো ফোনে ফিচারগুলো পাওয়া যাবে তা স্মার্টফোনের মডেল ও অবস্থানের ওপর নির্ভর করবে। উদাহরণস্বরূপ, জেমিনি সমর্থিত টকব্যাক অ্যাপের ছবি বর্ণনা করার ফিচারটি শুধুমাত্র সেই ডিভাইসে পাওয়া হবে যা এই প্রযুক্তি সমর্থন করে। আর ভূমিকম্প সতর্কতা সিস্টেম শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যাবে। তবে সার্কেল টু সার্চ এবং ক্রোমে ওয়েব পেজ শোনার সক্ষমতা মতো অন্যান্য ফিচারগুলো বেশির ভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: সিনেট ও ইন্ডিয়া টুডে
অ্যান্ড্রয়েড ফোনের জন্য ভূমিকম্প সতর্কতাসহ ৫টি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। এটি স্মার্টফোন, ট্যাবলেট এবং ওয়্যারওএস অপারেটিং সিস্টেম সমর্থিত ঘড়ি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফিচারগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।
যারা অ্যাক্সেসিবিলিটি টুলস ব্যবহারে অভ্যস্ত, নতুন মিউজিক সম্পর্কে জানতে আগ্রহী থাকেন অথবা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে চান, তাদের জীবনকে আরও সহজ করে তুলবে গুগলের আপডেটগুলো। ফিচারগুলো সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হলো—
কম দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের জন্য টকব্যাক ফিচার
যারা অন্ধ বা কম দৃষ্টিশক্তির অধিকারী, তাদের জন্য ডিজিটাল কনটেন্ট পরিচালনা করা চ্যালেঞ্জিং হতে পারে। তবে গুগলের নতুন ফিচার এই সমস্যা সমাধান করবে। গুগলের টকব্যাক একটি অ্যাক্সেসিবিলিটি টুল যা স্ক্রিন থাকা টেক্সট উচ্চ স্বরে পড়ে শোনায়। নতুন আপডেটের মাধ্যমে অ্যাপটি গুগলের উন্নত এআই মডেল জেমিনির সমর্থন পাবে। নতুন ফিচারটির মাধ্যমে টকব্যাক অ্যাপ আরও বিস্তারিতভাবে ছবিগুলোর বর্ণনা দিতে পারবে।
কল্পনা করুন, ফোনে কোনো ছবি স্ক্রল করছেন, অনলাইন শপিং সাইট ব্রাউজ করছেন, অথবা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখছেন—টকব্যাক এখন সেই ছবিগুলোর বিষয়ে আরও পরিষ্কারভাবে জানাতে পারবে। উদাহরণস্বরূপ, ছবিতে থাকা মানুষকে ‘একজন মানুষ’ বলার পরিবর্তে মানুষের পোশাক, তাদের চারপাশের পরিবেশ, অথবা তাদের ক্রিয়াকলাপ ফিচারটি বর্ণনা করতে পারবে। এই ফিচার ডিজিটাল কনটেন্টকে তথ্যপূর্ণ করে তোলে, যা দৃষ্টিশক্তি প্রতিবন্ধী ব্যবহারকারীদের ছবিগুলো আরও সম্পূর্ণভাবে বোঝার সুযোগ দেয়। জেমিনি সমর্থিত ডিভাইসগুলোতে এই ফিচার পাওয়া যাবে।
মিউজিক খুঁজে পেতে সার্কেল টু সার্চ ফিচার
গুগলের নতুন ‘সার্কেল টু সার্চ’ ফিচার মিউজিক খুঁজে পাওয়ার বিষয়টি সহজ করে দেবে। অ্যাপ পরিবর্তন করে বা আলাদা কোনো মিউজিক রিকগনিশন টুল ব্যবহার না করেই এখন অ্যান্ড্রয়েড ডিভাইসে হোম বাটন বা নেভিগেশন বারে দীর্ঘ চাপ দিয়েই পছন্দের গান খুঁজে পেতে পারবেন। এর মাধ্যমে সার্কেল টু সার্চ ফিচার সক্রিয় হবে, যা চারপাশে বাজানো গানটি সঙ্গে সঙ্গেই শনাক্ত করবে। এটি গানটির শিরোনাম ও শিল্পীর নাম জানানোর পাশাপাশি, গানটির ইউটিউব ভিডিও দেখার অপশনও দেবে। ব্যবহারকারীর মূল্যবান সময় বাঁচাবে ফিচারটি।
ওয়েব পেজগুলোর টেক্সটও শোনা যাবে উচ্চ স্বরে শোনার সুবিধা
ক্রোম ব্রাউজারের জন্য একটি নতুন ফিচার যোগ করবে গুগল। এটি ওয়েব পেজগুলোর টেক্সট ব্যবহারকারীদের উচ্চ স্বরে পড়ে শোনাবে। খবর, রেসিপি বা ব্লগের মতো টেক্সট কনটেন্ট এখন এই ফিচারের মাধ্যমে স্মার্টফোনের মাধ্যমে পড়ে শোনাবে। পছন্দ অনুযায়ী ফিচারটির ভয়েস, গতি, এবং ভাষাও কাস্টমাইজ করতে পারবেন। একই সঙ্গে একাধিক কাজ করার সময় ফিচারটি বিশেষভাবে কার্যকরী। যেমন: রান্নার সময় রেসিপি শোনা।
ফিচারটির নাম ‘লিসেন টু দিস পেজ’। এটি ওয়েবপেজের ডানদিকে থাকা তিন ডট মেনু থেকে পাওয়া যাবে। ফিচারটি সক্রিয় হলে স্ক্রিনের নিচে একটি প্লেয়ার দেখা যাবে। এই প্লেয়ারের মাধ্যমে অডিওটি থামাতে বা চালু করতে পারবেন এবং ১০ সেকেন্ড এগিয়ে বা পেছাতে পারবে। এ ছাড়া এর মাধ্যমে টেক্সট হাইলাইট করা যাবে।
গুগলের ভূমিকম্প সতর্কতা সিস্টেম
ভূমিকম্প একটি ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়। তবে গুগলের ভূমিকম্প সতর্কতা সিস্টেম কম্পন শুরু হওয়ার আগে সতর্ক করতে সাহায্য করবে। রিয়েল টাইম বা সঙ্গে সঙ্গে ভূমিকম্প শনাক্ত করতে এই সিস্টেম লাখ লাখ অ্যান্ড্রয়েড ডিভাইসের ডেটা ব্যবহার করে। তবে ফিচারটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ছয়টি অঞ্চলের সতর্কতা দেবে।
কোনো এরাকায় ভূমিকম্প শনাক্ত করে ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইসে কিছু সেকেন্ড আগে একটি সতর্কবার্তা পাঠাবে। নিরাপদ স্থানে যেতে এই কয়েক সেকেন্ড গুরুত্বপূর্ণ হতে পারে। ভূমিকম্পের পর সতর্কবার্তাটি পরবর্তী পদক্ষেপ সম্পর্কে টিপসও জানাবে।
ঘড়ি থেকেও গুগল ম্যাপস দেখা যাবে
নতুন শহরের অলিগলির চিনতে সাহায্য করবে গুগল। কারণ ওয়্যারওএস সমর্থিত ঘড়িতে গুগল ম্যাপস পাওয়া যাবে। এটি অফলাইনেও ব্যবহার করা যাবে। তাই ব্যাগ বা পকেট থেকে বারবার ফোন বের করাও প্রয়োজন নেই। এই নতুন ফিচারটির মাধ্যমে ফোনে একটি ম্যাপ ডাউনলোড করা হলে স্মার্টওয়াচ থেকেও সেই ম্যাপ দেখা যাবে। এমনকি ফোনটি আপনার সঙ্গে না থাকলেও ম্যাপটি দেখা যাবে। কোনো জায়গায় ঘুরতে গেলে ইন্টারনেট কানেকশন বা ফোন না থাকলেও রাস্তা চিনে হোটেলে সহজে ফিরে যাওয়া যাবে।
এ ছাড়া ওয়্যারওএসের গুগল ম্যাপসে দুটি নতুন শর্টকাট যোগ করা হয়েছে। এর মধ্যে একটি কণ্ঠস্বর ব্যবহার করে গন্তব্য খোঁজার সুবিধা দেয় এবং আরেকটির মাধ্যমে শুধুমাত্র ঘড়ির স্ক্রিনে ট্যাপ করে নিজের অবস্থান দেখা যাবে।
ফিচারগুলো যেসব ডিভাইসে পাওয়া যাবে
ফিচারগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের চালু হবে। তবে কোনো কোনো ফোনে ফিচারগুলো পাওয়া যাবে তা স্মার্টফোনের মডেল ও অবস্থানের ওপর নির্ভর করবে। উদাহরণস্বরূপ, জেমিনি সমর্থিত টকব্যাক অ্যাপের ছবি বর্ণনা করার ফিচারটি শুধুমাত্র সেই ডিভাইসে পাওয়া হবে যা এই প্রযুক্তি সমর্থন করে। আর ভূমিকম্প সতর্কতা সিস্টেম শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যাবে। তবে সার্কেল টু সার্চ এবং ক্রোমে ওয়েব পেজ শোনার সক্ষমতা মতো অন্যান্য ফিচারগুলো বেশির ভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: সিনেট ও ইন্ডিয়া টুডে
অস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
৩ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা চলতি বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দেবে। নতুন আইনকে ‘অকার্যকরযোগ্য’ দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
৩ ঘণ্টা আগেনতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কম্পিউটিং সিস্টেম উন্মোচন করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। এই প্রযুক্তিটি মার্কিন চিপনির্মাতা এনভিডিয়ার সবচেয়ে উন্নত সিস্টেমকেও টেক্কা দিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৫ ঘণ্টা আগে