আজকের পত্রিকা ডেস্ক
অ্যাপ তৈরির অভিজ্ঞতা আরও সহজ ও গতিশীল করতে নতুন এক পদক্ষেপ নিল অ্যাপল। ডেভেলপারদের জন্য বিশেষায়িত অ্যাপ তৈরির টুল ‘এক্সকোড’-এর সর্বশেষ সংস্করণ ‘এক্সকোড ২৬’-এ সংযোজন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এই সংস্করণের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো—এতে সরাসরি যুক্ত করা হয়েছে চ্যাটজিপিটি, যা ডেভেলপারদের কোড লেখা, বাগ সংশোধন, ডকুমেন্টেশন তৈরি ও অ্যাপ টেস্টিংয়ে স্বয়ংক্রিয় সহায়তা দেবে। ফলে অ্যাপ নির্মাণের জটিলতা যেমন কমবে, তেমনি বাড়বে গতি ও উৎপাদনশীলতা।
এক্সকোড (Xcode) হলো অ্যাপল ডেভেলপারদের জন্য তৈরি করা একটি ফ্রি অ্যাপ ডেভেলপমেন্ট টুল। এটি শুধু ম্যাকওএসভিত্তিক ডিভাইসে ব্যবহার করা যায়। গতকাল মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত অ্যাপলের ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫–এ বলা হয়, তারা এক্সকোডে সরাসরি চ্যাটজিপিটি ব্যবহারের সুবিধা রেখেছে। নতুন এক্সকোডে কেবল চ্যাটজিপিটিই নয়, এপিআই কি ব্যবহারের মাধ্যমে চাইলে ডেভেলপাররা অন্য এআই মডেলও যুক্ত করতে পারবেন। এ ছাড়া যাঁরা অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করছেন, তাঁরা চাইলে ইন্টারনেট ছাড়াই লোকাল এআই মডেল চালাতে পারবেন সহজেই।
এ ছাড়া, অ্যাপল নতুন একটি ফ্রেমওয়ার্ক উন্মুক্ত করেছে, যার নাম ‘ফাউন্ডেশন মডেলস’ এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ডেভেলপাররা মাত্র তিন লাইনের কোডেই অ্যাপলের তৈরি এআই টুল ব্যবহার করতে পারবেন তাঁদের নিজস্ব অ্যাপে।
চ্যাটজিপিটি ব্যবহার করতে সাইন-ইন করার প্রয়োজন নেই। তবে যাঁরা পেইড চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাঁরা তাঁদের অ্যাকাউন্ট যুক্ত করে আরও বিস্তৃত সুবিধা পাবেন। এক্সকোডের কোডিং এরিয়াতে সরাসরি প্রম্পট লিখে কোড প্রিভিউ, বাগ ফিক্সিং বা নতুন ফাংশন তৈরি করা যাবে।
নতুন আপডেটে আরও কিছু উল্লেখযোগ্য ফিচার যুক্ত হয়েছে। নতুন নেভিগেশন সিস্টেম, বিভিন্ন ভাষায় অ্যাপ অনুবাদের উন্নত সুবিধা এবং ভয়েস কন্ট্রোল এখন আরও কার্যকর হয়েছে। ডেভেলপাররা এখন চাইলে শুধু কণ্ঠস্বর ব্যবহার করেই ‘সুইফট’ কোড লিখতে ও এক্সকোড পরিচালনা করতে পারবেন।
এর আগে অ্যাপল এআই-নির্ভর কোড লেখার একটি টুল ‘সুইফট অ্যাসিস্ট’ প্রদর্শন করেছিল, যা পরে আর ব্যাপকভাবে চালু করা হয়নি। তবে এবার চ্যাটজিপিটি সরাসরি এক্সকোডে যুক্ত হওয়ায় অ্যাপল একেবারে বাস্তবধর্মী ও কার্যকর পথেই হাঁটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগে গুঞ্জন ছিল অ্যাপল হয়তো অ্যানথ্রপিকের এর মতো অন্যান্য এআই কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারে। তবে শেষ পর্যন্ত তারা বেছে নিয়েছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকেই। তবে এক্সকোড ২৬-এ কেবল একটিতেই আটকে না থেকে ডেভেলপারদের নিজের মতো করে এআই মডেল বেছে নেওয়ার সুযোগ রেখে দিয়েছে। এর মাধ্যমে অ্যাপল দেখিয়েছে, তারা উন্মুক্ত পদ্ধতিকে গুরুত্ব দিচ্ছে।
সব মিলিয়ে এক্সকোড ২৬ অ্যাপলের পক্ষ থেকে অ্যাপ ডেভেলপমেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দিকেই একটি বড় পদক্ষেপ। এতে কোডাররা যেমন দ্রুত কাজ করতে পারবেন, তেমনি পছন্দমতো টুল ব্যবহারেরও স্বাধীনতা পাবেন।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও ইন্ডিয়া টুডে
অ্যাপ তৈরির অভিজ্ঞতা আরও সহজ ও গতিশীল করতে নতুন এক পদক্ষেপ নিল অ্যাপল। ডেভেলপারদের জন্য বিশেষায়িত অ্যাপ তৈরির টুল ‘এক্সকোড’-এর সর্বশেষ সংস্করণ ‘এক্সকোড ২৬’-এ সংযোজন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এই সংস্করণের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো—এতে সরাসরি যুক্ত করা হয়েছে চ্যাটজিপিটি, যা ডেভেলপারদের কোড লেখা, বাগ সংশোধন, ডকুমেন্টেশন তৈরি ও অ্যাপ টেস্টিংয়ে স্বয়ংক্রিয় সহায়তা দেবে। ফলে অ্যাপ নির্মাণের জটিলতা যেমন কমবে, তেমনি বাড়বে গতি ও উৎপাদনশীলতা।
এক্সকোড (Xcode) হলো অ্যাপল ডেভেলপারদের জন্য তৈরি করা একটি ফ্রি অ্যাপ ডেভেলপমেন্ট টুল। এটি শুধু ম্যাকওএসভিত্তিক ডিভাইসে ব্যবহার করা যায়। গতকাল মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত অ্যাপলের ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫–এ বলা হয়, তারা এক্সকোডে সরাসরি চ্যাটজিপিটি ব্যবহারের সুবিধা রেখেছে। নতুন এক্সকোডে কেবল চ্যাটজিপিটিই নয়, এপিআই কি ব্যবহারের মাধ্যমে চাইলে ডেভেলপাররা অন্য এআই মডেলও যুক্ত করতে পারবেন। এ ছাড়া যাঁরা অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করছেন, তাঁরা চাইলে ইন্টারনেট ছাড়াই লোকাল এআই মডেল চালাতে পারবেন সহজেই।
এ ছাড়া, অ্যাপল নতুন একটি ফ্রেমওয়ার্ক উন্মুক্ত করেছে, যার নাম ‘ফাউন্ডেশন মডেলস’ এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ডেভেলপাররা মাত্র তিন লাইনের কোডেই অ্যাপলের তৈরি এআই টুল ব্যবহার করতে পারবেন তাঁদের নিজস্ব অ্যাপে।
চ্যাটজিপিটি ব্যবহার করতে সাইন-ইন করার প্রয়োজন নেই। তবে যাঁরা পেইড চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাঁরা তাঁদের অ্যাকাউন্ট যুক্ত করে আরও বিস্তৃত সুবিধা পাবেন। এক্সকোডের কোডিং এরিয়াতে সরাসরি প্রম্পট লিখে কোড প্রিভিউ, বাগ ফিক্সিং বা নতুন ফাংশন তৈরি করা যাবে।
নতুন আপডেটে আরও কিছু উল্লেখযোগ্য ফিচার যুক্ত হয়েছে। নতুন নেভিগেশন সিস্টেম, বিভিন্ন ভাষায় অ্যাপ অনুবাদের উন্নত সুবিধা এবং ভয়েস কন্ট্রোল এখন আরও কার্যকর হয়েছে। ডেভেলপাররা এখন চাইলে শুধু কণ্ঠস্বর ব্যবহার করেই ‘সুইফট’ কোড লিখতে ও এক্সকোড পরিচালনা করতে পারবেন।
এর আগে অ্যাপল এআই-নির্ভর কোড লেখার একটি টুল ‘সুইফট অ্যাসিস্ট’ প্রদর্শন করেছিল, যা পরে আর ব্যাপকভাবে চালু করা হয়নি। তবে এবার চ্যাটজিপিটি সরাসরি এক্সকোডে যুক্ত হওয়ায় অ্যাপল একেবারে বাস্তবধর্মী ও কার্যকর পথেই হাঁটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগে গুঞ্জন ছিল অ্যাপল হয়তো অ্যানথ্রপিকের এর মতো অন্যান্য এআই কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারে। তবে শেষ পর্যন্ত তারা বেছে নিয়েছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকেই। তবে এক্সকোড ২৬-এ কেবল একটিতেই আটকে না থেকে ডেভেলপারদের নিজের মতো করে এআই মডেল বেছে নেওয়ার সুযোগ রেখে দিয়েছে। এর মাধ্যমে অ্যাপল দেখিয়েছে, তারা উন্মুক্ত পদ্ধতিকে গুরুত্ব দিচ্ছে।
সব মিলিয়ে এক্সকোড ২৬ অ্যাপলের পক্ষ থেকে অ্যাপ ডেভেলপমেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দিকেই একটি বড় পদক্ষেপ। এতে কোডাররা যেমন দ্রুত কাজ করতে পারবেন, তেমনি পছন্দমতো টুল ব্যবহারেরও স্বাধীনতা পাবেন।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও ইন্ডিয়া টুডে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে