আজকের পত্রিকা ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দুনিয়ায় প্রতিযোগিতা তুঙ্গে। বিশেষত ওপেনএআই, গুগল ডিপমাইন্ড ও মেটা—এই তিন প্রযুক্তি জায়ান্ট এখন সুপার ইন্টেলিজেনস ঘিরে প্রতিযোগিতায় লিপ্ত। তবে সাম্প্রতিক এক পডকাস্টে ওপেনএআইয়ের প্রধান সাম অল্টম্যান দাবি করেছেন, ১০ কোটি ডলারের প্রস্তাব দিয়েও মেটা তাঁর প্রতিষ্ঠানের সেরা কর্মীদের দলে টানতে ব্যর্থ হয়েছে।
পডকাস্টে অল্টম্যান বলেন, ‘মেটা আমাদের দলের অনেকের কাছে বিশাল অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে। এমনকি বছরে ১০ কোটি ডলারের বেশি পারিশ্রমিকও অফার করেছে। তবে আমি খুব খুশি যে এখন পর্যন্ত আমাদের সেরা কেউই সেই প্রস্তাবে রাজি হননি।’
পডকাস্টে অল্টম্যান আরও বলেন, ওপেনএআইয়ের কর্মীরা বিশ্বাস করেন যে ওপেনএআই-ই জিআই (আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স) অর্জনের সবচেয়ে সম্ভাবনাময় সংস্থা। তিনি আরও বলেন, শুধু টাকার বিনিময়ে প্রতিভা কেনার চেষ্টা করলে দীর্ঘ মেয়াদে ভালো সংস্কৃতি তৈরি হয় না।
অল্টম্যানের দাবি অনুযায়ী, মেটা ওপেনএআইয়ের একজন প্রধান গবেষক নোয়াম ব্রাউন ও গুগলের এআই রূপকার কোরায় কাভুকচুগলুকে দলে নিতে চেয়েছিল। তবে সে চেষ্টাও ব্যর্থ হয়।
এআই নিয়ে মেটার বর্তমান অগ্রগতিকে হতাশাজনক উল্লেখ করে অল্টম্যান বলেন, তাদের চেষ্টাগুলো খুব একটা সফল হয়নি। ওরা উদ্ভাবনের দিক থেকে খুব একটা এগিয়ে নেই।
এদিকে মেটা সম্প্রতি স্কেল এআইয়ের সাবেক সিইও আলেক্সান্ডার ওয়াংয়ের নেতৃত্বে একটি নতুন সুপার ইন্টেলিজেনস টিম গঠন করেছে এবং তাঁর পুরোনো সংস্থায় বড় অঙ্কের বিনিয়োগ করেছে। গুগল ডিপমাইন্ডের জ্যাক রেই ও সেসেম এআইয়ের জোহান শালকউইকসহ কিছু নামকরা গবেষক ইতিমধ্যে মেটায় যোগ দিয়েছেন।
তবে মেটার এই নতুন টিম গড়ার লড়াই কঠিন হবে। কারণ, ওপেনএআই, গুগল ডিপমাইন্ড এবং অ্যানথ্রপিকও নিজেদের এআই প্রকল্প নিয়ে দারুণ গতিতে এগোচ্ছে। সামনের মাসগুলোতে ওপেনএআই এমন একটি ওপেন মডেল উন্মুক্ত করতে পারে, যা এআই দৌড়ে মেটাকে আরও পিছিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
পডকাস্টে অল্টম্যান আরও বলেন, ওপেনএআই এআই-ভিত্তিক এক নতুন ধরনের সোশ্যাল মিডিয়া ফিড তৈরির কথা ভাবছে, যেখানে বর্তমান অ্যালগরিদমিক পদ্ধতির বাইরে গিয়ে।
ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কনটেন্ট সাজানো হবে। মেটা ইতিমধ্যে তার ‘মেটা এআই’ অ্যাপের মাধ্যমে এআই-ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কিং সেবা চালু করেছে। তবে এটি এখন খুব একটা জনপ্রিয়তা পায়নি।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দুনিয়ায় প্রতিযোগিতা তুঙ্গে। বিশেষত ওপেনএআই, গুগল ডিপমাইন্ড ও মেটা—এই তিন প্রযুক্তি জায়ান্ট এখন সুপার ইন্টেলিজেনস ঘিরে প্রতিযোগিতায় লিপ্ত। তবে সাম্প্রতিক এক পডকাস্টে ওপেনএআইয়ের প্রধান সাম অল্টম্যান দাবি করেছেন, ১০ কোটি ডলারের প্রস্তাব দিয়েও মেটা তাঁর প্রতিষ্ঠানের সেরা কর্মীদের দলে টানতে ব্যর্থ হয়েছে।
পডকাস্টে অল্টম্যান বলেন, ‘মেটা আমাদের দলের অনেকের কাছে বিশাল অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে। এমনকি বছরে ১০ কোটি ডলারের বেশি পারিশ্রমিকও অফার করেছে। তবে আমি খুব খুশি যে এখন পর্যন্ত আমাদের সেরা কেউই সেই প্রস্তাবে রাজি হননি।’
পডকাস্টে অল্টম্যান আরও বলেন, ওপেনএআইয়ের কর্মীরা বিশ্বাস করেন যে ওপেনএআই-ই জিআই (আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স) অর্জনের সবচেয়ে সম্ভাবনাময় সংস্থা। তিনি আরও বলেন, শুধু টাকার বিনিময়ে প্রতিভা কেনার চেষ্টা করলে দীর্ঘ মেয়াদে ভালো সংস্কৃতি তৈরি হয় না।
অল্টম্যানের দাবি অনুযায়ী, মেটা ওপেনএআইয়ের একজন প্রধান গবেষক নোয়াম ব্রাউন ও গুগলের এআই রূপকার কোরায় কাভুকচুগলুকে দলে নিতে চেয়েছিল। তবে সে চেষ্টাও ব্যর্থ হয়।
এআই নিয়ে মেটার বর্তমান অগ্রগতিকে হতাশাজনক উল্লেখ করে অল্টম্যান বলেন, তাদের চেষ্টাগুলো খুব একটা সফল হয়নি। ওরা উদ্ভাবনের দিক থেকে খুব একটা এগিয়ে নেই।
এদিকে মেটা সম্প্রতি স্কেল এআইয়ের সাবেক সিইও আলেক্সান্ডার ওয়াংয়ের নেতৃত্বে একটি নতুন সুপার ইন্টেলিজেনস টিম গঠন করেছে এবং তাঁর পুরোনো সংস্থায় বড় অঙ্কের বিনিয়োগ করেছে। গুগল ডিপমাইন্ডের জ্যাক রেই ও সেসেম এআইয়ের জোহান শালকউইকসহ কিছু নামকরা গবেষক ইতিমধ্যে মেটায় যোগ দিয়েছেন।
তবে মেটার এই নতুন টিম গড়ার লড়াই কঠিন হবে। কারণ, ওপেনএআই, গুগল ডিপমাইন্ড এবং অ্যানথ্রপিকও নিজেদের এআই প্রকল্প নিয়ে দারুণ গতিতে এগোচ্ছে। সামনের মাসগুলোতে ওপেনএআই এমন একটি ওপেন মডেল উন্মুক্ত করতে পারে, যা এআই দৌড়ে মেটাকে আরও পিছিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
পডকাস্টে অল্টম্যান আরও বলেন, ওপেনএআই এআই-ভিত্তিক এক নতুন ধরনের সোশ্যাল মিডিয়া ফিড তৈরির কথা ভাবছে, যেখানে বর্তমান অ্যালগরিদমিক পদ্ধতির বাইরে গিয়ে।
ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কনটেন্ট সাজানো হবে। মেটা ইতিমধ্যে তার ‘মেটা এআই’ অ্যাপের মাধ্যমে এআই-ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কিং সেবা চালু করেছে। তবে এটি এখন খুব একটা জনপ্রিয়তা পায়নি।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে