বড় কনটেন্ট প্রকাশ ও শেয়ারের সুবিধা দিতে ‘আর্টিকেল’ ফিচার নিয়ে এল মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এই ফিচারের মাধ্যমে বড় দৈর্ঘ্যের নিবন্ধ বা আর্টিকেল লেখা যাবে। তবে ফিচারটি সবাই ব্যবহার করতে পারবে না। শুধু এক্স প্রিমিয়াম প্লাসের ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।
এক পোস্টে এক্স বলে, এক্সের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা ও ভ্যারিফাই করা প্রতিষ্ঠানগুলো আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে ফলোয়ারদের জন্য বড় দৈর্ঘ্যের কনটেন্ট লেখা যাবে ও শেয়ার করা যাবে। আর্টিকেল কম্পোজার ফিচারটি এক্সের ওয়েব সংস্করণের সাইডবারে পাওয়া যাবে। ব্যবহারকারীরা সাইডবার থেকে আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া টেক্সট ফরম্যাট করার জন্য ইটালিক, বোল্ড, বুলেট পয়েন্ট, নম্বর লিস্টের মতো বিভিন্ন অপশনও যুক্ত করেছে এক্স। এ ছাড়া আর্টকেলগুলোয় ছবি, ভিডিও ও অন্য এক্স পোস্টও যুক্ত করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেটের মতে, ১ লাখ ক্যারেক্টার বা ১৫ হাজার শব্দের মধ্যে আর্টিকেলগুলো লেখা যাবে।
অন্যান্য পোস্টের মতো আর্টিকেলগুলো ব্যবহারকারীর প্রোফাইলের নতুন আর্টিকেল ট্যাবে দেখা যাবে এবং ফলোয়াররা তাঁদের টাইমলাইনে এগুলো দেখতে পারবেন।
অন্যান্য আইকোন ও লে-আউটের জন্য আর্টিকেলগুলো এক্সের অন্যান্য পোস্ট থেকে আলাদা করা যাবে।
আর্টিকেল পোস্ট করার পর ব্যবহারকারীরা এগুলো ডিলিট বা এডিট করতে পারবে। এডিট করার জন্য নির্দিষ্ট আর্টিকেল কম্পোজার টাইমলাইন থেকে খুঁজে বের করতে হবে। এরপর আর্টিকেলের ওপরে তিন ডট মেনুতে ক্লিক করতে হবে। ফলে একটি ছোট মেনু দেখা যাবে। মেনু থেকে একটি এডিট বাটনটি ক্লিক করে আর্টকেলটি এডিট করা যাবে। এডিট করা শেষ হলে পুনরায় আর্টিকেলটি পোস্ট করতে পারবেন।
কোনো আর্টিকেল ডিলিট করার জন্য সেই তিন ডটের মেনু থেকে ডিলিট অপশন নির্বাচন করতে হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বড় কনটেন্ট প্রকাশ ও শেয়ারের সুবিধা দিতে ‘আর্টিকেল’ ফিচার নিয়ে এল মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এই ফিচারের মাধ্যমে বড় দৈর্ঘ্যের নিবন্ধ বা আর্টিকেল লেখা যাবে। তবে ফিচারটি সবাই ব্যবহার করতে পারবে না। শুধু এক্স প্রিমিয়াম প্লাসের ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।
এক পোস্টে এক্স বলে, এক্সের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা ও ভ্যারিফাই করা প্রতিষ্ঠানগুলো আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে ফলোয়ারদের জন্য বড় দৈর্ঘ্যের কনটেন্ট লেখা যাবে ও শেয়ার করা যাবে। আর্টিকেল কম্পোজার ফিচারটি এক্সের ওয়েব সংস্করণের সাইডবারে পাওয়া যাবে। ব্যবহারকারীরা সাইডবার থেকে আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া টেক্সট ফরম্যাট করার জন্য ইটালিক, বোল্ড, বুলেট পয়েন্ট, নম্বর লিস্টের মতো বিভিন্ন অপশনও যুক্ত করেছে এক্স। এ ছাড়া আর্টকেলগুলোয় ছবি, ভিডিও ও অন্য এক্স পোস্টও যুক্ত করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেটের মতে, ১ লাখ ক্যারেক্টার বা ১৫ হাজার শব্দের মধ্যে আর্টিকেলগুলো লেখা যাবে।
অন্যান্য পোস্টের মতো আর্টিকেলগুলো ব্যবহারকারীর প্রোফাইলের নতুন আর্টিকেল ট্যাবে দেখা যাবে এবং ফলোয়াররা তাঁদের টাইমলাইনে এগুলো দেখতে পারবেন।
অন্যান্য আইকোন ও লে-আউটের জন্য আর্টিকেলগুলো এক্সের অন্যান্য পোস্ট থেকে আলাদা করা যাবে।
আর্টিকেল পোস্ট করার পর ব্যবহারকারীরা এগুলো ডিলিট বা এডিট করতে পারবে। এডিট করার জন্য নির্দিষ্ট আর্টিকেল কম্পোজার টাইমলাইন থেকে খুঁজে বের করতে হবে। এরপর আর্টিকেলের ওপরে তিন ডট মেনুতে ক্লিক করতে হবে। ফলে একটি ছোট মেনু দেখা যাবে। মেনু থেকে একটি এডিট বাটনটি ক্লিক করে আর্টকেলটি এডিট করা যাবে। এডিট করা শেষ হলে পুনরায় আর্টিকেলটি পোস্ট করতে পারবেন।
কোনো আর্টিকেল ডিলিট করার জন্য সেই তিন ডটের মেনু থেকে ডিলিট অপশন নির্বাচন করতে হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে