চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ উন্মোচন হবে। এই সিরিজের সবচেয়ে দামি সংস্করণ হলো আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স। ইতিমধ্যে ফোন দুটির বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। এবার ফোন দুটি রং সম্পর্কে আরও নতুন তথ্য জানা গেছে।
এক্স (সাবেক টুইটার) এর এক পোস্টে সনি ডিকসন নামের এক ব্যবহারকারী একটি ছবি শেয়ার করেন। ছবিতে অনুভূমিকভাবে রাখা তিনটি আইফোন ১৬ প্রো মডেল দেখা যায়। প্রতিটি ভিন্ন রঙের। এগুলো সাদা, কালো ও ধূসর রঙে দেখা গিয়েছে। গত বছরের আইফোন ১৫ প্রো মডেলের তিনটি রঙে সঙ্গে এগুলোর মিল পাওয়া যাবে। তবে শুধু নীল টাইটানিয়াম রংটি দেখা যায়নি।
এই সপ্তাহে চীনের এক সংবাদমাধ্যম জানায়, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স ব্রোঞ্জ রঙের হতে পারে। আবার অনেকেই বলছে নতুন ধরনের ‘লাল’ রংও নিয়ে আসতে পারে অ্যাপল। তবে এর কোনো ছবি অনলাইনে দেখা যায় নি।
যারা উজ্জ্বল রং পছন্দ করে তারা এই ধরনের রং অপছন্দ করতে পারেন। আর আইফোন ১৬ এর মূল সংস্করণটি ৫টি রঙে পাওয়া যেতে পারে। এর মধ্যে নীল ও গোলাপি রং থাকতে পারে।
গত মে মাসে আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছিলেন প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কু। আইফোন ১৫ প্রো এর টাইটেনিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটেনিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরার ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। এটা সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণগুলোতে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল
চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ উন্মোচন হবে। এই সিরিজের সবচেয়ে দামি সংস্করণ হলো আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স। ইতিমধ্যে ফোন দুটির বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। এবার ফোন দুটি রং সম্পর্কে আরও নতুন তথ্য জানা গেছে।
এক্স (সাবেক টুইটার) এর এক পোস্টে সনি ডিকসন নামের এক ব্যবহারকারী একটি ছবি শেয়ার করেন। ছবিতে অনুভূমিকভাবে রাখা তিনটি আইফোন ১৬ প্রো মডেল দেখা যায়। প্রতিটি ভিন্ন রঙের। এগুলো সাদা, কালো ও ধূসর রঙে দেখা গিয়েছে। গত বছরের আইফোন ১৫ প্রো মডেলের তিনটি রঙে সঙ্গে এগুলোর মিল পাওয়া যাবে। তবে শুধু নীল টাইটানিয়াম রংটি দেখা যায়নি।
এই সপ্তাহে চীনের এক সংবাদমাধ্যম জানায়, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স ব্রোঞ্জ রঙের হতে পারে। আবার অনেকেই বলছে নতুন ধরনের ‘লাল’ রংও নিয়ে আসতে পারে অ্যাপল। তবে এর কোনো ছবি অনলাইনে দেখা যায় নি।
যারা উজ্জ্বল রং পছন্দ করে তারা এই ধরনের রং অপছন্দ করতে পারেন। আর আইফোন ১৬ এর মূল সংস্করণটি ৫টি রঙে পাওয়া যেতে পারে। এর মধ্যে নীল ও গোলাপি রং থাকতে পারে।
গত মে মাসে আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছিলেন প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কু। আইফোন ১৫ প্রো এর টাইটেনিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটেনিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরার ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। এটা সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণগুলোতে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে