Ajker Patrika

আড়াই কোটি টাকা ভ্যাট দিয়েছে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৮: ১১
আড়াই কোটি টাকা ভ্যাট দিয়েছে ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ২ কোটি ৪৪ লাখ টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) দিয়েছে। এই প্রথমবারের মতো মার্কিন প্রযুক্তি সংস্থাটি বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে কর বাবদ কোনো অর্থ জমা দিল।

বর্তমানে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান ফেসবুক। স্থানীয় এজেন্ট হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে নিরীক্ষা সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপারস, বাংলাদেশ। সিটি ব্যাংক এনএর মাধ্যমে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ জুন ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নেয় ফেসবুক, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। এ ক্ষেত্রে আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের অন্যতম টেক জায়ান্ট গুগল, আমাজন এবং নেটফ্লিক্সও এখন বাংলাদেশের নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠান। গত ২৩ মে গুগল এবং ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

বিদ্যুতের লাইন ঠিক করার কথা বলে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

‘আমি আওয়ামী লীগ করি, এটাই অপরাধ’

প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না

শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বিলুপ্তির প্রস্তাব নেই জুলাই সনদে, ক্ষোভ বিএনপির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ