ব্যক্তিগত বা অফিসের কাজে অনেক সময় ফোনের কথোপকথন রেকর্ড করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ফোন কলেই সাক্ষাৎকার নেন অনেকেই। এসব ক্ষেত্রে ফোনকলটি রেকর্ড থাকলে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। অ্যান্ড্রয়েড ফোনে সহজে ফোনকল রেকর্ড করে রাখা যায়।
বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনেই ফোনকল রেকর্ড করার সুবিধা রয়েছে। স্যামসাং, শাওমি, রেডমি, পোকো, অপো, ওয়ানপ্লাস, রিয়েলমি ও ভিভোর মতো জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে কল রেকর্ড করবেন তা তুলে ধরা হলো।
গুগল ডায়ালার যুক্ত অ্যান্ড্রয়েড ফোনে কল রেকর্ড করবেন যেভাবে
বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনে ২০২১ সাল থেকে গুগল ডায়ালার যুক্ত রয়েছে। এটি আপনার ফোনে ডিফল্ট ডায়ালার হলে নিচের ধাপগুলো অনুসরণ করে ফোন কল রেকর্ড করতে পারেন—
১. ফোনে আলাপ চলাকালীন সময় ‘মোর’ (তিন ডট আইকোন) বাটনে ট্যাপ করুন।
২. এরপর রেকর্ড বাটনে ট্যাপ করুন।
৩. পপ আপ মেনু চালু হলে এর ‘স্টার্ট রেকর্ডিং’ বাটনে ট্যাপ করুন।
এরপর ফোন কল রেকর্ড শুরু হবে।
তবে ফোন রেকর্ড করার সময় নিরাপত্তার স্বার্থে ‘ফোন কলটি রেকর্ড করা হচ্ছে’–এমন একটি অডিও দুই প্রান্তেই শোনা যাবে।
স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ডের ফিচার চালু করবেন যেভাবে
আপনি যদি চান যে ফোন ধরার বা কল দেওয়ার সঙ্গে ফোন কল রেকর্ডিং শুরু করুক, তাহলে গুগল ডায়ালারে ‘অটোমেটিক কল রেকর্ডিং’ ফিচার চালু করতে পারেন। ফিচারটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল ডায়ালার চালু করুন ও ওপরের দিকে ডান পাশে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করুন।
২. সেটিংস অপশনে ট্যাপ করুন। এর ‘কল রেকর্ডিং’ অপশনে ট্যাপ করুন।
৩. ‘Automatically record unknown numbers’ এর পাশে টগল বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোন নম্বর সেভ না থাকলেও কল রেকর্ডিং চালু হবে।
৪. শুধু নির্দিষ্ট নম্বরের কল রেকর্ড করতে চাইলে ‘Automatically record these numbers’ অপশনে ট্যাপ করুন।
৫. যে ফোন নম্বরে থেকে আসা কল রেকর্ড করতে চান সেটি নির্বাচন করুন।
৬. এরপর ওপরের দিকে থাকা ‘Always record selected numbers’ টগল বাটনে ট্যাপ করুন।
স্যামসাং ফোনে কল রেকর্ড করবেন যেভাবে
ডিফল্ট ম্যাসেজিং অ্যাপ হিসেবে স্যামসাং ফোনে গুগল মেসেজ থাকলেও, স্যামসাংয়ের নিজস্ব ডায়ালার রয়েছে। স্যামসাং ফোনে কল রেকর্ড করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. কলের সময় ডান পাশের ওপরের দিকে থাকা ৩ ডট আইকোনে ট্যাপ করুন।
২. রেকর্ড কল অপশনে ট্যাপ করুন।
৩. এর মাধ্যমে কল রেকর্ড শুরু হবে। তবে গুগল ডায়ালারের মতো রেকর্ডিং শুরু হওয়ার সময় সতর্কতার জন্য কোনো অডিও শোনাবে না স্যামসাং।
স্যামসাং ফোন ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত হলে কল রেকর্ডিং ফিচারটি কাজ করে না।
শাওমি, রেডমি ও পোকো ফোনে কল রেকর্ড করবেন যেভাবে
শাওমি, রেডমি ও পোকো ফোনে গুগল ডায়ালার থাকে। তবে এসব ফোনের কিছু মডেলে মিউআইইউআই (শাওমির অপারেটিং সিস্টেম) এর ডায়ালার থাকতে পারে। এই ডায়ালারের ‘কল’ অপশনটি সবুজ রঙের হয়। এমন ডায়ালার থাকলে নিজের কল রেকর্ডিং কলে আলাপ চলাকালীন সময়ে ডান পাশে থাকা ‘রেকর্ড’ বাটনে ট্যাপ করুন। ফলে রেকর্ডিং শুরু হবে। এই ক্ষেত্রে কল রেকর্ডিং শুরু হওয়ার সময় সতর্কতার জন্য কোনো অডিও শোনাবে না শাওমি।
অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাস ফোনে কল রেকর্ড করবেন যেভাবে
অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাসের কিছু মডেলে কালারওএস অপারেটিং সিস্টেমভিত্তিক ডায়ালার থাকতে পারে। এসব ক্ষেত্রে ফোন কলের জন্য ফোন কলের সময় ‘রেকর্ড’ বাটনে ট্যাপ করুন। এরপর প্রয়োজনীয় অনুমতিগুলো দিন। ফোন কল রেকর্ড হলে পরে কল লগ থেকে রেকর্ডগুলো শোনা যাবে।
ভিভো ফোনেও একই উপায়ে কল রেকর্ড করা যাবে।
ব্যক্তিগত বা অফিসের কাজে অনেক সময় ফোনের কথোপকথন রেকর্ড করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ফোন কলেই সাক্ষাৎকার নেন অনেকেই। এসব ক্ষেত্রে ফোনকলটি রেকর্ড থাকলে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। অ্যান্ড্রয়েড ফোনে সহজে ফোনকল রেকর্ড করে রাখা যায়।
বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনেই ফোনকল রেকর্ড করার সুবিধা রয়েছে। স্যামসাং, শাওমি, রেডমি, পোকো, অপো, ওয়ানপ্লাস, রিয়েলমি ও ভিভোর মতো জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে কল রেকর্ড করবেন তা তুলে ধরা হলো।
গুগল ডায়ালার যুক্ত অ্যান্ড্রয়েড ফোনে কল রেকর্ড করবেন যেভাবে
বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনে ২০২১ সাল থেকে গুগল ডায়ালার যুক্ত রয়েছে। এটি আপনার ফোনে ডিফল্ট ডায়ালার হলে নিচের ধাপগুলো অনুসরণ করে ফোন কল রেকর্ড করতে পারেন—
১. ফোনে আলাপ চলাকালীন সময় ‘মোর’ (তিন ডট আইকোন) বাটনে ট্যাপ করুন।
২. এরপর রেকর্ড বাটনে ট্যাপ করুন।
৩. পপ আপ মেনু চালু হলে এর ‘স্টার্ট রেকর্ডিং’ বাটনে ট্যাপ করুন।
এরপর ফোন কল রেকর্ড শুরু হবে।
তবে ফোন রেকর্ড করার সময় নিরাপত্তার স্বার্থে ‘ফোন কলটি রেকর্ড করা হচ্ছে’–এমন একটি অডিও দুই প্রান্তেই শোনা যাবে।
স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ডের ফিচার চালু করবেন যেভাবে
আপনি যদি চান যে ফোন ধরার বা কল দেওয়ার সঙ্গে ফোন কল রেকর্ডিং শুরু করুক, তাহলে গুগল ডায়ালারে ‘অটোমেটিক কল রেকর্ডিং’ ফিচার চালু করতে পারেন। ফিচারটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল ডায়ালার চালু করুন ও ওপরের দিকে ডান পাশে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করুন।
২. সেটিংস অপশনে ট্যাপ করুন। এর ‘কল রেকর্ডিং’ অপশনে ট্যাপ করুন।
৩. ‘Automatically record unknown numbers’ এর পাশে টগল বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোন নম্বর সেভ না থাকলেও কল রেকর্ডিং চালু হবে।
৪. শুধু নির্দিষ্ট নম্বরের কল রেকর্ড করতে চাইলে ‘Automatically record these numbers’ অপশনে ট্যাপ করুন।
৫. যে ফোন নম্বরে থেকে আসা কল রেকর্ড করতে চান সেটি নির্বাচন করুন।
৬. এরপর ওপরের দিকে থাকা ‘Always record selected numbers’ টগল বাটনে ট্যাপ করুন।
স্যামসাং ফোনে কল রেকর্ড করবেন যেভাবে
ডিফল্ট ম্যাসেজিং অ্যাপ হিসেবে স্যামসাং ফোনে গুগল মেসেজ থাকলেও, স্যামসাংয়ের নিজস্ব ডায়ালার রয়েছে। স্যামসাং ফোনে কল রেকর্ড করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. কলের সময় ডান পাশের ওপরের দিকে থাকা ৩ ডট আইকোনে ট্যাপ করুন।
২. রেকর্ড কল অপশনে ট্যাপ করুন।
৩. এর মাধ্যমে কল রেকর্ড শুরু হবে। তবে গুগল ডায়ালারের মতো রেকর্ডিং শুরু হওয়ার সময় সতর্কতার জন্য কোনো অডিও শোনাবে না স্যামসাং।
স্যামসাং ফোন ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত হলে কল রেকর্ডিং ফিচারটি কাজ করে না।
শাওমি, রেডমি ও পোকো ফোনে কল রেকর্ড করবেন যেভাবে
শাওমি, রেডমি ও পোকো ফোনে গুগল ডায়ালার থাকে। তবে এসব ফোনের কিছু মডেলে মিউআইইউআই (শাওমির অপারেটিং সিস্টেম) এর ডায়ালার থাকতে পারে। এই ডায়ালারের ‘কল’ অপশনটি সবুজ রঙের হয়। এমন ডায়ালার থাকলে নিজের কল রেকর্ডিং কলে আলাপ চলাকালীন সময়ে ডান পাশে থাকা ‘রেকর্ড’ বাটনে ট্যাপ করুন। ফলে রেকর্ডিং শুরু হবে। এই ক্ষেত্রে কল রেকর্ডিং শুরু হওয়ার সময় সতর্কতার জন্য কোনো অডিও শোনাবে না শাওমি।
অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাস ফোনে কল রেকর্ড করবেন যেভাবে
অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাসের কিছু মডেলে কালারওএস অপারেটিং সিস্টেমভিত্তিক ডায়ালার থাকতে পারে। এসব ক্ষেত্রে ফোন কলের জন্য ফোন কলের সময় ‘রেকর্ড’ বাটনে ট্যাপ করুন। এরপর প্রয়োজনীয় অনুমতিগুলো দিন। ফোন কল রেকর্ড হলে পরে কল লগ থেকে রেকর্ডগুলো শোনা যাবে।
ভিভো ফোনেও একই উপায়ে কল রেকর্ড করা যাবে।
বিমানযাত্রীদের জন্য বিনা মূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই সুবিধা চালু করতে যাচ্ছে আমেরিকান এয়ারলাইনস। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই সেবা চালু হবে বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই উদ্যোগে স্পনসর করছে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, বছরে ২০ লাখের বেশি ফ্লাইটে তারা...
২ ঘণ্টা আগেডিজিটাল জগতে নতুন চমক আনতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। একাধিক সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, এক্স-এর (সাবেক টুইটার) আদলে একটি সামাজিক যোগাযোগমাধ্যম নির্মাণে কাজ করছে প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগেব্যবহারকারীদের গোপনীয়তার দিকে নজর দিয়ে ফেসবুকে ‘অ্যানোনিমাস’ নামে নতুন ফিচার যুক্ত করেছে মেটা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের নাম এবং প্রোফাইল গোপন রেখে পোস্ট করতে পারবেন, যা বিশেষ করে মানসিক স্বাস্থ্য, পারিবারিক সমস্যা কিংবা সামাজিকভাবে স্পর্শকাতর বিষয়ে আলোচনার জন্য সহায়ক হতে পারে।
৫ ঘণ্টা আগেরিয়েলমি আবারও নতুন চমক নিয়ে আসছে। রিয়েলমি ‘সি ৭৫’ লাইনআপের আরও আধুনিক একটি ডিভাইস রিয়েলমি ‘সি ৭৫ এক্স’ দেশের বাজারে আসছে শিগগির।
১৮ ঘণ্টা আগে