অনেকেই অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক মডেল জেমিনি ব্যবহার শুরু করছেন। জেমিনিকে আরও জনপ্রিয় করতে ইউটিউব মিউজিকের এক্সটেনশন যুক্ত করেছে কোম্পানিটি। ফলে কণ্ঠের মাধ্যমে নির্দেশনা দিলেই আপনার পছন্দের গানটি শোনাবে জেমিনি।
গত মাসেই ফিচারটি সম্পর্কে তথ্য ফাঁস হয়েছিল। ফিচারটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট থেকে গুগলের জেমিনি অ্যাপের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর ইউটিউব এক্সটেনশনটি চালু করে দিতে হবে। তবে ফিচারটি কাজ করার জন্য জেমিনি ও ইউটিউব মিউজিকে একই গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।
এক্সটেনশনটি চালু করলে নির্দিষ্ট গান, অ্যালবাম, শিল্পী ও গানের ধরন অনুসারে জেমিনি গান শোনাতে পারবে। এ ছাড়া আপনার পছন্দের গান শোনাতে বললে, আপনি যেসব গান সব সময় শুনে থাকেন সেগুলোর তালিকা থেকে গান শোনাবে।
ইউটিউব মিউজিকের এক্সটেনশন ছাড়াও গুগল ফ্লাইটস, গুগল হোটেল, গুগল ম্যাপস, গুগল ওয়ার্কস্পেস ও ইউটিউবের এক্সটেনশনও রয়েছে। পরবর্তীতে জেমিনিতে ক্যালেন্ডার, গুগল কিপ, টাস্কস ও ইউটিলিটি এক্সটেনশনও যুক্ত করবে গুগল।
বর্তমানে গুগল অ্যাসিস্ট্যান্টের মতো সবগুলো ফিচার জেমিনিতে নেই। তবে গুগল বলছে, ভবিষ্যতে অ্যাসিস্ট্যান্টকে প্রতিস্থাপন করবে জেমিনি।
ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গুগল জেমিনিতে নতুন নতুন ফিচার যুক্ত করছে।
গত মার্চে গুগল মেসেজে চ্যাটবট জেমিনিকে যুক্ত করে গুগল। ফলে মেসেজিংয়ের সময়ই এআই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। মেসেজ লিখতে ও এডিটিংয়ে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন তথ্যও জানাতে পারবে এই চ্যাটবট। কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারীরা জেমিনিকে সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে জেমিনি একটি মেসেজ তৈরি করে দেবে। মেসেজগুলো পরবর্তীতে এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির উত্তরটি কেমন হয়েছে তার প্রতিক্রিয়া জানানো যাবে। কারণ এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জেমিনি শিখতে পারে। প্রতিক্রিয়া জানানোর জন্য জেমিনির তৈরি করা মেসেজটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর লাইক ও আনলাইক বাটনে ট্যাপ করতে পারবেন।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
অনেকেই অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক মডেল জেমিনি ব্যবহার শুরু করছেন। জেমিনিকে আরও জনপ্রিয় করতে ইউটিউব মিউজিকের এক্সটেনশন যুক্ত করেছে কোম্পানিটি। ফলে কণ্ঠের মাধ্যমে নির্দেশনা দিলেই আপনার পছন্দের গানটি শোনাবে জেমিনি।
গত মাসেই ফিচারটি সম্পর্কে তথ্য ফাঁস হয়েছিল। ফিচারটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট থেকে গুগলের জেমিনি অ্যাপের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর ইউটিউব এক্সটেনশনটি চালু করে দিতে হবে। তবে ফিচারটি কাজ করার জন্য জেমিনি ও ইউটিউব মিউজিকে একই গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।
এক্সটেনশনটি চালু করলে নির্দিষ্ট গান, অ্যালবাম, শিল্পী ও গানের ধরন অনুসারে জেমিনি গান শোনাতে পারবে। এ ছাড়া আপনার পছন্দের গান শোনাতে বললে, আপনি যেসব গান সব সময় শুনে থাকেন সেগুলোর তালিকা থেকে গান শোনাবে।
ইউটিউব মিউজিকের এক্সটেনশন ছাড়াও গুগল ফ্লাইটস, গুগল হোটেল, গুগল ম্যাপস, গুগল ওয়ার্কস্পেস ও ইউটিউবের এক্সটেনশনও রয়েছে। পরবর্তীতে জেমিনিতে ক্যালেন্ডার, গুগল কিপ, টাস্কস ও ইউটিলিটি এক্সটেনশনও যুক্ত করবে গুগল।
বর্তমানে গুগল অ্যাসিস্ট্যান্টের মতো সবগুলো ফিচার জেমিনিতে নেই। তবে গুগল বলছে, ভবিষ্যতে অ্যাসিস্ট্যান্টকে প্রতিস্থাপন করবে জেমিনি।
ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গুগল জেমিনিতে নতুন নতুন ফিচার যুক্ত করছে।
গত মার্চে গুগল মেসেজে চ্যাটবট জেমিনিকে যুক্ত করে গুগল। ফলে মেসেজিংয়ের সময়ই এআই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। মেসেজ লিখতে ও এডিটিংয়ে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন তথ্যও জানাতে পারবে এই চ্যাটবট। কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারীরা জেমিনিকে সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে জেমিনি একটি মেসেজ তৈরি করে দেবে। মেসেজগুলো পরবর্তীতে এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির উত্তরটি কেমন হয়েছে তার প্রতিক্রিয়া জানানো যাবে। কারণ এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জেমিনি শিখতে পারে। প্রতিক্রিয়া জানানোর জন্য জেমিনির তৈরি করা মেসেজটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর লাইক ও আনলাইক বাটনে ট্যাপ করতে পারবেন।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
প্রযুক্তি জায়ান্ট মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ।। হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ইনস্টল করে প্রতিযোগিতায় প্রভাব ফেলছে কি না তা খতিয়ে দেখা হবে এই তদন্তে।
১৩ ঘণ্টা আগেভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরঘেঁষা বিভিন্ন দেশের সরকারগুলো সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে। এমনকি দূরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থাও পশ্চিম উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করে। ভূমিকম্পের কাছাকাছি অবস্থিত জাপান কর্তৃপক্ষ উপকূলবর্তী নিচু এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ উচ্চস্
১৩ ঘণ্টা আগেপর্নোগ্রাফি ভিডিও চুরি করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে ব্যবহারের অভিযোগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জেলা আদালতে মামলাটি দায়ের করেছে পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত দুটি প্রতিষ্ঠান স্ট্রাইক ৩ হোল্ডিংস এবং কাউন্টারলাইফ
১৭ ঘণ্টা আগেকিশোর–কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বে প্রথম নিষেধাজ্ঞা দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই নিষেধাজ্ঞার আওতায় যুক্ত হলো ইউটিউব। আলফাবেট মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং সাইটটিকে প্রথমে ছাড় দেওয়া হলেও সরকারের নতুন সিদ্ধান্তে সেই ছাড় বাতিল করা হয়েছে। দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থার সুপারিশে এই
১৯ ঘণ্টা আগে