কম্পিউটার ও ল্যাপটপে একই সঙ্গে একাধিক ট্যাব বা সফটওয়্যারের কাজ করতে চাইলে আরও একটি মনিটরের প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন। কারণ একটি অ্যাপ বা উইন্ডোজ মিনিমাইজ বা বন্ধ করে আবার আরেকটি খুলতে হয়। এটি একটি বিরক্তিকর প্রক্রিয়া। তবে চাইলেই স্প্লিট স্ক্রিন সুবিধা কাজে লাগিয়ে একই কম্পিউটারের পর্দায় আলাদাভাবে একাধিক অ্যাপলিকেশন ব্যবহার করতে পারবেন।
স্লিপ স্ক্রিন ফিচারটি কয়েকটি উপায়ে ব্যবহার করা যায়। ফিচারটি ব্যবহার করে একই সঙ্গে দুই থেকে চারটি উইন্ডো বা অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।
পদ্ধতি ১
১. প্রথমে আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো (যেমন: ব্রাউজার বা কোনো ফাইল) খুলুন। অ্যাপ্লিকেশনটি নির্বাচন করতে এর ওপরের দিকে ক্লিক করে মাউসের বাটনটি ধরে রাখুন।
২. এখন উইন্ডো বা অ্যাপটি স্ক্রিনের একদম ডান বা বাম সাইডে টেনে নিয়ে যান। অথবা ‘উইন্ডোজ’ বাটন ও যে কোনো ‘অ্যারো কি’ (ডান, বাম, ওপরের ও নিচের দিকের তীরগুলো) একই সঙ্গে ব্যবহার করুন। এর ফলে একটি ধূসর বাক্স স্ক্রিনে দেখা যাবে। এখন মাউসের বাটনটি ছেড়ে দিন। এরপর আরেকটি উইন্ডো নির্বাচনের অপশন দেখা যাবে।
২. যে দ্বিতীয় উইন্ডোটি ডিসপ্লেতে দেখতে চান তা নির্বাচন করুন। আপনার স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে সজ্জিত হবে। এভাবে দুটি স্ক্রিন একই সঙ্গে ব্যবহার করা যাবে।
৩. চারটি উইন্ডো একই সঙ্গে ব্যবহার করার জন্য কোনো একটি উইন্ডোকে নির্বাচন করে স্ক্রিনের কোনায় টেনে নিয়ে আসতে হবে।
৪. যে দ্বিতীয় উইন্ডোটি ডিসপ্লেতে দেখতে চান তা নির্বাচন করুন। এরপর তৃতীয় ও চতুর্থ উইন্ডো নির্বাচন করুন।
উইন্ডোগুলোর মধ্যবর্তীতে মাউস নিয়ে গেলে একটি বার দেখা যাবে। সেটি ক্লিক করে টেনে উইন্ডোগুলোর আকার পরিবর্তন করা যাবে।
পদ্ধতি ২
১. প্রথমে আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো (যেমন: ব্রাউজার বা কোনো ফাইল) খুলুন।
২. অ্যাপ্লিকেশনটি নির্বাচন করতে এর ওপরের দিকে ম্যাক্সিমাইজ (চতুর্ভুজ আকৃতির বাটন) বাটনের দিকে মাউসের কার্সরটি নিয়ে যান।
৩. এখানে স্প্লিট স্ক্রিনের কতগুলো লে–আউট দেখা যাবে। কয়টা উইন্ডোজ একই সঙ্গে ব্যবহার করবেন তা এই লে–আউট থেকে নির্বাচন করুন। এখন প্রথম উইন্ডোটি স্ক্রিনের কোন পাশে রাখবেন তা লে–আউট দেখে নির্বাচন করুন।
৪. এভাবে প্রথম উইন্ডোজটি নির্বাচন করার পর বাকি উইন্ডোজ গুলো স্ক্রিনের একপাশে দেখা যাবে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইন্ডোর ওপর ক্লিক করে সেগুলো ক্রমান্বয়ে নির্বাচন করুন।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
কম্পিউটার ও ল্যাপটপে একই সঙ্গে একাধিক ট্যাব বা সফটওয়্যারের কাজ করতে চাইলে আরও একটি মনিটরের প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন। কারণ একটি অ্যাপ বা উইন্ডোজ মিনিমাইজ বা বন্ধ করে আবার আরেকটি খুলতে হয়। এটি একটি বিরক্তিকর প্রক্রিয়া। তবে চাইলেই স্প্লিট স্ক্রিন সুবিধা কাজে লাগিয়ে একই কম্পিউটারের পর্দায় আলাদাভাবে একাধিক অ্যাপলিকেশন ব্যবহার করতে পারবেন।
স্লিপ স্ক্রিন ফিচারটি কয়েকটি উপায়ে ব্যবহার করা যায়। ফিচারটি ব্যবহার করে একই সঙ্গে দুই থেকে চারটি উইন্ডো বা অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।
পদ্ধতি ১
১. প্রথমে আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো (যেমন: ব্রাউজার বা কোনো ফাইল) খুলুন। অ্যাপ্লিকেশনটি নির্বাচন করতে এর ওপরের দিকে ক্লিক করে মাউসের বাটনটি ধরে রাখুন।
২. এখন উইন্ডো বা অ্যাপটি স্ক্রিনের একদম ডান বা বাম সাইডে টেনে নিয়ে যান। অথবা ‘উইন্ডোজ’ বাটন ও যে কোনো ‘অ্যারো কি’ (ডান, বাম, ওপরের ও নিচের দিকের তীরগুলো) একই সঙ্গে ব্যবহার করুন। এর ফলে একটি ধূসর বাক্স স্ক্রিনে দেখা যাবে। এখন মাউসের বাটনটি ছেড়ে দিন। এরপর আরেকটি উইন্ডো নির্বাচনের অপশন দেখা যাবে।
২. যে দ্বিতীয় উইন্ডোটি ডিসপ্লেতে দেখতে চান তা নির্বাচন করুন। আপনার স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে সজ্জিত হবে। এভাবে দুটি স্ক্রিন একই সঙ্গে ব্যবহার করা যাবে।
৩. চারটি উইন্ডো একই সঙ্গে ব্যবহার করার জন্য কোনো একটি উইন্ডোকে নির্বাচন করে স্ক্রিনের কোনায় টেনে নিয়ে আসতে হবে।
৪. যে দ্বিতীয় উইন্ডোটি ডিসপ্লেতে দেখতে চান তা নির্বাচন করুন। এরপর তৃতীয় ও চতুর্থ উইন্ডো নির্বাচন করুন।
উইন্ডোগুলোর মধ্যবর্তীতে মাউস নিয়ে গেলে একটি বার দেখা যাবে। সেটি ক্লিক করে টেনে উইন্ডোগুলোর আকার পরিবর্তন করা যাবে।
পদ্ধতি ২
১. প্রথমে আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো (যেমন: ব্রাউজার বা কোনো ফাইল) খুলুন।
২. অ্যাপ্লিকেশনটি নির্বাচন করতে এর ওপরের দিকে ম্যাক্সিমাইজ (চতুর্ভুজ আকৃতির বাটন) বাটনের দিকে মাউসের কার্সরটি নিয়ে যান।
৩. এখানে স্প্লিট স্ক্রিনের কতগুলো লে–আউট দেখা যাবে। কয়টা উইন্ডোজ একই সঙ্গে ব্যবহার করবেন তা এই লে–আউট থেকে নির্বাচন করুন। এখন প্রথম উইন্ডোটি স্ক্রিনের কোন পাশে রাখবেন তা লে–আউট দেখে নির্বাচন করুন।
৪. এভাবে প্রথম উইন্ডোজটি নির্বাচন করার পর বাকি উইন্ডোজ গুলো স্ক্রিনের একপাশে দেখা যাবে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইন্ডোর ওপর ক্লিক করে সেগুলো ক্রমান্বয়ে নির্বাচন করুন।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
সোশ্যাল মিডিয়া জগতে নির্বিঘ্ন যোগাযোগ ও সংযোগের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে কিউআর কোড। আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে এই ফিচার গ্রহণ করেছে টিকটক। এই কিউআর কোডগুলো সরাসরি এবং সহজভাবে টিকটক প্রোফাইল ও কনটেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পথ করে দেয়।
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ড
১৯ ঘণ্টা আগেমানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভাষার ধাঁচ রপ্ত করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই বড় ভাষা মডেল (এলএলএম)-এর মতো কথা বলছে বলে দাবি করেন ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। গত সোমবার এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই কথা বলেন।
২০ ঘণ্টা আগেনতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে অ্যাপল ৮টি পুরোনো ডিভাইস বিক্রি বন্ধের করবে। প্রতি বছরের মতো এবারও নতুন পণ্য আসার পর অ্যাপল তাদের স্টোর থেকে কিছু আইফোনে পুরোনো মডেল সরিয়ে নিচ্ছে। সেই সঙ্গে কয়েকটি অ্যাপল ওয়াচ ও এয়ারপডস মডেলের বিক্রিও বন্ধ করবে।
২১ ঘণ্টা আগে