Ajker Patrika

সাশ্রয়ী মূল্যে আইফোন ১৬ই আনল অ্যাপল, দাম ও স্পেসিফিকেশন

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ১৩
ফোনটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। ছবি: অ্যাপল
ফোনটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। ছবি: অ্যাপল

তিন বছর পর গতকাল বুধবার ‘সাশ্রয়ী মূল্যের’ আইফোন উন্মোচন করল অ্যাপল। তবে এবারের বাজেট ফোনটি আর এসই সিরিজের অংশ নয়, বরং এটি আইফোন ১৬ সিরিজে যুক্ত হয়েছে। তাই নতুন মডেলটি ‘আইফোন ১৬ ই’ হিসেবে আত্নপ্রকাশ করল। মূলত চীন ও ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজারে মধ্যবিত্ত গ্রাহকদের আকর্ষণ করার জন্য এই মডেল ডিজাইন করা হয়েছে।

আইফোন ১৬ সিরিজের মডেলগুলোর মতো ১৬ই মডেলে ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড ডিসপ্লে ও শক্তিশালী এ১৮ চিপ থাকবে। এছাড়া কোম্পানিটির এআই ফিচারগুলো (অ্যাপল ইন্টেলিজেন্স) থাকবে। যেমন: ফটো ক্লিনআপ, ইমেজ প্লেগ্রাউন্ড, রাইটিং টুলস, নতুন এআইভিত্তিক সিরি, চ্যাটজিপিটি ও ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স। এছাড়া ফোনটিতে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ও অ্যাকশন বাটনও রয়েছে।

এবারই প্রথম অ্যাপল তাদের নিজেদের তৈরি ৫জি সেলুলার মডেম ব্যবহার করল আইফোনে। ইতোপূর্বে আইফোনের সব মডেলেই কোয়ালকমের মডেল ব্যবহার করা হয়েছে।

নতুন এই বাজেট আইফোনটিতে টাচ আইডি না থাকলেও রয়েছে ফেসআইডি। এছাড়াও ফিজিক্যাল হোম বাটনটি সরিয়ে ফেলা হয়েছে।

দাম ও রং

ফোনটির র‍্যাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল। তবে ধারণা করা হচ্ছে, মডেলটির র‍্যাম ৮ জিবি হবে।

আইফোন ১৬ই-এর ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৫৯৯ ডলার বা প্রায় ৭২ হাজার ৮০১ টাকা।

আইফোন ১৬ই-এর ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৬৯৯ ডলার বা প্রায় ৮৪ হাজার ৯৫৪ টাকা।

আইফোন ১৬ই-এর ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৬৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৯ হাজার টাকা।

এটি মাত্র দুটি রঙে পাওয়া যাবে—কালো ও সাদা।

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বিশ্বের ৫৯টি দেশ থেকে আইফোন ১৬ই ফোনটির প্রি-অর্ডার শুরু হবে। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে ফোনটির ডেলিভারি শুরু হবে। একই দিন থেকে ফোনটি বিশ্বের বিভিন্ন আইফোন আউটলেট ও দোকানে বিক্রি শুরু হবে।

আইফোন ১৬ই-এর বিস্তারিত

পেছনের ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল

সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল

নেটওয়ার্ক: ৫জি, ৪জি এলটিই

আয়তন: ১৪৬.৭ মিমি x ৭১.৫ মিমি x ৭.৮ মিমি

ওজন: ১৬৭ গ্রাম

সিম: ডুয়েল সিম (ন্যানো+ই-সিম)

ডিসপ্লে: ৬.১-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর

রিফ্রেশ রেট: ৬০ হার্টজ

গঠন: সিরামিক শিল্ড

সাইজ: ৬.১ ইঞ্চি

রেজল্যুশন: ১,১৭০ x ২,৫৩২ পিক্সেল

ব্রাইটনেস: ৮০০ নিটস পিক ব্রাইটনেস

অপারেটিং সিস্টেম: আইওএস ১৮

চিপসেট: ৩ এনএম এ১৮ চিপ

র্যাম: ৮ জিবি (ধারনা করা হচ্ছে)

ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি

স্পিকার: স্টেরিও স্পিকার

ব্লুটুথ: ব্লুটুথ ৫.৩

এনএফসি: আছে

জিপিএস: আছে

ইউএসবি: ইউএসবি টাইপ-সি

ফিচার: ফেস আইডি, এমার্জেন্সি এসওএস ভিয়া স্যাটেলাইট

চার্জিং: ১৮ ওয়াট ওয়ায়ারড চার্জিং, ৭. ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং

রঙ: সাদা ও কালো

অ্যাপল ব্যাটারি নিয়ে কোনো তথ্য প্রকাশ করে না। তাই ফোন বাজারে আসার পরই এ সম্পর্কে তথ্য জানা যাবে।

তথ্যসূত্র: ম্যাকরিউমার, রয়টার্স ও ৩৬০ গ্যাজেটস

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর

এবার এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: উপদেষ্টা আসিফ

‘চ্যাম্পিয়নস ট্রফি বাদ দিয়ে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের সঙ্গে খেলুক পাকিস্তান’

নির্বাচিত হলে খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী—এটি বিএনপির অবস্থান নয়: রিজভী

ঘুষের বিনিময়ে ভিসা: বাংলাদেশে ইতালি দূতাবাসের কর্মকর্তাসহ গ্রেপ্তার ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত