প্রযুক্তি ডেস্ক
চাঁদে এবার বেড়াতে যাবেন বিনোদন জগতের তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন—ডিজে, কে-পপ র্যাপার, চলচ্চিত্র নির্মাতা, একজন স্পেস ইউটিউবারসহ বেশ কয়েকজন পরিচিত মুখ। জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া তাঁর ব্যক্তিগত মহাকাশ যাত্রার সঙ্গী হিসেবে তাঁদের বাছাই করেছেন। মহাকাশ ভ্রমণের এই প্রকল্পটিকে তিনি নাম দিয়েছেন ‘ডিয়ার মুন’।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশ যাত্রা সেবা প্রদানকারী কোম্পানি স্পেসএক্স এই অভিযাত্রা পরিচালনা করবে। গত বছর বিশ্বব্যাপী সৃজনশীল ব্যক্তিদের অনুসন্ধানের পর গত ৯ ডিসেম্বর ব্যবসায়ী ইউসাকু মায়েজাওয়া তাঁর সঙ্গীদের তালিকা প্রকাশ করেছেন। এই ফ্লাইটের সবচেয়ে হাই-প্রোফাইল তারকা হচ্ছেন মার্কিন ডিজে স্টিভ আওকি এবং দক্ষিণ কোরীয় তারকা টিওপি। আগামী বছরের জন্য নির্ধারিত ফ্লাইটটি ১৯৭২ সালের পর মানুষের প্রথম চন্দ্র ভ্রমণ হতে পারে।
প্রস্তাবিত মহাকাশ ভ্রমণে মহাকাশযানটি চাঁদকে বৃত্তাকারে প্রদক্ষিণ করবে। মহাকাশ যানটি চন্দ্র পৃষ্ঠ থেকে ২০০ কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থান করবে। পৃথিবী ছেড়ে যাওয়া থেকে আবার ফিরে আসার মোট সময় ধরা হয়েছে ৮ দিন।
তবে মার্কিন নিয়ন্ত্রকেরা মহাকাশযানটিকে চন্দ্র ভ্রমণ দূরে থাকুক, এখনো পৃথিবীর কক্ষপথেই ভ্রমণের অনুমোদন দেয়নি। এই রকেটেই ক্রুদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে।
২০২১ সালের মে মাসে একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করার পর থেকে মহাকাশ যানটিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গত ১৮ মাস ধরে ফেলে রাখা হয়েছে। কিন্তু মায়েজাওয়া তাঁর ক্রুদের নাম প্রকাশ করার ভিডিওতে রকেট নিয়ে এই বিলম্বের কোনো উল্লেখ করেননি।
ঘোষিত ‘ডিয়ার মুন’ মিশনের সদস্যরা হলেন:
টিওপি (চোই সেউং হিউন), একজন কে-পপ র্যাপার এবং বয় ব্যান্ড বিগ ব্যাং (দক্ষিণ কোরিয়া) এর প্রাক্তন লিড
নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ইয়েমি এডি (চেক প্রজাতন্ত্র)
ফটোগ্রাফার রিয়ানন অ্যাডাম (আয়ারল্যান্ড)
বন্যপ্রাণী ফটোগ্রাফার করিম ইলিয়া (যুক্তরাজ্য)
চলচ্চিত্র নির্মাতা ব্রেন্ডন হল (যুক্তরাষ্ট্র)
অভিনেতা দেব যোশি (ভারত)
চাঁদে এবার বেড়াতে যাবেন বিনোদন জগতের তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন—ডিজে, কে-পপ র্যাপার, চলচ্চিত্র নির্মাতা, একজন স্পেস ইউটিউবারসহ বেশ কয়েকজন পরিচিত মুখ। জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া তাঁর ব্যক্তিগত মহাকাশ যাত্রার সঙ্গী হিসেবে তাঁদের বাছাই করেছেন। মহাকাশ ভ্রমণের এই প্রকল্পটিকে তিনি নাম দিয়েছেন ‘ডিয়ার মুন’।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশ যাত্রা সেবা প্রদানকারী কোম্পানি স্পেসএক্স এই অভিযাত্রা পরিচালনা করবে। গত বছর বিশ্বব্যাপী সৃজনশীল ব্যক্তিদের অনুসন্ধানের পর গত ৯ ডিসেম্বর ব্যবসায়ী ইউসাকু মায়েজাওয়া তাঁর সঙ্গীদের তালিকা প্রকাশ করেছেন। এই ফ্লাইটের সবচেয়ে হাই-প্রোফাইল তারকা হচ্ছেন মার্কিন ডিজে স্টিভ আওকি এবং দক্ষিণ কোরীয় তারকা টিওপি। আগামী বছরের জন্য নির্ধারিত ফ্লাইটটি ১৯৭২ সালের পর মানুষের প্রথম চন্দ্র ভ্রমণ হতে পারে।
প্রস্তাবিত মহাকাশ ভ্রমণে মহাকাশযানটি চাঁদকে বৃত্তাকারে প্রদক্ষিণ করবে। মহাকাশ যানটি চন্দ্র পৃষ্ঠ থেকে ২০০ কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থান করবে। পৃথিবী ছেড়ে যাওয়া থেকে আবার ফিরে আসার মোট সময় ধরা হয়েছে ৮ দিন।
তবে মার্কিন নিয়ন্ত্রকেরা মহাকাশযানটিকে চন্দ্র ভ্রমণ দূরে থাকুক, এখনো পৃথিবীর কক্ষপথেই ভ্রমণের অনুমোদন দেয়নি। এই রকেটেই ক্রুদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে।
২০২১ সালের মে মাসে একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করার পর থেকে মহাকাশ যানটিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গত ১৮ মাস ধরে ফেলে রাখা হয়েছে। কিন্তু মায়েজাওয়া তাঁর ক্রুদের নাম প্রকাশ করার ভিডিওতে রকেট নিয়ে এই বিলম্বের কোনো উল্লেখ করেননি।
ঘোষিত ‘ডিয়ার মুন’ মিশনের সদস্যরা হলেন:
টিওপি (চোই সেউং হিউন), একজন কে-পপ র্যাপার এবং বয় ব্যান্ড বিগ ব্যাং (দক্ষিণ কোরিয়া) এর প্রাক্তন লিড
নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ইয়েমি এডি (চেক প্রজাতন্ত্র)
ফটোগ্রাফার রিয়ানন অ্যাডাম (আয়ারল্যান্ড)
বন্যপ্রাণী ফটোগ্রাফার করিম ইলিয়া (যুক্তরাজ্য)
চলচ্চিত্র নির্মাতা ব্রেন্ডন হল (যুক্তরাষ্ট্র)
অভিনেতা দেব যোশি (ভারত)
গতানুগতিক চাকরি কখনো আমাকে টানেনি। ছোটবেলায় জাপানে থাকার সময় কমিকসের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর যখন দেখলাম কার্টুন ও কমিকস থেকে ইনকাম করতে পারি, তখন মনে হলো, এটি আমার জায়গা। সিদ্ধান্ত নিলাম এ পথে এগিয়ে যাব। আর পেছনে তাকাতে হয়নি।
২০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবকে কেন্দ্র করেই গড়ে তুলেছেন নিজেদের ক্যারিয়ার। অনেকে ইউটিউব থেকে আয় করে কোটি কোটি ডলারের সাম্রাজ্যও গড়ে তুলেছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের কনটেন্ট নির্মাতারা ভালো মানের ভিডিও তৈরি করলেও, একই পরিমাণ ভিউ পেয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের
২০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। চিকিৎসা, শিক্ষা, শিল্প ও সেবা খাতের পর এবার খাদ্যশিল্পেও যুক্ত হচ্ছে এ প্রযুক্তি। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রেস্তোরাঁ ‘উহু’। সেখানে
২০ ঘণ্টা আগেযদি ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা চুক্তির কোনো চাকরির প্রস্তাব পান, কী করবেন? বেশির ভাগ মানুষ মুহূর্তে সেই সুযোগ লুফে নেবেন। আর সেটি যদি হয় টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা, তাহলে এ নিয়ে দ্বিতীয়বার ভাবার হয়তো কোনো কারণ নেই।
২০ ঘণ্টা আগে