বর্তমান ডিজিটাল যুগে গাড়ির প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে, তেমনি তার সুরক্ষার ঝুঁকিও বাড়ছে। এমন ঝুঁকির প্রমাণ আমরা প্রায়ই পাই, নানা ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের নিতান্ত ব্যক্তিগত ও গোপনীয় ডেটা ফাঁস হয়। এবার এমন ঘটনার শিকার হয়েছে বিশ্বখ্যাত জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সভাগেন।
ফোক্সভাগেনের ইভি বা বৈদ্যুতিক গাড়ির লোকেশন বা স্থানসংক্রান্ত তথ্যসহ ব্যক্তিগত ডেটা অনলাইনে ফাঁস হয়েছে। এসব বৈদ্যুতিক গাড়ির মধ্যে ফোক্সভাগেনসহ অডি, সিটস ও স্কোডার ব্রান্ড।
জার্মানির সংবাদপত্র ডের স্পিগেলের এক প্রতিবেদনে বলা হয়, ফোক্সভাগেনের সফটওয়্যার প্রতিষ্ঠানে কারিয়াডের ডেটা আমাজন ক্লাউড স্টোরেজে ছিল। কিন্তু কয়েক মাস ধরেই সেগুলো অরক্ষিত ছিল। এসবের মধ্যে ফোক্সভাগেনের গাড়ির মালিকদের চলাচল সম্পর্কিত তথ্যও ছিল। যেমন: গাড়ি কোথায় চালু করা হয়েছে এবং কখন বন্ধ হয়েছে।
ডের স্পিগেল আরও জানায়, যাদের তথ্য ফাঁস হয়েছে, তাঁদের মধ্যে জার্মান রাজনীতিবিদ, ব্যবসায়ী ও হামবুর্গ পুলিশ বাহিনীর ইভি গাড়ির বহরও অন্তর্ভুক্ত ছিল। এমনকি গোয়েন্দা সংস্থার কর্মীদের তথ্যও ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে।
এসব তথ্য ত্রুটিপূর্ণ কারিগরি সেটআপের কারণে আমাজন ক্লাউড স্টোরেজ থেকে ফাঁস হয়ে যায়। হ্যাকার অ্যাসোসিয়েশন কেওস কম্পিউটার ক্লাব (সিসিসি) বিষয়টি প্রথম নজরে আনে। অজ্ঞাতপরিচয় এক হ্যাকারের কাছ থেকে তথ্য পেয়ে জার্মান ফেডারেল মন্ত্রিপরিষদ ও পুলিশকে বিষয়টি জানায়। এরপর বিষয়টি প্রকাশ্যে আনার আগে ফোক্সভাগেন ও কারিয়াডকে তথ্য সংরক্ষণের জন্য ৩০ দিন সময় দেওয়া হয়।
ফাঁস হওয়া ৮ লাখ গাড়ির তথ্যের মধ্যে ফোক্সভাগেন ও সিটস ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে ৪ লাখ ৬০ হাজার গাড়ির লোকেশন ডেটা ১০ সেন্টিমিটার (৩ দশমিক ৯ ইঞ্চি) পর্যন্ত সঠিক ছিল। আর অডি ও স্কোডা গাড়ির লোকেশন ডেটা ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) পর্যন্ত সঠিক ছিল।
ফোক্সভাগেন জানিয়েছে, ত্রুটি সারানো হয়েছে। ওই সব ডেটা আর কেউ পাবে না। নিরাপত্তা ত্রুটি থাকলেও পাসওয়ার্ড বা পেমেন্টের ডেটা ফাঁস হয়নি। তাছাড়া শুধু সেসব গাড়ির তথ্যই ফাঁস হয়েছে, যেগুলো অনলাইনে সেবা নেওয়া জন্য নিবন্ধিত ছিল।
তথ্যসূত্র: টেকস্পট
বর্তমান ডিজিটাল যুগে গাড়ির প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে, তেমনি তার সুরক্ষার ঝুঁকিও বাড়ছে। এমন ঝুঁকির প্রমাণ আমরা প্রায়ই পাই, নানা ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের নিতান্ত ব্যক্তিগত ও গোপনীয় ডেটা ফাঁস হয়। এবার এমন ঘটনার শিকার হয়েছে বিশ্বখ্যাত জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সভাগেন।
ফোক্সভাগেনের ইভি বা বৈদ্যুতিক গাড়ির লোকেশন বা স্থানসংক্রান্ত তথ্যসহ ব্যক্তিগত ডেটা অনলাইনে ফাঁস হয়েছে। এসব বৈদ্যুতিক গাড়ির মধ্যে ফোক্সভাগেনসহ অডি, সিটস ও স্কোডার ব্রান্ড।
জার্মানির সংবাদপত্র ডের স্পিগেলের এক প্রতিবেদনে বলা হয়, ফোক্সভাগেনের সফটওয়্যার প্রতিষ্ঠানে কারিয়াডের ডেটা আমাজন ক্লাউড স্টোরেজে ছিল। কিন্তু কয়েক মাস ধরেই সেগুলো অরক্ষিত ছিল। এসবের মধ্যে ফোক্সভাগেনের গাড়ির মালিকদের চলাচল সম্পর্কিত তথ্যও ছিল। যেমন: গাড়ি কোথায় চালু করা হয়েছে এবং কখন বন্ধ হয়েছে।
ডের স্পিগেল আরও জানায়, যাদের তথ্য ফাঁস হয়েছে, তাঁদের মধ্যে জার্মান রাজনীতিবিদ, ব্যবসায়ী ও হামবুর্গ পুলিশ বাহিনীর ইভি গাড়ির বহরও অন্তর্ভুক্ত ছিল। এমনকি গোয়েন্দা সংস্থার কর্মীদের তথ্যও ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে।
এসব তথ্য ত্রুটিপূর্ণ কারিগরি সেটআপের কারণে আমাজন ক্লাউড স্টোরেজ থেকে ফাঁস হয়ে যায়। হ্যাকার অ্যাসোসিয়েশন কেওস কম্পিউটার ক্লাব (সিসিসি) বিষয়টি প্রথম নজরে আনে। অজ্ঞাতপরিচয় এক হ্যাকারের কাছ থেকে তথ্য পেয়ে জার্মান ফেডারেল মন্ত্রিপরিষদ ও পুলিশকে বিষয়টি জানায়। এরপর বিষয়টি প্রকাশ্যে আনার আগে ফোক্সভাগেন ও কারিয়াডকে তথ্য সংরক্ষণের জন্য ৩০ দিন সময় দেওয়া হয়।
ফাঁস হওয়া ৮ লাখ গাড়ির তথ্যের মধ্যে ফোক্সভাগেন ও সিটস ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে ৪ লাখ ৬০ হাজার গাড়ির লোকেশন ডেটা ১০ সেন্টিমিটার (৩ দশমিক ৯ ইঞ্চি) পর্যন্ত সঠিক ছিল। আর অডি ও স্কোডা গাড়ির লোকেশন ডেটা ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) পর্যন্ত সঠিক ছিল।
ফোক্সভাগেন জানিয়েছে, ত্রুটি সারানো হয়েছে। ওই সব ডেটা আর কেউ পাবে না। নিরাপত্তা ত্রুটি থাকলেও পাসওয়ার্ড বা পেমেন্টের ডেটা ফাঁস হয়নি। তাছাড়া শুধু সেসব গাড়ির তথ্যই ফাঁস হয়েছে, যেগুলো অনলাইনে সেবা নেওয়া জন্য নিবন্ধিত ছিল।
তথ্যসূত্র: টেকস্পট
টিসিএস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের মূল কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। একই সঙ্গে সংস্থাটি নতুন বাজারে প্রবেশ করছে এবং বিশ্বজুড়ে প্রযুক্তির চাহিদা অনিশ্চিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিসিএস আশ্বস্ত করেছে, এই পরিবর্তনের কারণে ক্লায়েন্টদের
৯ ঘণ্টা আগেযুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
১৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
১৭ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
১৯ ঘণ্টা আগে