ফিচার ডেস্ক
প্রযুক্তির জগতে ইলন মাস্ক যেন এক রূপকথাকার। তিনি একের পর এক তৈরি করে চলেছেন মানুষের স্বপ্নের সব প্রযুক্তিপণ্য। মহাকাশযান উড্ডয়নে সাফল্যের পর রকেট ক্যাচার। টেসলা গাড়ির পর এবার স্টিয়ারিংবিহীন গাড়ি সে কথা মনে করিয়ে দিচ্ছে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত এক এআই ইভেন্টে সাইবার ক্যাবের এই নতুন ভার্সন সামনে এনেছে টেসলা। চালক ছাড়া চলবে গাড়িটি। এটি স্বয়ংক্রিয় গাড়ির দুনিয়ায় টেসলার নতুন যুগের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে নিরাপত্তা ও সুবিধা—দুটিই বজায় রাখা সম্ভব হবে।
গাড়িটি ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে নির্মাণ শুরু করবে টেসলা। দাম হবে ৩০ হাজার ডলারের কিছু কম। আয়োজনে গাড়িটির খুঁটিনাটি জানিয়েছে এর নির্মাতাপ্রতিষ্ঠান। তারা ঘোষণা দেয়, এই গাড়ি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। এতে কোনো স্টিয়ারিং হুইল না থাকায় আলাদা করে চালকের প্রয়োজন নেই। গাড়িটি নিজে থেকে যেকোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে সক্ষম।
টেসলার এই নতুন গাড়ি যেহেতু চালানোর কোনো ঝামেলা নেই, তাই এর যাত্রীরা গাড়িতে বসার পাশাপাশি শুয়েও ভ্রমণ করতে পারবে। আগে থেকে ঠিক করে দেওয়া গন্তব্যে নির্বিঘ্নে যাত্রীদের পৌঁছে দেবে এই গাড়ি।
নতুন এই গাড়িতে থাকছে আধুনিক ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। অন্যান্য গাড়ির মতো এতে দুই দিকে ঊর্ধ্বমুখী দরজা থাকবে, যা দেখতে কিছুটা পাখির ডানার মতো। এটি গাড়ির বাহ্যিক আকর্ষণ বাড়াবে। এর ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ ডিজাইন চিত্তাকর্ষক। তবে টেসলা শুধু রোবোট্যাক্সি নিয়ে আসছে, এমন নয়। একই আয়োজনে মাস্ক দিয়েছেন আরও একটি নতুন বিষয়ের খবর।
জানা গেছে, রোবোট্যাক্সির পাশাপাশি আসছে রোবোভ্যান। চালকবিহীন এই গাড়িতে একসঙ্গে ২০ যাত্রী ভ্রমণ করতে পারবে।
সূত্র: বিবিসি
প্রযুক্তির জগতে ইলন মাস্ক যেন এক রূপকথাকার। তিনি একের পর এক তৈরি করে চলেছেন মানুষের স্বপ্নের সব প্রযুক্তিপণ্য। মহাকাশযান উড্ডয়নে সাফল্যের পর রকেট ক্যাচার। টেসলা গাড়ির পর এবার স্টিয়ারিংবিহীন গাড়ি সে কথা মনে করিয়ে দিচ্ছে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত এক এআই ইভেন্টে সাইবার ক্যাবের এই নতুন ভার্সন সামনে এনেছে টেসলা। চালক ছাড়া চলবে গাড়িটি। এটি স্বয়ংক্রিয় গাড়ির দুনিয়ায় টেসলার নতুন যুগের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে নিরাপত্তা ও সুবিধা—দুটিই বজায় রাখা সম্ভব হবে।
গাড়িটি ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে নির্মাণ শুরু করবে টেসলা। দাম হবে ৩০ হাজার ডলারের কিছু কম। আয়োজনে গাড়িটির খুঁটিনাটি জানিয়েছে এর নির্মাতাপ্রতিষ্ঠান। তারা ঘোষণা দেয়, এই গাড়ি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। এতে কোনো স্টিয়ারিং হুইল না থাকায় আলাদা করে চালকের প্রয়োজন নেই। গাড়িটি নিজে থেকে যেকোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে সক্ষম।
টেসলার এই নতুন গাড়ি যেহেতু চালানোর কোনো ঝামেলা নেই, তাই এর যাত্রীরা গাড়িতে বসার পাশাপাশি শুয়েও ভ্রমণ করতে পারবে। আগে থেকে ঠিক করে দেওয়া গন্তব্যে নির্বিঘ্নে যাত্রীদের পৌঁছে দেবে এই গাড়ি।
নতুন এই গাড়িতে থাকছে আধুনিক ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। অন্যান্য গাড়ির মতো এতে দুই দিকে ঊর্ধ্বমুখী দরজা থাকবে, যা দেখতে কিছুটা পাখির ডানার মতো। এটি গাড়ির বাহ্যিক আকর্ষণ বাড়াবে। এর ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ ডিজাইন চিত্তাকর্ষক। তবে টেসলা শুধু রোবোট্যাক্সি নিয়ে আসছে, এমন নয়। একই আয়োজনে মাস্ক দিয়েছেন আরও একটি নতুন বিষয়ের খবর।
জানা গেছে, রোবোট্যাক্সির পাশাপাশি আসছে রোবোভ্যান। চালকবিহীন এই গাড়িতে একসঙ্গে ২০ যাত্রী ভ্রমণ করতে পারবে।
সূত্র: বিবিসি
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৭ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে