Ajker Patrika

গুগল মিটের ভিডিও ফুল এইচডিতে দেখা যাবে 

প্রযুক্তি ডেস্ক
গুগল মিটের ভিডিও ফুল এইচডিতে দেখা যাবে 

ব্যক্তিগত বা অফিসের কাজে বর্তমানে ভিডিও কলিংয়ের প্রয়োজনীয়তা বাড়ছে। অফিসের ভিডিও কলে প্রেজেন্টেশনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে। এ ক্ষেত্রে ভিডিওর মান খুব বেশি ভালো না হলে অসুবিধার মুখে পড়তে হয় ব্যবহারকারীদের। এই সমস্যা সমাধানে ফুল এইচডি মানের ভিডিও দেখার সুবিধা চালু করেছে গুগলের ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার— গুগল মিট।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, এখন থেকে ভিডিও কলের রেজ্যুলেশন ১০৮০পি ফরম্যাট নির্বাচন করা যাবে। ফলে ব্যবহারকারীরা ফুল এইচডি মানের ভিডিও কলিংয়ের সুবিধা পাবেন। এতে করে গুরুত্বপূর্ণ মিটিংয়ের ছবি বা প্রেজেন্টেশন আরও স্পষ্ট দেখা যাবে। আপাতত শুধু কম্পিউটারে ফুল এইচডি মানের ভিডিও দেখা যাবে। নতুন এ সুবিধা শুধু গুগল ওয়ানের নিবন্ধিত ব্যবহারকারীরা পাবেন।

এদিকে, মিটিংয়ে গুগল স্লাইডসের মাধ্যমে তৈরি স্লাইডগুলো যৌথভাবে উপস্থাপনের সুবিধা নিয়ে এসেছে ‘গুগল মিট’। ফলে একের অধিক ব্যবহারকারী স্লাইড উপস্থাপন করতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা চালুর ফলে মিটিংয়ের সময় একই স্লাইডের তথ্য আলাদাভাবে একাধিক ব্যক্তি উপস্থাপন করতে পারবেন। ফলে যে ব্যক্তি যে বিষয়ে দক্ষ, তিনি আলাদা করে সেই অংশ উপস্থাপনের সুযোগ পাবেন। এরই মধ্যে নির্দিষ্ট সংখ্যক কম্পিউটার ব্যবহারকারীর জন্য এই সুবিধা চালু করেছে গুগল মিট। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এ সুবিধা চালু করা হবে।

সম্প্রতি, মিটিংয়ের কথোপকথন সরাসরি অনুবাদের সুবিধা নিয়ে আসে গুগল মিট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদন অনুযায়ী, এত দিন শুধু অনলাইন মিটিংয়ের কথোপকথনের ক্যাপশন ও সারসংক্ষেপ পাওয়া যেত গুগল মিটে। তবে এবার কথোপকথন সরাসরি অনুবাদের সুবিধা এনেছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মটি। এ সুবিধা পেতে গুগল মিটে ভিডিও ধারণের আগেই অনুবাদের ভাষা নির্বাচন করে দিতে হবে।

এর আগে, গুগল মিটে যুক্ত করা হয় নতুন দুটি ফিচার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী গুগল জানায়, ব্যবহারকারীরা গুগল মিটে খুব সহজে যেকোনো ফাইল অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন, যা মিটিংয়ে অংশ নেওয়া সবাই দেখতে পারবেন। এর জন্য ব্যবহারকারীকে একটি অস্থায়ী মেনু ব্যবহার করতে হবে। ব্যবহারকারী যখন কোনো ফাইল শেয়ার করবেন, তখন ফাইলটির একটি লিংক স্বয়ংক্রিয়ভাবে মিটিংয়ের চ্যাট অপশনে চলে যাবে। লিংকটির মাধ্যমে ফাইলটি দেখার সুযোগ পাবেন মিটিংয়ে অংশগ্রহণকারীরা।

দ্বিতীয় সুবিধাটি হচ্ছে, ব্যবহারকারীরা গুগল মিটে সহজে গুগল ক্যালেন্ডারের সুবিধা ব্যবহার করতে পারবেন। যখন কোনো ব্যবহারকারী মিটিংয়ের চ্যাট বক্সে কোনো ফাইলের লিংক দেবেন, তখন ফাইলটি দেখার একটি অস্থায়ী উইন্ডো উপস্থিত সবার সামনে আসবে। এরপর মিটিংয়ে অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী গুগল ক্যালেন্ডারের মাধ্যমে লিংকে যাওয়ার সময় ঠিক করতে পারবেন। এ ছাড়া, ফাইলটি ক্যালেন্ডারের সূচিতে সংযুক্ত করার সুবিধাও পাবেন। গুগল জানিয়েছে, এই ফিচারের ফলে ব্যবহারকারীকে ফাইল শেয়ারের নতুন আরেকটি উইন্ডো খুলে অনুমতি নিতে হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত