Ajker Patrika

ইন্টেলের বাজারে ভাগ বসাতে আসছে এনভিডিয়া

ইন্টেলের বাজারে ভাগ বসাতে আসছে এনভিডিয়া

এআই চিপ তৈরিতে সফল এনভিডিয়া এবার এআরএমভিত্তিক কম্পিউটার চিপ তৈরিতে নজর দিয়েছে। এর ফলে দীর্ঘকাল বাজারে রাজত্ব করা ইন্টেল চাপের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এআরএম হোল্ডিংস কোম্পানির প্রযুক্তি ব্যবহার করে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তৈরি করবে এনভিডিয়া। 

উইন্ডোজ পিসির জন্য এআরএমভিত্তিক প্রসেসর তৈরিতে চিপ প্রস্তুতকারকদের সহায়তা দেবে মাইক্রোসফট। এই প্রচেষ্টার অংশ হিসেবে এনভিডিয়া কাজ করছে। অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা করতে মাইক্রোসফট এই পরিকল্পনা গ্রহণ করেছে। 

গবেষণা সংস্থা আইডিসির তৃতীয়-ত্রৈমাসিকের প্রাথমিক তথ্য অনুসারে, কম্পিউটারের জন্য ম্যাক নিজস্ব এআইভিত্তিক চিপ তৈরি করার পর তিন বছরে কোম্পানিটির শেয়ার প্রায় দ্বিগুণ হয়েছে। 

এছাড়া এআরএম প্রযুক্তি ব্যবহার করে পিসির জন্য চিপ তৈরি করবে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস (এএমডি) কোম্পানি। 

বিভিন্ন সূত্র বলেছে, ২০২৫ সাল নাগাদ পিসি চিপ বিক্রি শুরু করতে পারে এনভিডিয়া ও এমএমডি। কোয়ালকমের সঙ্গে অংশীদারত্ব করতে পারে এই দুই কোম্পানি। ২০১৬ সাল থেকে ল্যাপটপের জন্য এআরএমভিত্তিক চিপ তৈরি করছে কোয়ালকম। 

মাইক্রোসফটের নির্বাহী, উইন্ডোজ ও ডিভাইসের ভাইস প্রেসিডেন্ট পবন দাভুলুরি আজ এক ইভেন্টে যোগদান করবে। অ্যাপলের সাবেক ইঞ্জিনিয়ার এই ইভেন্টে অংশ নেবেন। ফ্ল্যাগশিপ চিপ নিয়ে কোয়ালকম এই ইভেন্টে বিস্তারিত তথ্য দেবে বলে ধারণা করা হচ্ছে। 

এনভিডিয়ার পরিকল্পনা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এনভিডিয়া শেয়ার ৩ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে ও ইন্টেলের শেয়ার ৩ দশমিক শূন্য ৬ শতাংশ কমেছে। গতকাল এআরএমের শেয়ার হয়েছে ৪ দশমিক ৮৯ শতাংশ। 

এনভিডিয়ার মুখপাত্র কেন ব্রাউন, এএমডি মুখপাত্র ব্র্যান্ডি মেরিনা, আর্ম মুখপাত্র ক্রিস্টেন রে এবং মাইক্রোসফটের মুখপাত্র পিট উটন মন্তব্য করতে রাজি হননি।

এনভিডিয়া, এএমডি ও কোয়ালকমের প্রচেষ্টা একটি পিসি শিল্পকে নাড়া দিতে পারে। ইন্টেল এই বাজারে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করেছিল। অ্যাপলের চিপও ইন্টেলকে চাপে ফেলে দিয়েছে। অ্যাপলের কাস্টম চিপগুলি ম্যাক কম্পিউটারকে আরও ভালো ব্যাটারি লাইফ ও দ্রুত কর্মক্ষমতা দিয়েছে। এটি বেশি শক্তি ব্যবহার করে এমন চিপগুলির প্রতিদ্বন্দ্বী। এআই প্রসেসিংসহ, অ্যাপলের আর্মভিত্তিক চিপগুলি কতটা দক্ষ তা মাইক্রোসফটের নির্বাহীরা পর্যবেক্ষণ করেছেন। নতুন চিপের মাধ্যমে এ রকম কর্মক্ষমতা অর্জনের আকাঙ্ক্ষা করছে মাইক্রোসফট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত