Ajker Patrika

ফোল্ডেবল আইফোন আনতে পারে অ্যাপল 

প্রযুক্তি ডেস্ক
ফোল্ডেবল আইফোন আনতে পারে অ্যাপল 

সাম্প্রতিক সময়ে স্যামসাংসহ অনেক স্মার্টফোন নির্মাতা কোম্পানি ফোল্ডেবল মোবাইল ফোন নিয়ে এসেছে। এরই মধ্যে ফোল্ডেবল ফোন এনেছে অপ্পো ও মটোরোলা। সেই পথে হেঁটেছে ওয়ানপ্লাসও। তবে শোনা যাচ্ছে, অ্যাপলও আনতে পারে ফোল্ডেবল আইফোন। অনেক বিশ্লেষক ধারণা করছেন, শিগগিরই ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে পারে।

ব্লুমবার্গের মার্ক গুরম্যান বলেন, চলতি বছরে শুরু বা মাঝামাঝিতে অ্যাপল ফোল্ডেবল ডিভাইস আনবে বলে আশা করছি না। তবে একটি বিশ্লেষক সংস্থার অনুমান অনুযায়ী, অ্যাপল আগামী ২০২৪ সালের মধ্যেই একটি ফোল্ডেবল আইপ্যাড আনবে।

অ্যাপল এরই মধ্যে ফোল্ডেবল ডিভাইস নিয়ে একাধিকবার পেটেন্ট দায়ের করেছে। আগ্রহ থাকা সত্ত্বেও এখনো একটিও ফোল্ডেবল ডিভাইস বাজারে আনেনি প্রতিষ্ঠানটি। তবে অ্যাপলের ফোল্ডেবল ডিভাইস বাজারে আসলেও তা ধরে রাখবে উচ্চমূল্য। দাম হতে পারে ১৫০০ থেকে ২০০০ ডলারের মতো।  

অ্যাপল পণ্য বিশ্লেষক মিং-চি কুও বলেন, অ্যাপলের ফোল্ডেবল ফোনের ডিসপ্লে ৮ ইঞ্চির মতো হতে পারে। এতে ওএলইডি প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত